1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বগ্রাসী ক্ষমতার দম্ভ ও তার কারণ

২৩ এপ্রিল ২০২১

বাংলাদেশে অনেকে দৈনন্দিন জীবনে সবখানেই ‘ক্ষমতা’ দেখানোর চেষ্টা করেন৷ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে এই প্রবণতা বেশি বলে মনে করেন বিশ্লেষকরা৷

ছবি: Mohammad P. Hossain/REUTERS

জবাবদিহিতা না থাকায় এই প্রবণতা দিন দিন বাড়ছে বলেই মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী৷ আবার গণতান্ত্রিক সংস্কৃতির অভাবের কথা বলছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক৷ তবে দম্ভ দেখানোর মানুষ খুব বেশি না বলে মনে করেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার৷

ছাত্রনেতাদের বিরুদ্ধে ক্ষমতার দম্ভ দেখানোর অভিযোগের খবর সবচেয়ে বেশি৷ বিশেষ করে সরকার সমর্থক ছাত্রনেতাদের বিরুদ্ধেই এই ধরনের ক্ষমতা দেখানোর অভিযোগ বেশি পাওয়া যায়৷ এর কারণ কী জানতে চাইলে ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ডয়চে ভেলেকে বলেন, ‘‘ছাত্রনেতাদের মধ্যে হয়ত কারো কারো বিরুদ্ধে এমন অভিযোগ থাকতে পারে, অধিকাংশের বিরুদ্ধে কিন্তু এমন অভিযোগ নেই৷ আর শুধু ছাত্রনেতা নয়৷ সব পেশার মানুষের বিরুদ্ধেই এমন অভিযোগ উঠে৷ আমরা যখন ছাত্ররাজনীতি করেছি, তখন কিন্তু কোথাও এভাবে পরিচয় দিয়ে ক্ষমতা দেখানোর চেষ্টা করিনি৷ এখন হয়ত যুগের পরিবর্তনে কেউ কেউ এমনটি করে থাকতে পারেন৷’’

লকডাউন বাস্তবায়নের জন্য দেশে এখন হাজার হাজার চেকপোস্ট কাজ করছে: নারায়ণগঞ্জের পুলিশ সুপার

This browser does not support the audio element.

বর্তমানে লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে অনেক জায়গায় পুলিশের চেকপোস্টে তর্কাতর্কি হচ্ছে৷ এমনকি পুলিশের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনেরও অভিযোগ উঠেছে৷ এসব বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘লকডাউন বাস্তবায়নের জন্য দেশে এখন হাজার হাজার চেকপোস্ট কাজ করছে৷ আমাদের যে নির্দেশনা থাকে, সেখানে বলা হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে৷ ধৈয্যের সাথে, সহনশীলতার সঙ্গে কাজ করতে হবে৷ মানুষকে বোঝাতে হবে৷ দেখেন, পুলিশকে খরতাপেও কাজ করতে হয়, বৃষ্টি হলেও কাজ করতে হয় আবার শীতের সময়ও কাজ করতে হয়৷ হাজার হাজার চেকপোস্টের মধ্যে দু-একটি চেকপোস্টে যদি কোনো ঘটনা ঘটে সেটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই আমরা মনে করি৷’’

চেকপোস্টে পুলিশ কাউকে থামায়, আইডি কার্ড চায়, আবার গাড়িতে স্টিকার থাকায় কাউকে থামতে বলা হচ্ছে না৷ এই প্রবণতা সম্পর্কে জনাব আলম বলেন, ‘‘আমরা গাড়িতে যে স্টিকার লাগাই, সেটা কী বৈধ? বৈধ না৷ তারপরও কোনো গাড়িতে স্টিকার থাকলে কোনো কোনো পুলিশ সদস্য হয়ত তাকে থামাচ্ছেন না, আবার কেউ পরিচয় নিশ্চিত হতে থামাচ্ছেন৷ এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার৷ আর ক্ষমতাধরদের ব্যাপারে যেটা বলছিলেন, রাস্তায় এগুলো দেখতে দেখতে আমাদের মধ্যে সহনশীলতা চলে এসেছে৷ এগুলো নিয়েই আমাদের দায়িত্ব পালন করতে হয়৷’’ 

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার মনে হয় দু'টি কারণে এমনটা হয়৷ প্রথমত, জবাবদিহিতা নেই৷ আমি যদি অন্যায়ভাবে ক্ষমতা দেখাই এবং সেটা অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ করে তারপরও তো আমার জবাবদিহিতা নেওয়া হচ্ছে না৷ আমাদের রাষ্ট্রব্যবস্থায় কোনো জবাবদিহিতা নেই, সরকারেরও কোনো জবাবদিহিতা নেই, তার ফলে সবার মধ্যে এই ধরনের প্রবণতা তৈরি হয়৷ কেউ কোনো অন্যায় করলেও পার পেয়ে যাচ্ছেন৷ আর দ্বিতীয়ত, আমরা যে ভূমিতে বাস করছি, সেখানে এক সময় ক্ষমতার খুব অভাব ছিল৷ নানান দিক থেকে এটা নির্যাতিত একটা জনপদ৷ যুগ যুগ ধরে আমরা পরাধীন ছিলাম৷ ফলে এখন যার যতটুকু ক্ষমতা, সে সেটা প্রদর্শন করতে চায়৷ এটা একটা মারাত্মক ব্যাধি৷ আর সরকার-সমর্থক ছাত্রনেতা বা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কথা যদি আপনি বলেন, তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা মনে করেন তাদের প্রতি সরকারের আনুকুল্য আছে৷ ফলে তারা ক্ষমতা দেখানোর চেষ্টা করেন৷’’

আরেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘গণতান্ত্রিক সংস্কৃতির অভাবে সবাই নিজেকে ক্ষমতাধর মনে করা শুরু করেছে৷ দেশে যদি গণতান্ত্রিক চর্চা থাকতো, সবার জবাবদিহিতা থাকতো, তাহলে সবাই নিজেকে ক্ষমতাধর মনে করতেন না৷ আমার তো মনে হয়, সবকিছুর মূলেই গণতান্ত্রিক সংস্কৃতিটা জরুরি৷’’

‘এটা এখন আমাদের রাজনীতির সংস্কৃতি হয়ে গেছে’

This browser does not support the audio element.

তবে খুব বেশি মানুষের মধ্যে এই প্রবণতা আছে বলে মনে করেন না সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘দেখুন, দেশে এখন কয়েক হাজার পুলিশ চেকপোস্ট চলছে৷ এর মধ্যে দু-একটি চেকপোস্টে কী হয়েছে সেটা বিবেচনা করলে হবে না৷ দু-একটি চেকপোস্টে যা হচ্ছে, সেটা ব্যতিক্রম৷ এই যে ক্ষমতার প্রভাবের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু খুব বেশি মানুষ দেখান না৷ হাতে গোনা দু-একজন৷ এটা যেমন রাজনীতিতে আছে, আবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আছে৷’’

ছাত্রনেতাদের বিরুদ্ধেই ক্ষমতার দম্ভ দেখানোর অভিযোগটা বেশি ওঠার কারণ জানতে চাইলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি বলবো, এটা এখন আমাদের রাজনীতির সংস্কৃতি হয়ে গেছে৷ যারা ক্ষমতায় থাকেন, তারা প্রশাসনে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করেন, করেও থাকেন৷ ধরেন একজনকে পুলিশ গ্রেপ্তার করলো একজন এমপি ফোন করায় পুলিশ তাকে ছেড়ে দিলো৷ মামলা থেকেও বাদ দিয়ে দিলো৷ তার ওই ক্ষমতা অন্য নেতা-কর্মীরা তো দেখলো৷ তখন তারাও এভাবে ক্ষমতা দেখানোর চেষ্টা করেন৷ এর মূল কারণ জবাবদিহিতার অভাব৷ গণতান্ত্রিক সংস্কৃতির অভাব, পরমত সহিষ্ণুতার অভাব৷’’

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ