1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গেরিতে গণভোট

৩ অক্টোবর ২০১৬

ইউরোপীয় ইউনিয়নে থেকেও স্বৈরাচারী হয়ে উঠছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর ওরবান – এমন অভিযোগের শেষ নেই৷ এবার এমনই এক বিতর্কিত প্রস্তাব নিয়ে গণভোটের ফল বাতিল হওয়ায় ধাক্কা খেলেন তিনি৷

ভিক্টর ওরবান
ছবি: Reuters/L. Balogh

শীতল যুদ্ধের কমিউনিস্ট শাসনের সময়েও পূর্ব ইউরোপে যে দেশটিতে সামান্য হলেও কিছুটা খোলামেলা পরিবেশ ছিল, সেই হাঙ্গেরির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ইইউ-র বাকি দেশগুলিতে গভীর দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে৷ ভিক্টর ওরবান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেও গণতন্ত্রের কাঠামো দুর্বল করে চলেছেন৷ ইউরোপীয় মূল্যবোধের তোয়াক্কা না করে তিনি সংবাদমাধ্যমের অধিকার খর্ব করেছেন, বিরোধীদের কার্যকলাপ সঙ্কুচিত করেছেন৷

এবার ইউরোপে শরণার্থীদের ঢল সামলাতে ইইউ সব সদস্য দেশের মধ্যে বহিরাগতদের ভাগ করে দিতে যে কোটা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে, তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি৷ আত্মবিশ্বাসে ভরপুর ওরবান গণভোটের মাধ্যমে নিজের অবস্থান আরও জোরদার করতে চেয়েছিলেন৷ ৫ কোটি ইউরোর বেশি ব্যয় করে প্রচারণা চালানো হয়েছিল৷ তাতে বহিরাগতদের সম্পর্কে নানা ভুল ধারণা ও তথ্যও ছড়ানো হয়েছিল৷ কিন্তু রবিবারের গণভোটে ৪০ শতাংশেরও কম ভোটার অংশ নেওয়ায় ফলাফল অবৈধ ঘোষণা করতে হয়েছে৷ 

অসহায় শরণার্থীদের বিরুদ্ধে তোপ দাগলেও ধনী বিদেশিদের স্বাগত জানাতে মোটেই আপত্তি নেই ওরবান প্রশাসনের৷ প্রলোভনের মাধ্যমেও সেই কাজ করতে প্রস্তুত সরকার৷

তবে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে ৯৮ শতাংশেরও বেশি ইইউ নির্ধারিত কোটার বিরুদ্ধেই রায় দিয়েছেন৷ ফলে তাতেই সান্ত্বনা পেয়ে ওরবান গণভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছেন৷ রবিবার সকালেই তিনি অবশ্য জানিয়ে দিয়েছিলেন, যে গণভোটের ফল যাই হোক না কেন, হাঙ্গেরির সংসদ ইইউ কোটা ব্যবস্থার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারে৷ ইউরোপীয় আদালতেও কোটা ব্যবস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওরবান-এ সরকার৷

ইউরোপীয় ইউনিয়নের অনেক নেতৃস্থানীয় কর্তাব্যক্তিরা অবশ্য গণভোটর ফলাফলকে ওরবান-এর পরাজয় হিসেবে তুলে ধরছেন৷ লুক্সেমবুর্গ-এর পররাষ্ট্রমন্ত্রী জঁ আসেলবর্ন বলেন, হাঙ্গেরির মানুষ দেখিয়ে দিলেন, যে তাঁরা ওরবান-এর সরকারের তুলনায় অনেক বেশি ইউরোপপন্থি৷ ইউরোপীয় উদারপন্থি শিবিরের নেতা গি ফ্যারহোফস্টেট-ও একই সুরে ওরবান-এর সমালোচনা করেন৷

এসবি/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ