1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরে দাঁড়াচ্ছেন ব্লেজার, ক্রিকেটার বাটের কেলেঙ্কারির প্রমাণ

৭ অক্টোবর ২০১১

ফুটবল জগতে দুর্নীতির অভিযোগ তুলে ফিফায় তোলপাড় সৃষ্টিকারী চাক ব্লেজার এবার কনকাকাফ এর সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন৷ এদিকে, একটি ওভারে কোন রান না করতে সম্মত হয়েছিলেন সালমান বাট৷

দুর্নীতির কেলেঙ্কারি সামলাতে হিমশিম খাচ্ছেন ব্লাটারছবি: dapd

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এশীয় ফুটবল ফেডারেশন থেকে সম্প্রতি বিদায় নিতে হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক মোহাম্মদ বিন হাম্মামকে৷ এছাড়া একই কেলেঙ্কারির জের ধরে বিদায় নিয়েছিলেন ফিফার ভাইস-প্রেসিডেন্ট এবং কনকাকাফ প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার৷ তবে সেই কেলেঙ্কারির অভিযোগ তুলে যিনি ক্রীড়া জগতে হৈচৈ ফেলে দিয়েছিলেন সেই মার্কিন ফুটবল সংগঠক চাক ব্লেজার এবার ঘোষণা দিলেন পদ থেকে সরে দাঁড়ানোর৷

জ্যাক ওয়ার্নারছবি: picture-alliance/dpa

ফুটবলের আন্তর্জাতিক নজরদারি সংস্থা ফিফা'র প্রেসিডেন্ট সেপ ব্লাটারের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ব্লেজার উত্তর এবং মধ্য অ্যামেরিকা ও ক্যারিবিয়ান ফুটবল সংস্থাকে নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘ ২১ বছর ধরে৷ তবে ৬৬ বছর বয়সি এই ক্রীড়া ব্যক্তিত্ব আগামী ৩১ ডিসেম্বরের পর কনকাকাফ-এর সাধারণ সম্পাদক হিসেবে আর থাকতে চান না বলে জানিয়ে দিলেন শুক্রবার৷ অবশ্য ফিফার নির্বাহী পরিষদের সদস্য হিসেবে তিনি বহাল থাকবেন৷ ফিফার সর্বোচ্চ নীতি নির্ধারণী এই পরিষদে তিনি ১৯৯৭ সাল থেকে রয়েছেন৷ এই পরিষদে তাঁর সদস্যপদের মেয়াদ রয়েছে ২০১৩ সাল পর্যন্ত৷

পাকিস্তানের ক্রিকেটার সালমান বাটছবি: AP

এদিকে, পাকিস্তান ক্রিকেট দলের আলোচিত কেলেঙ্কারি নিয়ে নতুন প্রমাণ হাজির করা হলো ব্রিটিশ আদালতে৷ গত বছরের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক ওভারে কোন রান না করার শর্তে রাজি হয়েছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক সালমান বাট৷ ঘটনাটি ছিল ২০১০ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত ওভালের তৃতীয় টেস্টের খেলার৷ সেই পাতানো খেলার অংশ হিসেবে বাটের এই সম্মতিসূচক টেলিফোন আলাপ ছদ্মবেশী এক সাংবাদিক রেকর্ড করেছিলেন৷ আর সেটিই তুলে ধরা হলো যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে৷

কৌঁসুলি আফতাব জাফরি জানিয়েছেন আদালতে উপস্থাপন করা এসব নতুন তথ্য-প্রমাণের কথা৷ তিনি জানান, বাটের লন্ডন ভিত্তিক এজেন্ট মাজহার মজিদের সাথে বাটের কথোপকথনের রেকর্ড ধারণ করেছিলেন এক সাংবাদিক৷ সেখান থেকেই জানা গেছে যে, বাট তাঁর প্রথম ওভারে কোন রান করবেন না - মোটা অঙ্কের অর্থের বিনিময়ে, এটা আগে থেকেই ঠিক করা ছিল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ