1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

৩ আগস্ট ২০১২

কোফি আনান সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূতের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা গেছে৷ এদিকে, দামেস্কে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৫ জন৷

ছবি: Reuters

সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানে শান্তি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান৷ সেই পরিকল্পনা অনুসারে সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষক দল অবস্থান করে পরিস্থিতি খতিয়ে দেখছে৷ এছাড়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রশাসন ও বিরোধী পক্ষের সাথেই আন্তর্জাতিক প্রতিনিধিদের কয়েক দফা বৈঠক হয়েছে৷ কিন্তু অগ্রগতি বলতে সেটুকুই৷ কারণ কোফি আনানের পরিকল্পনা মানতে রাজি হলেও তার বাস্তব প্রতিফলন নেই বললেই চলে৷ এখনও প্রতিদিন অকাতরে প্রাণ দিতে হচ্ছে সিরিয়ার বেসামরিক মানুষকে৷ সিরিয়ার রাজপথে বয়ে যাচ্ছে রক্তের বন্যা৷

এমন রক্তপাত বন্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিন দফা প্রস্তাব ভেস্তে গেছে রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে৷ এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই সিরিয়ার বিশেষ দূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কোফি আনান৷ জেনেভায় সাংবাদিক সম্মেলনে তাঁর পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, ‘‘এই সংকটে যে ধরণের সহযোগিতা পাওয়া দরকার ছিল, আমি তা পাইনি৷ সিরিয়া জুড়ে অধিকহারে সমরাস্ত্রের ব্যবহার এবং অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবনা অনুমোদনে অনৈক্য আমার ভূমিকা পাল্টে দিয়েছে৷''

দামেস্ক শহরেও চলছে সংঘর্ষছবি: AP

তবে ‘আজ হোক আর কাল হোক' প্রেসিডেন্ট বাশার আল-আসাদ'কে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন আনান৷ তিনি মস্কো ও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়ার মানুষকে গৃহযুদ্ধের চরম ক্ষতি থেকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের৷

এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে রাজধানী দামেস্কের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ১৫ জন নিহত হওয়ার খবর৷ সংস্থাটি শুক্রবার জানিয়েছে, আগের দিন সন্ধ্যায় ইয়ারমুক শরণার্থী শিবিরে হামলা চালানো হয়৷ তবে কোন পক্ষ থেকে গোলা হামলা করা হয় তা এখনও নিশ্চিত নয়৷ কারণ নগরীর দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ  চলাকালে ঐ শরণার্থী শিবিরে গোলা আঘাত হানে৷ তাই এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার সংস্থাটির পরিচালক রামি আব্দেল রহমান৷ এছাড়া দামেস্কের তাদামুন এবং হোমস প্রদেশের হুলা এলাকাতেও গোলা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি৷

এএইচ / ডিজি (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ