1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বভারতীয় বিরোধীদের শুভেচ্ছায় ভাসছেন মমতা

২ মে ২০২১

পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপুল জয়ে বিভিন্ন রাজ্যের বিজেপি-বিরোধী নেতারা শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়কে৷ কেউ কেউ মনে করছেন বিজেপি বিরোধী সমগ্র ভারতের ঐক্যের নেতা হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন মমতা৷

Mamata Banerjee - Indien
ছবি: Getty Images/AFP/D. Dutta

উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব টুইটে বলেছেন, ‘‘একজন নারীকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি' বলে কটাক্ষ করেছিলেন, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ৷ বাংলার সচেতন নাগরিকরা বিজেপি-র ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন৷ মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা৷''

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির এনসিপির শরদ পওয়ার বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অসাধারণ জয়ের জন্য অভিনন্দন৷ আশা করি আমরা একসঙ্গে মানুষের কল্যাণে এবং মহামারি নিয়ন্ত্রণে কাজ করবো৷''

দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয়ের জন্য অভিনন্দন৷ কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা৷''

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় জনতা দলের লালু প্রসাদ যাদব বলেছেন, ‘‘মমতাজীকে এই ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা৷ সবরকম প্রতিবন্ধকতাকে পার করে এই জয়৷ আমি পশ্চিমবঙ্গের জনগণকেও অভিনন্দন জানাতে চাই৷ যাঁরা বিজেপির অপপ্রচারের ফাঁদে না পড়ে দিদির উপর আস্থা রেখেছেন৷''

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও শুভেচ্ছা জানিয়েছেন মমতাকে৷ তিনি বলেছেন, ‘‘মমতা দিদিকে আন্তরিক অভিনন্দন৷ পশ্চিমবঙ্গের এই অসাধারণ জয়ের জন্য শুভেচ্ছা তৃণমূলের সব সদস্যকে৷ পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এবং বিজেপি আপনাদের জন্য সবরকম প্রতিকূলতা তৈরি করেছিল৷ আপনারা যে সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে বিজয়ী হয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ৷''

পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে জোট গঠন করেছিল কংগ্রেস৷ সেই দলের জাতীয় নেতারাও অভিনন্দন জানিয়েছেন মমতাকে৷ কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর বলছেন, ‘‘সাম্প্রদায়িকতা এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন৷ বাংলা এবং বিশেষ করে নন্দীগ্রামের ভোটাররা বুঝিয়ে দিয়েছেন, তাঁদের মনের.যোগাযোগ কার সঙ্গে৷ বাংলায় হেরে বিজেপি বুঝেছে কাদের সঙ্গে লড়তে এসেছিল৷''

অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরাও৷ শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও৷

টুইটে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজয়ে মমতা দিদিকে শুভেচ্ছা জানাই৷ কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা পূরণ এবং করোনা মহামারি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে৷’’

রাহুল গান্ধী টুইটে বলেছেন, ‘‘বিজেপিকে হারানোয় মমতাজি এবং পশ্চিমবঙ্গের জনগণকে শুভেচ্ছা জানাই৷’’

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করেছেন,  ‘‘আরও একবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মমতা দিদি এবং তৃণমূলকে শুভেচ্ছা৷ আপনাকে আপনার সরকারের পরবর্তী মেয়াদের জন্য শুভকামনা জানাই৷''

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন৷ তাঁর পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা৷''

মমতার বিজয়ের পর বাংলাদেশের কূটনীতি

14:44

This browser does not support the video element.

এডিকে/জেডএ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ