1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র প্রস্তুতি

৩ জুন ২০১২

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রধান বিরোধী দল বিএনপি’র আল্টিমেটাম শেষ হচ্ছে ১০ জুন৷ ১১ জুন ঢাকার মহাসমাবেশে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সরকার বিরোধী নতুন কর্মসূচি ঘোষণা করবেন৷

ছবি: Reuters

বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই কারগারে থাকলেও সমাবেশ সফল করতে আজ থেকে মত বিনিময় শুরু করবেন খালেদা জিয়া৷

বিএনপি ধরেই নিয়েছে সরকার ১০ জুনের মধ্যে তাদের দাবী মেনে নিচ্ছে না৷ তাই তারা পরবর্তী কর্মসূচি নিয়ে কাজ করছে৷ বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই কারাগারে থাকায় বাইরে থাকা সিনিয়র নেতা তরিকুল ইসলামকে দিয়ে দল গোছানোর কাজ শুরু হয়েছে৷ ৩৫ টি কমিটি গঠন করা হয়েছে যারা সারা দেশের তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠিত করছেন৷ বিএনিপর এখন প্রধান টার্গেট ১১ জুনের মহাসমাবেশ সফল করা৷ যা ডয়চে ভেলেকে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷

বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ডয়চে ভেলেকে জানান, ‘‘হাতে তেমন সময় না থাকলেও তারা মহাসমাবেশ সফল করতে পারবেন৷ তাদের নেতা-কর্মীদের মনোবল অটুট আছে৷ তারা চান সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে৷''

ব্যারিস্টার মওদুদ বলেন, মহাসমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া৷ ১১ জুনের দু'একদিন আগে কর্মসূচি চূড়ান্ত হবে৷

আর আজ থেকে খালেদা জিয়া সামনের মহাসমাবেশ এবং করণীয় নিয়ে মতবিনিময় শুরু করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ