1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযুদ্ধকে ‘অনুভব করার’ গেম

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৩ ডিসেম্বর ২০১৬

‘‘গেমে আটটি ট্র্যাক আছে৷ তার একটি ট্র্যাক ধরুন মেজর রফিক৷ যিনি গেমটি খেলবেন তিনি মেজর রফিক সিলেক্ট করলেন৷ তাহলে এই গেমের তিনিই মেজর রফিক,’’ বলেন ‘ম্যাসিভ যুদ্ধ৭১’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘ম্যাসিভ স্টারের’ মাহবুব আলম৷

যুদ্ধ৭১-এর স্ক্রিনশট
ছবি: MassiveStar/M. Alam

মাহবুব এবং তাঁর দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর সবচেয়ে বড় কম্পিউটার গেম নির্মাণের কাজে হাত দিয়েছেন৷ ২০২১ সাল নাগাদ গেমটির ২১টি এপিসোড নির্মাণ করবেন তারা৷ এরইমধ্যে আড়াই বছরের চেষ্টায় একটি পর্ব নির্মাণ করেছেন৷ যা এখন সবার জন্য উন্মুক্ত হওয়ার অপেক্ষায় আছে৷ একটি ডেমো সংস্করণ এরইমধ্যে প্রকাশ করা হয়েছে৷

মাহবুব আলম জানান, ‘‘প্রথম পর্বে আমরা মুক্তিযুদ্ধের মার্চ-এপ্রিল সময়কালকে তুলে এনেছি৷ আমরা এই সময়টাকে দেখছি মুক্তিযুদ্ধের প্রস্তুতির সময় হিসবে৷ আমরা আসলে মুক্তিযুদ্ধের একদম সঠিক তথ্যনির্ভর গেম তৈরিতে হাত দিয়েছি৷ তাই শুরুতে আমাদের সময় অনেক বেশি লেগেছে৷ আমরা মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশকে গেমের ২১টি পর্বে তুলে ধরার চেষ্টা করছি৷''

গেমটির ২১ পর্ব নির্মাণে কাজ করছে বড় এক কর্মীবাহিনী৷ খরচও প্রচুর৷ এই খরচের টাকা কোথা থেকে আসবে? এটা কি বাণিজ্যিক ভিত্তিতে বাজারজাত করা হবে? এমন প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, ‘‘না, এই গেমটি সবার জন্য উন্মুক্ত থাকবে৷ গেমটি পেতে বা খেলতে কোনো টাকা খরচ করতে হবে না৷ আমাদের গেম এবং অ্যাপ নির্ভর ব্যবসা আছে, সেখান থেকেই আমরা অর্থের যোগান দেবো৷''

‘‘আমরা চাই বাংলাদেশের এই সময়ের মানুষকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে৷ আর এটা বই পড়ার মত নয়, একজন মুক্তিযোদ্ধার চরিত্রে নিজেকে স্থাপন করে মুক্তিযুদ্ধকে সত্যিকারভাবে অনুভব করার মাধ্যমে,'' বলেন তিনি৷

71 - MP3-Stereo

This browser does not support the audio element.

প্রসঙ্গত, বাংলাদেশের সর্বাত্মক মুক্তিযুদ্ধের মধ্যে আরো অনেক যুদ্ধ আছে৷ সন্তান হারানো মায়ের যুদ্ধ, যুদ্ধশিশুকে মায়ের আর ফিরে না পওয়ার যুদ্ধ, ভারতে শরণার্থী হয়ে যাওয়া এককোটিরও বেশি বাঙালির শরণার্থী জীবনের যুদ্ধ৷ আরো আছে চীন, ভারত, রাশিয়া, অ্যামেরিকার ভূমিকা নিয়ে আরেক যুদ্ধ৷ একাত্তরের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আরো অনেক যুদ্ধে নিয়েই এই গেম৷ আর একারণেই গেমটির নাম দেয়া হয়েছে ‘ম্যাসিভ যুদ্ধ৭১৷'

মাহবুব আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রাথমিকভাবে এই গেমের ভাষা বাংলা৷ এরপর আমরা এটা ইংরেজি ও জাপানি ভাষাসহ আরো কয়েকটি ভাষায় প্রকাশ করবো৷ আমাদের সঙ্গে এরইমধ্যে জাপানের দু'টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা হয়েছে৷ আমরা চাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবদেশের সব মানুষের কাছে ছড়িয়ে পড়ুক মুক্তিযুদ্ধের অনুভূতিতে৷''

গেমটির ২১টি পর্ব থাকবেছবি: MassiveStar/M. Alam

‘ম্যাসিভ স্টার' বাংলাদেশে বাণিজ্যিকভাবে কম্পিউটার গেমস নির্মাণ শুরু করে ২০১৩ সালে৷ তাদের প্রথম গেম ‘হাতিরঝিল ড্রিম বিগিন্স৷' এরপর তারা কয়েকটি শিক্ষামূলক গেমস তৈরি করেছে৷ মাহবুব জামান জানান, গেমসের মাধ্যমে শিক্ষাসহ আরো অনেক ভালো কিছু করা সম্ভব৷ ‘ম্যাসিভ যুদ্ধ৭১' সেরকমই একটি বড় কাজ

গেমটির ২১ পর্বের আলাদা আলাদা কোনো শিরোনাম থাকবেনা৷ তবে পর্বের নম্বর দিয়ে আগাবে৷ কোন পর্বে কী থাকবে তা এখনো চুড়ান্ত হয়নি৷ তবে গবেষণা শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা৷ কমবেশি ২০০ মুক্তিযোদ্ধার চরিত্রায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের ভিতরেই একজনকে নিয়ে যেতে চায় গেমটি৷

আপনি কি গেমটি খেলবেন? লিখুন মন্তব্যে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ