1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরানো হলো টোকিও অলিম্পিকের উদ্বোধনী ডিরেক্টরকে

২২ জুলাই ২০২১

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ডিরেক্টর কেনতারো কোবায়াশিকে বরখাস্ত করা হলো।

একের পর এক বিতর্ক টোকিও অলিম্পিকে।ছবি: Yomiuri Shimbun/AP/picture alliance

হলোকাস্ট নিয়ে তিনি বছর কয়েক আগে একটি টিভি অনুষ্ঠানে মজা করেছিলেন। সম্প্রতি তার সেই মজা করার ঘটনা নজরে আসে। তারপর শুরু হয় বিতর্ক। তার জেরে উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে সেই অনুষ্ঠানের ডিরেক্টর কোবায়াশিকেই বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন, টোকিও অলিম্পিকের প্রধান হাসিমাতো।

হলোকাস্ট মানে হলো ব্যাপক হত্যাকাণ্ড। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ইহুদিদের যে গণহত্যা করেছিল, ইতিহাসে সেটাই হলোকাস্ট বলে পরিচিত। কোবায়াশি একজন সাবেক কমেডিয়ান। তিনি ১৯৯৮ সালে একটি টিভি শো-তে হলোকাস্ট নিয়ে মজা করেছিলেন। হাসিমাতো বলেছেন, ''এখন জানা গেছে, ইতিহাসের একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে তিনি এমন ভাষা ব্যবহার করেছিলেন, যা উপহাসের মতো শুনিয়েছে। তাই অর্গানাইজিং কমিটি সিদ্ধান্ত নেয়, কোবায়াশি আর ওই পদে থাকতে পারবেন না।''

কোবায়াশি জাপানের নাটকের জগতে খুবই পরিচিত নাম। তিনি ওই মন্তব্যের জন্য পরে ক্ষমাও চেয়েছিলেন। তিনি জানিয়েছেন, ''ওই ভিডিওটা ১৯৯৮ সালে রিলিজ করা হয়, উদ্দেশ্য ছিল, একজন তরুণ কমেডিয়ানকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। আমি কিছু লাইন বলেছিলাম যা বলা একেবারেই উচিত হয়নি।  সেই সময় আমি যেভাবে চাইতাম, সেভাবে হাসাতে পারছিলাম না। তাই আমি মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য খুবই অগভীর মনোভাবের পরিচয় দিয়েছিলাম।''

টোকিও অলিম্পিক যত কাছে এসেছে, ততই একের পর এক স্ক্যান্ডাল সামনে এসেছে।

যে উদ্বোধনী সঙ্গীত বাছা হয়েছে, সেটা গাওয়া হবে মিউজিক ডিরেক্টর ছাড়াই। কারণ, মিউজিক ডিরেক্টরকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কারণ, তিনিও সাক্ষাৎকারে অতীতে তার বিকলাঙ্গ ক্লাসমেটদের  কীভাবে পীড়ন করেছেন সেই কথা বলেছিলেন।

গত মার্চে উদ্বোধনী অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর সাসাকি পদত্যাগ করেন। কারণ, তাঁর একটি পরিকল্পনা সমালোচিত হয়।

এমনকী এর আগের অলিম্পিক কমিটির প্রধান মেয়েদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন। তারপর তাকে সরিয়ে হাসিমাতোকে প্রধান করা হয়েছে।

তবে সব চেয়ে বেশি সমালোচনা হয়েছে করোনাকালে অলিম্পিকের আয়োজন করা নিয়ে।

জিএইচ/এসলজি(এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ