1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সরকার চাইলে আগেই খুনিদের ধরতে পারত’

৯ ফেব্রুয়ারি ২০১৭

সাংবাদিক দম্পতি সাগর- রুনি হত্যাকাণ্ডের পাঁচ বছর হয়ে গেলেও এখনো কোনো অপরাধী ধরা পড়েনি৷ সাগর সরওয়ারের মা সালেহা মুনির মনে করেন, ‘‘সরকার ইচ্ছা করলে (অপরাধীদের) অনেক আগেই বের করতে পারতো৷ এখনো ইচ্ছা করলে পারে৷’’

Bangladesch Fotoausstellung in Dhaka
ছবি: DW

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকার পশ্চিম রাজারবাগের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি৷ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে বেঁচে আছে তাঁদের একমাত্র শিশু পুত্র মাহির সরওয়ার মেঘ৷ কিন্তু গত পাঁচ বছরেও পুলিশ মামলার তদন্তে কেনো অগ্রগতির খবর দিতে পারেনি৷ অপরাধীদের চিহ্নিত বা আটকও করতে পারেনি৷ গতকাল ৮ ফেব্রুয়ারি আদালতে মামলার তদন্ত অগ্রগতি প্রতিবেদন দেয়ার কথা থাকলেও তদন্তকারী সংস্থা র‌্যাব তা দিতে ব্যর্থ হয়েছে৷ আর এ কারণে আদালত তদন্ত কর্মকর্তা এএসপি মহিউদ্দিন আহমেদকে ২১ মার্চ তলব করেছেন৷

সরকার ইচ্ছা করলে অনেক আগেই বের করতে পারতো: সাগরের মা

This browser does not support the audio element.

সাগরের মা সালেহা মুনির হতাশা নিয়েই ডয়চে ভেলেকে বলেন, ‘‘এবার আশা করেছিলাম পুলিশ কোনো অগ্রগতির খবর দেবে৷ আমি নিশ্চিত ভেবে ছিলাম সাগর-রুনির হত্যাকারীদের ব্যাপারে তথ্য দেবে র‌্যাব৷ কিন্তু আদালতে তারা কেনো খবর দিতে পারেনি৷ যা আমাকে হতাশ করেছে৷ কিন্তু আমি কখনোই আশা ছাড়বো না৷ আমি আমার ছেলের খুনিদের দেখতে চাই৷ আমৃত্যু আমি বিচারের দাবি করেই যাবো৷’’

তিনি জানান তদন্তে অগ্রগতি না থাকলেও তদন্ত কর্মকর্তারা মাঝে মাঝে তাঁর সঙ্গে দেখা করেন৷ তাঁর ভাষায়, ‘‘কয়েকদিন আগে তদন্ত কর্মকর্তা বাসায় এসে আমার খোঁজ খবর নিয়েছেন৷ আমি তদন্তের অগ্রগতির খবর জানতে চাইলে শুধু বলেছেন, আপনার ছেলে তো শহীদ৷ অবশ্যই কিছু হবে৷’’

সালেহা মনির বলেন,‘‘সরকার ইচ্ছা করলে (অপরাধীদের) অনেক আগেই বের করতে পারতো৷ এখনো ইচ্ছা করলে পারে৷ আমার মনে হয়, এখনো তারা ধরা পড়বে, বিচার হবে৷ নারায়ণগঞ্জের সাত খুন মামলার বিচার হলে আমার সন্তানের হত্যার বিচার হবে না কেন?’’

তদন্ত কর্মকর্তা এখন আর যোগাযোগ করেন না: রুনির ভাই

This browser does not support the audio element.

বিচার কেন হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সেটা আমারও প্রশ্ন৷ আমার মনে হয়, কোথাও এটা প্যাঁচ বা গিট্টু আছে, সেটা কি আমি জানি না৷’’

প্রয়াত সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের রোমান তদন্তের অগ্রগতি সম্পর্কে ডয়চে ভেলেকে বলেন, ‘‘তদন্ত কর্মকর্তা এখন আর আমাদের সঙ্গে যোগাযোগ করেন না৷ ফলে মামলার তদন্তের কোনো অগ্রগতি সম্পর্কে আমরা জানিনা৷ আমরা আশাহত৷ স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন, তাঁর কাছে তদন্তের অগ্রগতির কোনো খবর নাই, তখন আমরা বিচারের আশা করব কিভাবে?’’

সাগর-রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ এখন ক্লাস ফোর-এ পড়ে৷ নওশের জানান, ‘‘মাহির এখন অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে৷ তবে বাবা-মায়ের ছবি দেখলে বা কোনো ঘটনা মনে পড়লে মাঝে মাঝে সে আবেগপ্রবণ হয়ে পড়ে৷’’

প্রিয় পাঠক, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনি কতটা আশাবাদী? জানান নীচে মন্তব্যের ঘরে... 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ