1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫৭ ধারার অপব্যবহার চলছেই

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২ নভেম্বর ২০১৭

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আনিসুর রহমান নামের আর এক সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে৷ সরকারের পক্ষ থেকে নানাভাবে আশ্বাস দেয়া হলেও বিতর্কিত এ আইন বাতিল করা হচ্ছে না, এর অপব্যবহারও থামছে না৷

প্রতীকী ছবিছবি: DW/M. Mamun

এর আগে সর্বশেষ গত আগস্টে জেলে যেতে হয়েছিল খুলনার সাংবাদিক আব্দুল লতিফকে৷

বুধবার দৈনিক সংবাদ-এর কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাংবাদিক আনিছুর রহমানকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় আটক করে পুলিশ৷ পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে অন্য দুই ব্যক্তির দেয়া ফেসবুক পোস্ট তিনি শেয়ার করেছেন৷ সাংবাদিক আনিসুর রহমান ওই অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি আদালতে বলেছেন, এ ধরনের কোনো বিকৃত পোস্ট তিনি শেয়ার করেননি৷ তারপরও আনিসুর রহমানকে আটক করা হলেও যারা ছবি বিকৃত করে ফেসবুকে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷

Azmal Haq Helal - MP3-Stereo

This browser does not support the audio element.

এর আগে শুধুমাত্র খবরের লিংক ফেসবুকে শেয়ার করার কারণেও সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে৷ ‘সকালের খবর'-এর সিনিয়র সাংবাদিক আজমল হক হেলাল এমন মামলার শিকার৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়৷ মঠবাড়িয়ার সংসদ সদস্যের বিরুদ্ধে পার্লামেন্ট ওয়াচ নামে একটি অনলাইনসহ আরো কয়েকটি দৈনিকে খবর প্রকাশ হয়৷ আর আমি সেই খবরের লিংক ফেসবুকে শেয়ার করি৷ সেই কারণে আমার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয় জুলাই মাসে৷ আমি হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়ার পর জেলা আদালত থেকে স্থায়ী জামিন নিয়েছি৷'' 

আজমল হক হেলাল জানিয়েছেন, এখন তাঁকে প্রতি মাসে দু'বার আদালতে হাজিরা দিতে হয়৷ তাঁর দাবি, পুলিশকে তিনি বলেছেন,‘‘আমি অপরাধী হলে চার্জশিট দিন, বিচার শুরু হোক, কিন্তু পুলিশ তা-ও করছে না৷'' জাতীয় দৈনিকের এই সাংবাদিকের মামলার ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে মামলা হলেও যারা খবরটি পরিবেশন করেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি৷ 

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনসহ চার জনের বিরুদ্ধে দিনাজপুরে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয় ৩ জুলাই৷ জেলা জজ কোর্টের আইনজীবী হযরত আলী বেলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন৷ ‘বিচারপতির লাল সিঁড়ি ও দেলোয়ারের ক্র্যাচ' শিরোনামে একটি ফেসবুক স্ট্যাটাস দেয়ায় এই মামলা হয়৷ মামলায় অভিযোগ করা হয়েছে, স্ট্যাটাসের মাধ্যমে বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে৷

একই দিনে আরেকটি মামলা করা হয় দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান, সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরের বিরুদ্ধে৷ গত ২২ জুন ‘খুনের মামলার আসামিরা হাছান মাহমুদের ক্যাডার' শিরোনামে একটি প্রতিবদেন প্রকাশ করায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মামলাটি করা হয়৷ ওই মামলা করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী৷

এর আগে মে মাসে বিডিনিউজটোয়েন্টি ফোর ডটকম-এর প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব'র বিরুদ্ধে একই আইনে মামলা করেন মানিকগঞ্জের এক বিচারক৷ ১১ জুন ‘একটি অসুস্থ শিশু, বিচারকের ট্রাক ও একটি মামলা..' শিরোনামের প্রতিবেদনের জন্য তাঁর বিরুদ্ধে মামলাটি করেন সিনিয়র সহকারী জজ মাহবুবুর রহমান৷

এছাড়া ৭ জুন সাংবাদিক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে গুলশান থানায় মামলা করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী৷ মামলায় অভিযোগ করা হয়েছে যে, আফসান চৌধুরী সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও তাঁর ছেলেকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য করেছেন৷

তবে সবচেয়ে চাঞ্চল্যকর ছিল ২০১৫ সালের একটি মামলা৷ সে বছরের ১৬ আগস্টে এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদন এবং ফেসবুক স্ট্যাটাসের কারণে ঢাকায় আটক করা হয় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাংবাদিক প্রবীর শিকদারকে৷ পরে সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাঁকে জামিনে ছাড়া হলেও মামলা প্রত্যাহার হয়নি৷ ফরিদপুরে দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলার বিচার শুরু হয়েছে ঢাকার সাইবার ক্রাইম ট্রাবুন্যালে৷ প্রবীর শিকদার সম্প্রতি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার বিচার শুরু হয়ে গেছে৷ আমাকে এখন নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে৷'' তিনি দুঃখ করে বলেন, ‘‘এ দেশের সাধারণ মানুষ আইনি হয়রানির শিকার হয়৷ আমিও তো একজন সাধারণ মানুষ৷ এই হয়রানি তো আমাকে মেনে নিতেই হবে৷''

২০১৫ সালে এই আইনটি সংশোধন করে ৫৭ ধারা যুক্ত হওয়ার পর থেকে  এ পর্যন্ত বাংলাদেশে ৩০ জন সাংবাদিকের বিরুদ্ধে ওই ধারায় মামলার খবর জানা যায়৷ 

Omar Sadat - MP3-Stereo

This browser does not support the audio element.

সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দেওয়া তথ্য মতে, সারাদেশে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া ৭শ' ৪০টি মামলা রয়েছে, যার মধ্যে ৬০ শতাংশ মামলা রয়েছে ৫৭ ধারার৷ ২০১৩ সালে প্রথম ৩টি মামলা হওয়ার পর প্রতি বছর মামলার সংখ্যা বেড়েছে৷ ২০১৪ সালে সারাদেশে ৩৩টি মামলা হলেও ২০১৫ সালে এসে এই সংখ্যা দাঁড়ায় ১৫২৷ ২০১৬ সালে মামলার সংখ্যা ২শ' ৩৩টি, আর এ বছর জুলাই পর্যন্ত মামলা হয়েছে ৩১৯টি৷ আইন সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের সংখ্যা বেড়েছে৷

আইনজীবী ব্যারিস্টার ওমর শাদাত ডয়চে ভেলেকে বলেন, ‘‘তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারাটি এমন যে, এটা নানাভাবে অপব্যবহারের সুযোগ আছে৷ আর শক্তিমানরা এটা তাদের স্বার্থে বিশেষ করে ব্যবহার করছে৷ সরকার এই আইন বাতিলের কথা বলেছে৷ কিন্তু তারপরও এর অপব্যবহার হচ্ছে৷ সরকারের উচিত হবে নতুন আইন না হওয়া পর্যন্ত এই আইনটির ব্যবহার বা প্রয়োগ বন্ধ রাখা৷''

তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় কালো আইন৷ এই আইন যত ব্যবহার করা হবে সরকারের ভাবমূর্তি ততই ক্ষুন্ন হবে৷ নতুন আইনে যেন এই কালো আইনের কোনো ছায়া না থাকে৷'' 

এ বিষয়ে আপনার কোন মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ