সরকার থেকে ভোটার সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোশাল মিডিয়া
শহীদুল ইসলাম
১২ সেপ্টেম্বর ২০২৫
২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন ঘিরে নানা প্রশ্ন ও বিশ্লেষণ, ডয়চে ভেলেকে জানালেন অধ্যাপক মাহবুবুর রহমান।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল তা চ্যালেঞ্জে পড়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। নির্বাচনকে কেন্দ্র করে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা কমে যায় এবং সরকার যদি নিরপেক্ষ নির্বাচন করতে না পারে তখন এদেশের ভবিষ্যৎ অন্ধকার।ছবি: DW
বিজ্ঞাপন
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনকে সামনে রেখে এর বিভিন্ন দিক নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান।
ডয়চে ভেলে: আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা জনগণের মধ্যে কী ধরনের প্রত্যাশা তৈরি করেছে?
অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান: গত ১৫ বছরেরও বেশি সময় দেশে নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার রক্ষা করা যায়নি। যে নির্বাচনেনাগরিকেরা তাদের ইচ্ছে ও পছন্দমতো ভোট দিতে পারে সেই নির্বাচনের অভাব কিন্তু গত সাড়ে ১৬ বছর ধরে বাংলাদেশে আছে। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের নির্বাচন করার ঘোষণা মানুষের মনে শুধু প্রত্যাশাই তৈরি করেনি, একটি স্বপ্ন তৈরি করেছে। কারণ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন করে পৌঁছাবে। সেই জায়গা থেকে আমি মনে করি এই নির্বাচন মানুষের প্রত্যাশা, স্বপ্ন ও ট্রান্সফরমেশনের জায়গা।
গত সাড়ে ১৬ বছর পছন্দের মানুষকে ভোট দিতে না পারার পরিবেশের কারণে দেশে কিন্তু ২০০৮ সালের নির্বাচনের পরে যারা ভোটার হয়েছেন তারা ভোট দিতে পারেননি। এদের বয়স কিন্তু এখন ৩৪-৩৫ বছর হয়ে গেছে। এদের নিজের পছন্দের ভিত্তিতে সরকার পরিবর্তনের অভিজ্ঞতা নেই। এই অবস্থায় এই নির্বাচন আয়োজনের ঘোষণা সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা ও আগ্রহ তৈরি করেছে সেটি সাধারণ কোনো জরিপে উঠে আসবে না। কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেক সময় জরিপের বিশ্বাসযোগ্যতা অনেক নিম্নমানের। এটা সামাজিক প্রত্যাশা তৈরি করেছে। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ ও জবাবদিহিমূলক শাসন তৈরির প্রত্যাশা তৈরি করেছে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্ধারিত সময় অন্তর অন্তর সরকার গঠনের যে প্রত্যয় সেই প্রত্যাশা তৈরি করেছে।
নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা-সংশয়
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ও সার্বিক প্রস্তুতি নিয়েও মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। এসব বিষয়ে ডয়চে ভেলের সাথে কথা বলেছেন রাজনীতিবিদ, বিশ্লেষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
জনমনে স্বস্তি ফেরেনি, নির্বাচন হবে কীভাবে?: রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, সিপিবি
নির্বাচন নিয়ে শঙ্কার তিনটি কারণ আছে। প্রথমত, জনজীবনে স্বস্তি ফেরেনি, এর মধ্যে নির্বাচন হবে কীভাবে? দ্বিতীয়ত, সরকার ও নির্বাচন কমিশনের আরও কিছু দৃশ্যমান পদক্ষেপ দরকার ছিল। যেমন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি যাত্রায় শামিল করার দরকার ছিল, যেটা তারা করেনি। তৃতীয়ত, সরকারের সঙ্গে ঘনিষ্ট রাজনৈতিক দলগুলো নির্বাচনবিরোধী অবস্থান নিয়েই কথা বলছে। ফলে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক।
ছবি: DW
রাজনৈতিক অনৈক্য ও নিরাপত্তাহীনতা নির্বাচনে বাধা : মনিরা শারমিন, যুগ্ম আহবায়ক, এনসিপি
মানুষের মধ্যে শঙ্কার অনেক কারণ আছে। মূলত দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়নি। এটা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় প্রভাবক। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখন তো সবার মাঠে থাকার কথা। বিশেষ করে একটি দল যারা শুরু থেকেই নির্বাচনের কথা বলছে তারাও কিন্তু মাঠে নামেনি। তারাও জানে, রাজনৈতিক ঐক্য ছাড়া নির্বাচন সম্ভব না৷ মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। নির্বাচনহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছে।
ছবি: Privat
জামায়াত-এনসিপির শর্ত শঙ্কা তৈরি করেছে : ডা. জাহেদ উর রহমান, রাজনৈতিক বিশ্লেষক
কতগুলো যৌক্তিক কারণেই সংশয় তৈরি হয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই। মূল দল জামায়াত ও এনসিপি নানা ধরনের শর্ত দিচ্ছে নির্বাচন নিয়ে। যেগুলো দেখে মনে হতে পারে তারা নির্বাচন চায় না। এটাই মানুষের মধ্যে সংশয় তৈরি করেছে। এই মুহূর্তে সবার নির্বাচনের মাঠে থাকার কথা। কিন্তু জামায়াত-এনসিপি যেসব শর্ত দিচ্ছে সেগুলো পূরণ না হলে তারা নির্বাচন করবে না। ফলে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা তো আছেই।
ছবি: Samir Kumar Dey/DW
নির্বাচন ছাড়া সরকারের বিকল্প নেই : রোকসানা খন্দকার, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক
দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। কয়েকটি দল শর্ত দিচ্ছে, এটা না হলে, ওটা না হলে তারা নির্বাচনে যাবে না। এই শর্তের কারণে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে যতই শঙ্কা থাক, বর্তমান সরকার কিন্তু বুঝতে পেরেছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই এতে মানুষ দারুনভাবে ক্ষুব্ধ। ফলে যত শঙ্কাই থাক না কেন, নির্বাচন দেওয়া ছাড়া এই সরকারের কোন বিকল্প নেই।
ছবি: Samir Kumar Dey/DW
আইন শৃঙ্খলা হচ্ছে বড় চ্যালেঞ্জ: মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক
তিনটা দলকে গুরুত্ব দেন ড. ইউনূস। এর মধ্যে জামায়াত ও এনসিপি পিআর সিস্টেমে নির্বাচন চায়। তাদের এই দাবির কারণে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। আর বিএনপিও অগোছালো। তারেক রহমান দেশে নেই, প্রার্থী বাছাই করে যে তারা মাঠে নামবে সেটাও দেখা যাচ্ছে না। এসব কারণে অনিশ্চয়তা। আর আইনশৃঙ্খলা হচ্ছে বড় চ্যালেঞ্জ। পুলিশ আসলে প্রস্তুত না। সেনাবাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। এই কারণেও শঙ্কা বেড়েছে।
ছবি: Privat
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে : সাইদুর রহমান, রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক, ইত্তেফাক
ভোট ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থাহীনতা আছে। ভোটারদের কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করার পাশাপাশি আরেকটি চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে কঠিন সংকটের মুখোমুখী ফেলতে পারে। সেটি হল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস-ইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি বা ভিডিও বানিয়ে ছড়িয়ে দেয়া। ভোট না হওয়া পর্যন্ত শঙ্কা থাকবে। এখনো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে।
ছবি: Samir Kumar Dey/DW
পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ চাই : অর্পিতা সাহা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
জীবনের প্রথম ভোট হিসেবে আমি চাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হয়। যেখানে প্রতিটি দল সমান সুযোগ পাবে। আমার প্রত্যাশা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এমন সরকার নির্বাচিত হবে, যারা সত্যি জনগণের আশা ও কল্যাণ বাস্তবায়নে এগিয়ে আসবে। বর্তমান সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশাগুলো পূরণ হয়নি। তাই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত জরুরি।
ছবি: Samir Kumar Dey/DW
নির্ভয়ে ভোট দিতে চাই : রাতুল হাসান রাফি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
জনগণ ভেবেছিল অন্তর্বর্তীকালীন সরকারই হবে পরিবর্তনের প্রতীক। ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে, দুর্নীতি কমাবে, উন্নয়নের গতি বাড়াবে। কিন্তু বাস্তবে দেখা গেল ব্যর্থতাই বেশি। জনগণের আস্থা টিকিয়ে রাখতে হলে আর সময়ক্ষেপণের সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। একেবারেই স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক, যেখানে কোনো দল বিশেষ সুবিধা না পায়। জীবনের প্রথম ভোট হিসেবে আমি নির্ভয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই।
জাতীয় নির্বাচনে একজন তরুণ ভোটার হিসাবে আমার প্রধান প্রত্যাশা হলো সৎ ও যোগ্য নেতৃত্ব পাওয়া। আমি চাই শিক্ষা, কর্মসংস্থান প্রযুক্তিকে অধিক গুরুত্ব দেওয়া হোক। দুর্নীতি কমানোসহ নারী হিসাবে আমার সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ প্রত্যাশা করি। সবশেষে, আমি এমন নেতৃত্ব চাই যারা ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়বে।
ছবি: Privat
নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয় : আবু বকর অনিক, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আমি এখনও কোন নির্বাচনে ভোট দেইনি। জীবনে প্রথম ভোট দেবো রাকসু নির্বাচনে। আর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাই। সেই নির্বাচনটি যেন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। যাতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করতে পারে এবং একজন প্রকৃত স্বদেশপ্রেমী প্রতিনিধির মাধ্যমে সংসদে তাদের মৌলিক অধিকার নিশ্চিত হয়।
ছবি: Samir Kumar Dey/DW
10 ছবি1 | 10
কোনো কোনো রাজনৈতিক দল এই নির্বাচন পেছাতে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা দেখছেন কি?
সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি এবং নির্বাচন কমিশন নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছে সেটিও অসম্পূর্ণ। কারণ এই রোডম্যাপ নির্বাচনের পূর্ব প্রস্তুতির কিছু বিষয়কে উপস্থাপন করছে কিন্তু নির্বাচনের যে পূর্ণ প্রস্তুতি এবং নির্বাচনকালীন সময়ের আগে সিরিয়াস প্রস্তুতির বিষয়গুলো সেখানে নেই। ভোটের তারিখ ঘোষণার দরকার ছিল। ভোটের তারিখ ঘোষণা করে প্রয়োজনে সরকার তা পরিবর্তন করতে পারত। তারিখ ঘোষণা করলে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। নির্বাচন কমিশনকেও সেভাবে সামাজিক যে প্রত্যয় দেখানো, নাগরিকদের নির্বাচনমুখী করার পরিবেশ এবং আয়োজন সমাজের মধ্যে তৈরি করতে পারেনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়েও বিভাজন আছে। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য, ভোট দেওয়ার জন্য যে জাতি সাড়ে ১৬ বছর অপেক্ষা করছে তাকে যদি আপনি আরও অপেক্ষায় রাখেন সেটি ভালো দেখায় না। এমন হতে পারে ছোট একটি অংশ বা কোনো না কোনো গোষ্ঠী বিভিন্ন কারণে এখনই নির্বাচন চায় না। কিন্তু আপামর জনসাধারণ নির্বাচন চায় না এটি আমি কোনোভাবেই বিশ্বাস করতে চাই না। বাংলাদেশের মানুষের কাছে ভোট শুধু নাগরিক অধিকার নয়, উৎসবও। সাড়ে ১৬ বছর ধরে ভোট দিতে না পারার কারণে এটি কিন্তু নাগরিকের পরিচয় প্রকাশের প্রশ্নের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। এই অবস্থায় যত লম্বা সময় ধরে আপনি তাদের অপেক্ষা করাবেন ততই তাদের মধ্যে ক্ষোভ তৈরি হবে।
নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ রয়েছে। বিষয়টি এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতায় কী প্রভাব ফেলতে পারে?
অন্তর্বর্তী সরকারের সময়ে সব সংকট সমাধান করে ফেলার কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। একই সময়ে সব পরিবর্তন বাংলাদেশের মানুষ কেন পৃথিবীর কোনো অংশের মানুষই প্রস্তুত নয়। প্রত্যেকটা পরিবর্তন-সংস্কার সময় ও প্রয়োজনের প্রেক্ষিতে হয়। দেশের মানুষ কিন্তু কর্তৃত্ববাদের পতনের আগে কখনোই বলেনি আনুপাতিক নির্বাচন চায়। কর্তৃত্ববাদের পতনের পরেও লম্বা সময় কিন্তু এই আলাপ ছিল না। মাঝে একটু ছিল, এরপর অনেক দিন হারিয়ে গেল, আবার এখন সামনে এসেছে। সংস্কার গুরুত্বপূর্ণ। কারণ প্রয়োজনীয় সংস্কার যদি করতে না পারি তাহলে হয়তো কর্তৃত্ববাদী ব্যবস্থা আবার ফিরে আসতে পারে। সেই ভয়ের কারণেই কিন্তু মৌলিক জায়গায় সংস্কারের জন্য নির্বাচনের আগে অনেকের দাবি আছে, যাতে জবাবদিহিমূলক শাসন তৈরি হয়।
সবাই এক লাইনে না এলে নির্বাচন করা অনেক চ্যালেঞ্জিং হবে: মাহবুবুর রহমান
This browser does not support the audio element.
আপনার দৃষ্টিতে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কী কী?
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সরকার, এরপর নির্বাচন কমিশন। গত বছরের ৫ আগস্টকে কেন্দ্র করে দলগুলোর যে ঐক্য ছিল সেই ঐক্যসহ সরকার ও নির্বাচন কমিশনের একই লাইনে না আসা সব থেকে বড় চ্যালেঞ্জ। এরা এক লাইনে এলে নির্বাচন করা যাবে। একই লাইনে না আসলে নির্বাচন করা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। সরকার, নির্বাচন কমিশন এবং যেসব রাজনৈতিক দল নির্বাচনে প্রতিযোগিতা করবে তাদের মধ্যে একটা বোঝাপড়া, বিশ্বাস, আস্থা থাকতে হবে।
আপনার দৃষ্টিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা এখন পর্যন্ত কতটা কার্যকর?
প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে এক ধরনের ঐক্য আমরা দেখেছি। সংকট হলেই রাজনৈতিক দলগুলো উনার (প্রধান উপদেষ্টা) সঙ্গে বসেছে এবং বোঝাপড়ার মধ্য দিয়ে তার বাসভবন থেকে বের হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন কতটুকু বোঝাপড়ায় গিয়েছে সেটি কিন্তু দৃশ্যমান হয়নি। সরকারের অন্যান্য অনুঘটকের সঙ্গেও গত এক বছরে রাজনৈতিক দলগুলোর কি আস্থার সম্পর্ক তৈরি হয়েছে সেটিও দৃশ্যমান হয়নি। সামনে আরও ছয় মাস সময় আছে। আমার কাছে মনে হচ্ছে অন্যরা সেভাবে পেরে উঠতে না পারলেও প্রধান উপদেষ্টা বিভিন্ন সংকটে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসাতে পেরেছেন। এই নিয়ন্ত্রণ যদি ভবিষ্যতেও থাকে তাহলে একটি আশা থাকে। এই আশাটি আরও শক্তিশালী হবে যদি নির্বাচন কমিশন শক্তিশালীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে পারে। বারবার বসা দরকার, তাদের অভিযোগ ও পরামর্শগুলো গ্রহণ করে তাদেরকে সুষ্ঠু নির্বাচনের পথে ধাবিত করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা না করেন আপনি যতই নিরাপত্তামূলক ব্যবস্থা নেন না কেন কখনোই সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। কেবল আইনশৃঙ্খলা ও ভোটের লাইন সুষ্ঠু করাই নির্বাচন নয়। ভোটের আগে প্রচার-প্রচারণা সময়, ভোট গ্রহণের সময় এবং ভোট গণনার সময় যদি সরকার ও নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা না থাকে তাহলে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা চ্যালেঞ্জিং হয়ে যাবে।
নির্বাচন নিয়ে আস্থা তৈরিতে রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব আছে কি?
রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা করে। ক্ষমতায় যাওয়ার যে মানসিকতা সেটি কিন্তু রাজনৈতিক দলের পরিচয় তৈরি করে এবং তাকে অন্যান্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর থেকে আলাদা করে। যখন দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা আছে তখন এদের কাছ থেকে আপনি যে লেভেলে সহযোগিতা পাবেন সেটি হলো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যে পরিমাণ নিরপেক্ষতা প্রকাশ করতে পারবেন, যেটুকু নিরপেক্ষতা তাদের কাছে বিশ্বাসযোগ্য করতে পারবেন ততটুকু সহযোগিতা পাবেন। এজন্য সরকার ও নির্বাচন কমিশনকে দলগুলোর কাছে নিজেদের বিশ্বাসযোগ্য করে তোলা না শুধু, বিশ্বাস ও আস্থায় জায়গায় নিয়ে যেতে হবে। এটি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা সুষ্ঠু থাকবে। যখন সরকার, নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট তৈরি হবে, বিশ্বাসযোগ্য নির্বাচন করা কঠিন হয়ে যাবে।
শিক্ষাঙ্গনে নির্বাচন নিয়ে শিক্ষার্থী ও বিশ্লেষকদের কথা
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন নির্বাচন হয় না? বাধা কোথায়? কলেজগুলোতেও কি ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত না? এসব বিষয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ছবি: DW
রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখতেই নিয়মিত নির্বাচন হয় না : ডা. জাহেদ উর রহমান, রাজনৈতিক বিশ্লেষক
ছাত্র প্রতিনিধি নির্বাচনে সরকার-বিরোধীরাই অধিকাংশ সময় নির্বাচিত হয়। ফলে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী দলের ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ খর্ব হয়। এই কারণে অধিকাংশ ক্ষেত্রে সরকারগুলো নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচন দিতে চায় না।
ছবি: DW
আমি স্বতন্ত্র প্রার্থীকে চাইবো : রিফাত জাহান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
সবার আগে আমি আমি স্বতন্ত্র প্রার্থীকে চাইবো, যার কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ততা নেই এবং কোনো রাজনৈতিক সংগঠন দ্বারা প্রভাবিত হবে না। প্রার্থীর কাছে আমি প্রতিবাদ করার ক্ষমতা, সচ্ছতা, জবাবদিহিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দাবি করতে পারি, তবে অবশ্যই সেটা শিক্ষার্থীবান্ধব হতে হবে।
ছবি: Samir Kumar Dey/DW
লেজুড়বৃত্তিক রাজনীতি চাই না : রাতুল হাসান রাফি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
ডাকসু ঐতিহাসিকভাবে শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। তবে বাস্তবে এটি প্রায়ই রাজনৈতিক দলগুলোর প্রভাবাধীন হয়ে পড়ে৷ ফলে, প্রশ্ন ওঠে- ডাকসু কি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছে, নাকি দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হচ্ছে? অবশ্য ডাকসুর প্রার্থীরা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হন, তবু তারা সাধারণত নিজেদের রাজনৈতিক দলের প্রতি বেশি দায়বদ্ধ থাকেন। এমন লেজুরবৃত্তিক রাজনীতি চাই না।
ছবি: Samir Kumar Dey/DW
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি : অর্পিতা সাহা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
নির্বাচনে নারী প্রার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান কেন্দ্র। এই নেতৃত্বে সবার কণ্ঠস্বর সমানভাবে শোনা না গেলে গণতান্ত্রিক চর্চা পূর্ণতা পায় না। তাই নারীদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো জরুরি।
ছবি: Samir Kumar Dey/DW
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণ খুবই সামান্য : পপি রাজবংশী, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই সামান্য। ছাত্র সংসদে বিভিন্ন পদে কিছু নারী শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করলেও তাদের অবস্থান ভালো না। আবার হল সংসদে অনেক পদে কোনো প্রতিদ্বন্দ্বীই নেই। সব মিলিয়ে মেয়েদের অংশগ্রহণও সন্তোষজনক নয়। রাকসুতে ‘জাতিসত্ত্বা বিষয়ক সম্পাদক’ পদের সংযুক্তিসহ চার দফা দাবি জানিয়েছিল ‘আদিবাসী’ ছাত্র সংগঠনগুলো। এ দাবিও উপেক্ষিত হয়েছে।
ছবি: Samir Kumar Dey/DW
নির্বাচিতদের দায়িত্ব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা : নাঈম ইবনে জামান, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যাদের ভোট দিবো, তাদের কাছে আমার প্রত্যাশা, দীর্ঘদিন ছাত্র সংসদ না হওয়ায় প্রশাসনিক ও একাডেমিক যেসব অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি তা পুনঃপ্রতিষ্ঠা করা। যেমন, একাডেমিক সিলেবাসকে যুগোপযোগী করা, শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ফান্ডিং ও স্কলারশিপের ব্যবস্থা গ্রহণ।
লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠনগুলোর অগ্রাধিকার শিক্ষার্থীদের দাবি নয়, বরং দলীয় স্বার্থই হবে - এমন আশঙ্কা বাস্তবসম্মত। যখন ছাত্র সংসদ স্বাধীনভাবে কাজ করেছে, তখন তারা জাতীয় স্বার্থে বড় ভূমিকা রেখেছে। দলীয় রাজনীতির অতীত ইতিহাসের আলোকে বলা যায়, ছাত্র সংসদে দলীয়করণ হলে শিক্ষার্থীদের স্বতন্ত্র কন্ঠস্বর হারিয়ে যাবে, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে না। এককেন্দ্রিক রাজনৈতিক মতাদর্শকে হেজেমোনিক করে তুলবে।
ছবি: Samir Kumar Dey/DW
নির্বাচিতরা যেন শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেন : সাদিয়া শরিফ শান্তা, শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা থাকে নির্বাচিত প্রতিনিধিরা রাজনৈতিক স্বার্থ নয়, শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেবেন। কিন্তু যদি পূর্ণ প্যানেল বা অধিকাংশ পদে রাজনৈতিক সংগঠনের প্রার্থীরাই জয়ী হন, তাহলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিষয়ে তাদের সঙ্গে মুখোমুখি অবস্থার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ছবি: Samir Kumar Dey/DW
সৎ ও মেরুদণ্ড থাকা নেতা চাই : মামুন ইসলাম, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চাকসু নেতার হতে হবে স্বচ্ছ, তার মধ্যে অবশ্যই কোনো প্রকার দ্বিচারিতা, কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কাজ করার মানসিকতা থাকতে পারবে না। প্রশ্ন করা ও প্রশ্নের সম্মুখীন হওয়ার মতো সৎ সাহস এবং ডিসিশন মেইকিংয়ের যোগ্যতা, তথা মেরুদণ্ড থাকা একান্ত জরুরি।
ছবি: Samir Kumar Dey/DW
সকল সম্প্রদায়ের প্রতিনিধি থাকা জরুরি : অর্পিতা সুশীল অপি, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চাকসু নির্বাচনে অমুসলিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব অত্যন্ত জরুরি। এটি বৈষম্য রোধ, সবার ন্যায্য অধিকার নিশ্চিত এবং তাদের নির্দিষ্ট সমস্যা ও চাহিদা তুলে ধরতে সহায়ক হবে। এ ধরনের প্রতিনিধিত্ব যতটা বেশি উঠে আসবে, শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বোঝাপড়া এবং অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ছাত্র সংসদ গঠনে ততবেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
ছবি: Samir Kumar Dey/DW
ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব : বোরহান রব্বানী, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাজনৈতিক বা অরাজনৈতিক পরিচয় নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তবে আমরা তেমন কোনো পরিচয়ের ভিত্তিতে ভোট দেবো না। আমরা বিবেচনা করবো-কে বা কারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যারা শিক্ষার্থীদের নায্য অধিকার আদায় করতে পারবে। এছাড়া যাদের ইশতেহারে ক্যাম্পাসের শান্তি, উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে- তাদেরই আমরা ভোট দেবো।
জাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের আগ্রহ কম থাকার অন্যতম কারণ হলো- রাজনীতির পরিবেশকে এখনো অনেকেই নিরাপদ মনে করেন না। কেননা, গণঅভ্যুত্থানে নারীদের ব্যাপক ভূমিকা থাকলেও এর পরবর্তী সময়ে নারীদের অনলাইন বুলিংয়ের মাধ্যমে রাজনীতিতে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি সামাজিক চাপ, নিরাপত্তার অভাব এবং নেতৃত্বে নারীদের সুযোগ কম থাকায় অনেকেই এগিয়ে আসতে চান না।
ছবি: Samir Kumar Dey/DW
12 ছবি1 | 12
যারা প্রথমবারের মতো ভোট দেবে, তাদের মধ্যে নির্বাচনের প্রতি আস্থা কিংবা অনিশ্চয়তা-কোন দিকটি বেশি লক্ষ্য করা যাচ্ছে?
আমি মনে করি নির্বাচনের প্রতি আস্থা ও অনিশ্চয়তা দুটিই আছে। কারণ তারা তো নির্বাচন দেখেনি, এরা একটি অস্বস্তির মধ্যে আছে। তবে সরকারের প্রস্তুতি, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা এদের কাছে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিশ্বাসযোগ্য হয় তখন তাদের আস্থা বেড়ে যাবে এবং অস্বস্তি কমে যাবে।
তরুণ ভোটারদের জন্য এই নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ, এবং তাদের অংশগ্রহণ কীভাবে নির্বাচনের ফলাফল ও প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে?
তরুণদের জন্য এই নির্বাচন একটি মাইলফলক, তাদের জন্য চ্যালেঞ্জও। কারণ তারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে। তারা ভোট দিতে পারবে কি, তারা একটি জবাবদিহিমূলক শাসন তৈরি করতে পারবে কী না, তারা আবারও কর্তৃত্ববাদ ও বিশৃঙ্খলার মধ্যে ফিরে যাবে কী না, আগের মতো আবার বেকার ও বঞ্চিত থেকে যাবে কি না-এসব কিন্তু তরুণদের জন্য চ্যালেঞ্জ। ১৮ থেকে ৩৫ বয়স বয়সি যারা ভোট দেবেন তারা কিন্তু খুব বেশি অতীত ভেবে কোনো সিদ্ধান্ত নেন না, তারা সিদ্ধান্ত নেন ভবিষ্যৎ ভেবে। সুতরাং জুলাই অভ্যুত্থানের পরে যারা কথাবার্তায়, কাজকর্মে এদের আস্থা অর্জন করতে পারবে তারাই ভোটে জিতে যাবে, কারণ এদের সংখ্যা ৩০-৩৫ শতাংশ। এই তরুণদের প্রত্যাশাকে মাথায় রেখে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের ইশতেহার দিতে হবে। তবে তরুণেরা কিন্তু ইশতেহারে শুধু বিশ্বাস করবে না, তারা কাজ চায়। তারা বর্তমান বিবেচনা করে ভবিষ্যতের প্রতিশ্রুতিকে মূল্যায়ন করে।
বাংলাদেশের অতীত নির্বাচনগুলোর অভিজ্ঞতা বিবেচনায় নিলে এবার কী ধরনের পরিবর্তন বা নতুন পরিস্থিতি আমরা দেখতে পারি বলে আপনি ধারণা করছেন?
গত সাড়ে ১৬ বছর ভোট দিতে না পারার কারণে অনেকের ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। এদের বড় অংশই ভোট দিতে যাবে অভিজ্ঞতা নিতে। গত ১৬ বছরে নির্বাচন কমিশনসহ নিরাপত্তা সংস্থাগুলোর ভোটারকে ভোট না দিতে দেওয়ার যে আচরণের অভিজ্ঞতা তাকে কিন্তু তাড়িয়ে বেড়াচ্ছে। এই তাড়ানো নিয়েই সে ভোটকেন্দ্রে যাবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গত ৫৪ বছর যাবৎ নাগরিকদের সেভাবে অধিকাংশ ক্ষেত্রে সুশাসন দিতে পারেনি। ১৯৯১ সালের পর থেকে কিন্তু সচেতন ভোটার তৈরি হয়েছে, সেটি হচ্ছে নারী ভোটার। আগে নারী ভোটারদের অনেকেই কম শিক্ষিত ছিল। এখন কিন্তু নারীদের মধ্যে শিক্ষিতের ভারসাম্য তৈরি হয়েছে। এরা সচেতনভাবে ভোট দেবেন। আগে অনেক নারী অন্যদের কথায় প্রভাবিত হয়ে ভোট দিতেন। এখন একজন গৃহিণীও সোশ্যাল মিডিয়ায় থাকেন। সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ না করা গেলে অনেক ভদ্রলোক সামাজিকভাবে অপদস্থ হয়ে যেতে পারেন, আবার অনেক অভদ্র লোকও এই মাধ্যমে বিকৃত প্রচারের কারণে মূল্যবান হয়ে উঠতে পারেন। এই চ্যালেঞ্জ আমাদের আগে ফেস করতে হয়নি। তরুণ ভোটাররা সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে অনেকটা চ্যালেঞ্জের মধ্যে আছেন, তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার সবার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় বন্ধু ও সবচেয়ে বড় শত্রু এই সোশ্যাল মিডিয়া। সামাজিক মাধ্যমই ঠিক করে ফেলবে অথবা নাগরিকদের প্রভাবিত করে ফেলতে পারে।
কেমন ছিল অন্তর্বর্তী সরকারের এক বছর?
13:05
This browser does not support the video element.
সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
আইনশৃঙ্খলা বাহিনীর অবশ্যই ভূমিকা রয়েছে। তবে বাংলাদেশের মানুষ যেহেতু খুব লম্বা সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে না সেজন্য গণমাধ্যমের ভূমিকা রয়েছে। গণমাধ্যমের স্বচ্ছতা ও সঠিক তথ্যের ওপর মানুষ কতটা সামাজিক মাধ্যমের আর কতটা গণমাধ্যমের ওপর নির্ভর করবে তা ঠিক করবে। আগে দেখেছি গণমাধ্যমে প্রভাবিত হয়ে নাগরিকেরা পছন্দ নির্ধারণ করত। এখন কিন্তু গণমাধ্যমের থেকে মানুষকে বেশি প্রভাবিত করবে সামাজিক যোগাযোগ মাধ্যম। গণমাধ্যমগুলো নির্বাচনকেন্দ্রিক বিশ্বাসযোগ্য তথ্য নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারলে তখন এটি মানুষকে প্রার্থী পছন্দের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে।
নির্দলীয় সরকারের আমলেও যদি এই নির্বাচন বিতর্কিত হয়, তবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য কী ধরনের পরিণতি হতে পারে?
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল তা চ্যালেঞ্জে পড়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। নির্বাচনকে কেন্দ্র করে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা কমে যায় এবং সরকার যদি নিরপেক্ষ নির্বাচন করতে না পারে তখন এদেশের ভবিষ্যৎ অন্ধকার। এই ভবিষ্যৎটা রক্ষা করা অনেক চ্যালেঞ্জিং। রাষ্ট্রের সকল শক্তিকে এই চ্যালেঞ্জে পড়তে হবে। এজন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে বর্তমান সরকার ব্যর্থ হবে এটি কল্পনাই করা যায় না। বাংলাদেশকে রক্ষা করার জন্য সুষ্ঠু নির্বাচন করতে হবে। বাংলাদেশকে ভালোবাসলে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সরকার যেহেতু কর্তৃত্ববাদের পতনের ফলে তৈরি হয়েছে সুতরাং তার আনুষ্ঠানিক কাজই হলো মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান কাজটি ছিল ভোটাধিকার। তাই এই সরকারের সকল কাজের মধ্যে সবার আগে এক নম্বর কাজ হচ্ছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে তাদের সকল কাজেই ব্যর্থ হয়ে যাবে।