1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাড়ে ৫ কোটি মানুষের কী হবে?

৩ এপ্রিল ২০২০

করোনায় আর্থিক ক্ষতির প্রণোদনা নিয়ে রোববার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন৷ সেখানে বিভিন্ন খাতে প্রণোদনার বিষয়গুলো স্পষ্ট করবেন৷ এখন পর্যন্ত পোশাক খাত ছাড়া আর কারো জন্যই প্রণোদনার কথা বলা হয়নি৷

ছবি: DW/M. Rashed

এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রণোদনার পাঁচ হাজার কোটি টাকা শ্রমিকদের বেতনের জন্য ব্যয় করা হবে৷ আর এটা শতকরা দুই ভাগ সুদে ঋণ হিসেবে দেয়া হচ্ছে৷ যেসব প্রতিষ্ঠানের কমপক্ষে শতকরা ৮০ ভাগ উৎপাদিত পণ রপ্তানি হয়, তারাই এই প্রণোদনা পাবে৷ আর রপ্তানি খাত বলতে বাংলাদেশে প্রধানত  তৈরি পোশাক খাতকেই বোঝায়৷ বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ ভাগেরও বেশি এই খাত থেকে আসে৷

কিন্তু বাংলাদেশে কর্মক্ষম মানুষ সাড়ে ছয় কোটি৷ আর পোশাক খাতে ৪০ লাখ শ্রমিক কাজ করেন৷ তাই করোনায় ক্ষতির মুখে পড়ছেন এরকম সাড়ে পাঁচ কোটি মানুষের জন্য এখনো কোনো প্রণোদনা বা সহায়তার কথা ঘোষণা করা হয়নি৷ তাদের সাথে তাদের পরিবারও যুক্ত৷ 

ড. সেলিম রায়হান

This browser does not support the audio element.

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশে এই করোনায় শিল্প ও ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হবে৷ আবার শুধু রপ্তানিমূখী নয়, দেশীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পও ক্ষতির মুখে পড়বে৷ অর্থনীতির প্রায় প্রত্যেকটি খাতই ক্ষতির মুখে৷ তাই এই প্রণোদনা বা সহায়তার জন্য সার্বিক পরিবল্পনা দরকার৷ শুধু রপ্তানিমূখী শিল্পে প্রণোদনা দিলে হবে না৷ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং সাউথ এশিয়ান টেওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং (এসএএনইম)-এর নির্বাহী পরিচাল ড. সেলিম রায়হান মনে করেন, ‘‘দেশীয় বিভিন্ন ধরনের শিল্প ও সেবা খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে পরিকল্পনা প্রয়োজন৷ তাদের টিকিয়ে রাখতে প্রণোদনা দিতে হবে৷ শুধু পোশাক খাতকে কেন্দ্র করে পরিকল্পনা করলে হবে না৷’’

দুই বছরের একটি রিকভারি প্ল্যানের প্রস্তাব করে তিনি বলেন, ‘‘এই রিকভারি প্ল্যান অনুযায়ী, আমাদের বাজেট ও পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে হবে৷’’ 

তিনি আরো বলেন, ‘‘এই করোনায় গরিব মানুষ আরো গরিব হবে৷ আর যারা এখন প্রান্তিক পর্যায়ে আছেন তারাও গরিব হয়ে যাবেন৷ যারা নিম্নবিত্ত তারাও ঝুঁকিরমধ্যে পড়ে গেছেন৷ তাই সবাইকে এখন সামাজিক নিরাপত্তা নেটের মধ্যে আনতে হবে৷ আর কর, ব্যাংকিং ও বাণিজ্য খাতে সংস্কার আনতে হবে৷’’

সিপিডির অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন প্রণোদনার পরিকল্পনা করা দরকার ব্যাপকভিত্তিক৷ তিনি বলেন, ‘‘দেশীয় বাজারভিত্তিক এসএমই খাত, কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, পোল্ট্রি, লাইট ইঞ্জিনিয়ারিং, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেবা খাত, পর্যটন, হাসপাতাল, হোটেল রোস্তোরাঁ- সবাই ক্ষতিগ্রস্ত৷ তাদের দুই ধরনের প্রণোদনা দরকার৷ রিভলবিং ফান্ড আকারে স্বল্প সূদে ঋণ দেয়া দরকার, যাতে তারা ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে পারেন, শ্রমিকদের বেতন দিতে পারেন৷ আবার রাজস্বের দিক থেকেও প্রণোদনা দেয়া যায় ভ্যাট, ট্যাক্স মওকুফ বা রেয়াত দিয়ে৷’’ 

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম

This browser does not support the audio element.

তবে সাধারণ মাানুষকে বাঁচাতে বড় উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি৷ আর এজন্য সামাজিক নিরাপত্তার আওতা বাড়াতে হবে৷ চালু থাকা ওএমএস আরো বিস্তৃত করতে হবে৷

বাংলাদেশে করোনায় অর্থনীতির ক্ষতি কী পরিমাণ হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না৷ তবে এশীয় উন্নয়ন ব্যাংক বলছে, জিডিপির শূণ্য দশমিক ৬ ভাগ অবনমন হতে পারে৷ কিন্তু গোলাম মোয়াজ্জেম মনে করেন, করোনা কোথায় শেষ হবে তা বলা মুশকিল৷ এটা বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক আঘাত হানছে৷ তার প্রশ্ন, ‘‘বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ৬ কোটি ৩০ লাখ মানুষ কাজ করে৷ ৮০ ভাগ রপ্তানি করে এমন পোশাক খাতে শ্রমিক আছেন ৪০ লাখ৷ তাহলে বাকি ৫ কোটি ৯০ লাখ মানুষের কী হবে?’’

তিনি মনে করেন, স্বাস্থ্য খাতে এখনই বড় বরাদ্দ প্রয়োজন৷ তা না হলে ক্ষতি আরো বাড়বে৷ তাই তার প্রস্তাব, এই বাজেটে বিভিন্ন খাতে অনেক অব্যবহৃত অর্থ আছে, সেই অর্থ স্বাস্থ্য এবং সামাজিক খাতে ব্যয় করা হোক৷ আর আগামী বাজেটে স্বাস্থ্য ও সামাজিক খাতে বরাদ্দ অনেক বাড়াতে হবে৷ 

২০ মার্চের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ