1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার পতনের আন্দোলনে সমন্বয়হীনতা

৭ আগস্ট ২০২৩

বিএনপির সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি নিয়ে নানা টানাপোড়েন চলছে৷ এটা তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিকরা যেমন স্বীকার করছেন তেমনি বিএনপির নেতারাও অস্বীকার করছেন না৷

ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ফলে এখন নতুন কোনো কর্মসূচি নেই৷ আর আগস্ট মাসে বড় কোনো কর্মসূচিতে  যাওয়ার সম্ভাবনাও কম৷ সেপ্টেম্বরে আন্দোলন চাঙ্গা করতে তাই বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে৷

শরিকরা মনে করছে, কর্মসূচিতে সমন্বয়হীনতা আন্দোলকে কিছুটা হলেও গতিহীন করেছে৷ আর তারা ২৯ জুলাই ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিকে এরজন্য দায়ী করছেন৷ তারা বলছেন, কোনো আলোচনা না করেই বিএনপি একক সিদ্ধান্তে মহাসমাবেশের পরদিন ওই কর্মসূচি দেয়, যার কোনো প্রস্তুতি ছিল না৷ আর তার সুবিধা নিয়েছে সরকার৷ যুগপৎ আন্দোলনের নেতারা মনে করেন, ওই কর্মসূচির সিদ্ধান্ত বিএনপিও  দলীয়ভাবে নেয়নি৷ কোনো এক জনের একক সিদ্ধান্তে হয়েছে৷ তার ফল ভালো হয়নি৷ আগস্টে আন্দোলন যে চূড়ান্ত পর্যায়ে নেয়ার পরিকল্পনা ছিল তা ভেস্তে গেছে৷

তারা আরো মনে করেন, বিএনপির দলীয় সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সংকট আছে৷ তাদের মূল নেতৃত্ব দেশের বাইরে থাকায় কোনো কোনো সিদ্ধান্ত বাস্তবমুখী হয়না৷ সে কারণে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া দরকার৷

এই বিষয়গুলো নিয়ে যুগপৎ শরিকরা এরই মধ্যে বিএনপির সঙ্গে কথা বলেছে৷ বিএনপিও তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে৷ এই আলোচনার মাধ্যমে তারা আন্দোলন পুনর্গঠন করতে চায়৷ এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে আবারো জোরের সঙ্গে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়৷

সমন্বয়ে সমস্যা আছে বোঝা যাচ্ছে: হক

This browser does not support the audio element.

বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘বিএনপির ভিতরে সিদ্ধান্ত গ্রহণে কিছু সমস্যা আছে৷ তাদের প্রধান নেতৃত্ব এখন দেশের বাইরে থাকেন৷ স্ট্যান্ডিং কমিটির সদস্যরা দেশে থাকেন৷ তাদের সমন্বয়ে কিছু সমস্যা আছে বোঝা যাচ্ছে৷ আমরা তাই জোর দিয়েছি যারা দেশে আছেন , মাঠে আছেন তাদের চিন্তা ভাবনাকে  অগ্রাধিকার দেয়া দরকার৷ কারণ তারা যেভাবে বাস্তবতাকে বিবেচনা করবেন, বাইরে থেকে যে কারুর পক্ষে সেটা বিবেচনা করা কঠিন৷  আন্দোলনের এই পর্যায়ে আমাদের বড় কেনো ভুল করার সুযোগ নেই৷ তাই সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্তের কথা আমরা বলছি৷''

তার কথা, ‘‘২৯ তারিখের কর্মসূচি(ঢাকার প্রবেশ মুখে অবস্থান) আমাদের আন্দোলন কিছুটা শ্লথ করেছে৷ আগস্টে আমাদের একটা টার্গেট ছিলো৷ তবে এখন আমরা আরো একটু সংগঠিত হয়ে আর একটু পিছিয়ে বড় আন্দোলনের কথা ভাবছি৷ এনিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে৷ আলাপ আলোচনা হচ্ছে৷''

তিনি আরো বলেন, ‘‘২৯ জুলাইয়ের কর্মসূচিতে আমাদের সমন্বয়ের ঘাটতি ছিলো৷ আর এটা তাৎক্ষণিক সিদ্ধান্তে হয়েছে সেটা একটা বিষয়৷ এখন আমরা নতুন কর্মসূচি এবং আন্দোলন পুনর্গঠন নিয়ে কাজ করছি৷''

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ  বলেন, ‘‘২৯ জুলাই কর্মসূচি আগের দিন রাতে হঠাৎ করে নেয়া হয়৷ ফলে আগের দিনের সমাবেশের মতো সফল হয়নি৷ প্রস্তুতির অভাব ছিলো৷ সাধারণভাবে কোনো কর্মসূচি নেয়ার আগে আমাদের বলা হয়৷ এরপর চূড়ান্ত হলে আমাদের জানিয়ে দেয়া হয়৷ আমরা ৩৬টি দল এভাবেই কাজ করি৷ তবে এখন আমরা আন্দোলন আরো বেগবান করার জন্য বৈঠক করছি৷ এই মাসটা একটু শ্লো যাবে৷ পরের মাসে আবার কঠোর কর্মসূচিতে যাবো৷''

ধারাবাহিকতা থাকতে হবে: মান্না

This browser does not support the audio element.

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘এই যে আমরা আমরা বলছি, কিন্তু আন্দোলনের কর্মসূচি আমরা ঠিক করছি না, ওনারা (বিএনপি) ঠিক করছেন৷ আর তাদের সিদ্ধান্তও এক জায়গায় কেন্দ্রীভূত৷ উনি(তারেক রহমান) যা বলছেন তাই  ‘ইয়েস ইজ ইয়েস, নো ইজ নো' আন্দোলনে তো হয় না৷ আপনি ইয়েস ভেবে মাঠে গেছেন, গিয়ে দেখেন নো হয়ে গেছে৷ নো ভেবে গেছেন, ইয়েস হয়ে গেছে৷''

তার কথা, ‘‘আন্দোলনের কৌশল নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা স্পষ্ট৷ তবে আমি যদি জোটের মধ্যে থেকে এরকম কথা বলি তাহলে আমি হয়তো আরো প্রশ্নের মধ্যে পড়ে যাবো৷ যে প্রশ্নের জবাব আমি টেকনিক্যাল কারণে দিতে পারবনা৷ ২৮ জুলাই যা করেছেন (মহাসমাবেশ) ২৯ তারিখে তো তার কিছুই হয়নি( ঢাকার প্রবেশ মুখে অবস্থান)৷ গয়েশ্বর বাবু মার খেয়েছেন, পুলিশ কতটা নৃশংস ছিলো, আওয়ামী লীগের পান্ডারা কী রকম হামলা করেছিলো— এগুলো দিয়ে একটা কাভারআপ করা গেছে৷ তারপরে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করেছেন সেখান থেকে কোনো কর্মসূচি দেননি৷ পরে যেটা দিয়েছেন সেটা তারেক রহমান ও জুবায়দা রহমানের মামলার রায়ের প্রেক্ষিতে৷ যে এক দফা আন্দোলন করছেন সেটার ধারাবাহিকতা তো নাই এখন৷ কিন্তু আন্দোলন যদি গণঅভ্যুত্থানের দিকে, বিজয়ের দিকে নিতে চান, যদি এক দফার আন্দোলন হয় তাহলে তাহলে একটার পর একটা কর্মসূচি দিতে হবে৷ মাঝখানে এক দুইদিন গ্যাপ হতে পারে৷ কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে৷''

তার কথা, ‘‘পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে সরকার পতনের আন্দোলন হয়না৷ সোহরাওয়ার্দী উদ্যানে মির্জা ফখরুল বললেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, এতে বাধা দেবেন না৷ অ্যাপ্রোচটা ঠিক ক্ষমতার সঙ্গে পাঞ্জা লড়ার যে অ্যাপ্রোচ সেটা এখনো গড়ে ওঠেনি৷''

কখনো এক পা পিছিয়ে দুই পা এগোতে হয়: খান

This browser does not support the audio element.

তবে বিএনপি মনে করে ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি হঠাৎ নেয়া হলেও এর মধ্য দিয়ে সরকারের আগ্রাসী রূপ প্রমাণ করা গেছে৷ আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের চরিত্র দেখতে পেরেছে৷ তারা ওই দিনের ঘটনার ভিডিও তাদের দেখিয়ে বুঝাতে পেরেছে যে কীভাবে এখানে সরকার গণতান্ত্রিক আন্দোলন দমন করছে৷ আর আন্দোলনের কৌশল সব সময় এক থাকেনা৷ বদলাতে হয়৷ এখন কৌশল পদলানোর পর্ব চলছে৷

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ‘‘আন্দোলনের নানা কৌশল আছে৷ কখনো এক পা পিছিয়ে দুই পা এগোতে হয়৷ আবার কখনো দুই পা এগিয়ে এক পা পিছাতে হয়৷ আমরা এখন যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে আছেন তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক প্রায় শেষ করে ফেলেছি৷ এখন আমরা আরো কঠোর আন্দোলনে যাব৷  সেটার সময় নির্ধারণ একটি বিষয়৷ তবে আমরা আগেই মাঠে নেমে গেছি৷ সরকার পতনের আন্দোলনে মাঠে আছি৷''

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘শরীকদের মতো আমরাও মনে করি আন্দোলন আরো একটু পরিকল্পিত হওয়া উচিত৷ সেই কাজই আমরা এখন করছি৷ কীভাবে যুগপৎ কর্মসূচি ঘোষণা করা যায়৷ কীভাবে আরো জনগনকে সম্পৃক্ত করা যায় তার পরিকল্পনা হচ্ছে৷ যেকোনো আন্দোলনেই নতুন কৌশল লাগে৷ সেটা আমরা করছি৷''

তার কথা, ‘‘আমরা ২৮ জুলাই মহাসমাবেশ করেছি৷ এরপর ২৯ জুলাই আমাদের কর্মসূচিতে পুলিশ হামলা করেছে৷ তারপরও সমাবেশসহ আমরা দুইটি কর্মসূচি পালন করেছি৷ আমরা কর্মসূচি বন্ধ করিনি৷ নতুন কর্মসূচি দেয়া হবে৷''

 

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ