1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা

২ আগস্ট ২০১২

প্রধানমন্ত্রীর বিবিসি সাক্ষাৎকারের পর দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি'কে সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন৷

ছবি: DW

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ'এর সঙ্গে কথা বলেন অরুণ শঙ্কর চৌধুরী৷ ড. আহমেদকে প্রথম প্রশ্ন ছিল: পরিস্থিতি তাহলে এখন কি দাঁড়াল?

এই নতুন প্রস্তাবের ফলে পরিস্থিতির খুব একটা উন্নতি ঘটল বলে ড. আহমেদ মনে করেন না৷ নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চিরকালই বিরোধীপক্ষের দাবি ছিল, তা সে বিএনপি হোক, আর আওয়ামী লীগই হোক, বলে স্মরণ করিয়ে দেন তিনি৷ বিএনপি ক্ষমতায় থাকাকালীন তারাও শেষ সময়ে এসে এই দাবিতে রাজি হয়েছিল৷ বিরোধীপক্ষের দাবি চিরকালই ছিল যে, শাসকদলের অংশগ্রহণ থাকলে মুক্ত এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷

কাজেই শেখ হাসিনার বিবিসি সাক্ষাৎকারে নতুন কিছু দেখেননি অথবা শোনেননি ড. আহমেদ৷ তিনি এটাকে একটা রাজনৈতিক চাল বলেই মনে করেন৷ অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অন্তত তুলনামূলকভাবে বেশি নিরপেক্ষ হবে কিনা, এ প্রশ্নের উত্তরে অধ্যাপক আহমেদ বলেন, সেটা নির্ভর করবে, কে সেই সরকারের প্রধান হবেন, তার উপর৷

এই প্রসঙ্গে তিনি যে ধারণাটির উত্থাপন করেন, সেটি হল, প্রধানমন্ত্রী যদি বলেন যে, সরকারের প্রধান হবেন বিরোধীপক্ষের নেতা, ‘‘তাহলে হয়তো এক ধরণের চিন্তাভাবনা করা যেতে পারে৷'' কিন্তু যদি তিনি বলেন যে, প্রধানমন্ত্রীই প্রধান হয়ে থাকবেন, ‘‘তাহলে বোঝা যাচ্ছে যে, এটা একটা নন-ইভেন্ট, এ নিয়ে আর বেশিদূর আলোচনা করা যাবে না৷''

সাক্ষাৎকার: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ