1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সস্তায় নারী কনডম, টাকা দিচ্ছে বিল গেটস

১৫ ফেব্রুয়ারি ২০১০

নারীদের জন্য কনডম এইডস প্রতিরোধে ব্যাপক কাজের হলেও এখনো আশানুরুপ ভাবে ব্যবহৃত হচ্ছে না বলেই জানা যাচ্ছে৷ মূলত দাম বেশী হবার কারণেই এর বিক্রি বাড়ছে না৷

নারীদের কনডম দেখাচ্ছেন এক স্বাস্থ্যকর্মীছবি: AP

মার্কিন সিবিএস টেলিভিশনের ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত এক রির্পোটে বলা হয়েছে, সস্তা মূল্যের নারী কনডম বাজারজাত করার উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান৷ এ ক্ষেত্রে এগিয়ে এসেছেন বিল গেটস৷ জাতিসংঘের তথ্যমতে, সারা বিশ্বে বর্তমানে মারণব্যাধি এইডস এর ভাইরাস এইচআইভিতে আক্রান্ত লোকের সংখ্যা তিন কোটি ৩৪ লাখ লোক৷ এদের দুই তৃতীয়াংশই হচ্ছে আফ্রিকার সাবসাহারান দেশগুলোতে৷ এইডস আক্রান্তদের অর্ধেকই নারী৷ এছাড়া ফি বছর বাড়ছে যৌন রোগীর সংখ্যা৷

নারী কনডম প্রতিরোধ করে যৌন রোগ

যৌন রোগের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হিসাবেই বিশেষজ্ঞরা বলছেন কনডম ব্যবহারের কথা৷ তবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বলছে, যৌনপল্লিতে যাতায়াতকারী বেশিরভাগ পুরুষই কনডম ব্যবহার করতে চান না৷ অনেক ক্ষেত্রে তারা কনডমের ব্যবহারও জানেন না৷ আর এই কারণেই যৌনকর্মী এবং খদ্দেরের মধ্যে এইডসের ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে৷ তবে এর বাইরেও সাধারণ অনেক পুরুষও কনডম ব্যবহারে খুব অনিহা প্রকাশ করছেন৷ আর তাই এখন নারীদের জন্য প্রস্তুত বিশেষ কনডম ব্যবহার করাতে চেষ্টায় নেমেছে সংস্থাগুলো৷

পুরুষদের কনডম

বিল গেটসের অর্থে স্বল্পমূল্যের নারী কনডম

ধনকুবের বিলগেটসের বিল এন্ড মালিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ ধরণের একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে পাথ নামের একটি বেসরকারী অলাভজনক সংস্থা৷ তারাই নতুন এবং কম মূল্যের নারী কনডম উৎপাদনের লক্ষ্যে গ্রহণ করেছে প্রকল্প৷

কার্যক্রম শুরু ১৯৯৩ সালে

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনেস্ট্রেশন বা এফডিএ কর্তৃক নারী কনডম অনুমোদন করা হয় ১৯৯৩ সালে৷ কিন্তু প্রথম পর্যায়ে এটি নারীদের নজর কাড়তে সমর্থ হয়নি, কারণ এর উচ্চ মূল্য৷ প্রতি কনডমের প্যাকেটের দাম ছিল ১৫ ডলার৷ যা পুরুষ কনডমের চেয়ে অনেক বেশী দাম৷ এই অবস্থায় ৬ দশমিক ৪০ ডলার করে প্রতি প্যাকেটের দাম নির্ধারণ করে নতুন নারী কনডম তৈরি করে একটি কোম্পানি৷ সরকারী সংস্থাগুলোর মাধ্যমে প্রতিটি কনডম ৪২ সেন্ট করে নির্ধারণ করা হয়৷ গত বছরের মার্চ মাসে এই নতুন ভার্সনে অনুমোদন মেলে৷ এখন তা কেবল মার্কিন বাজারে বিক্রি হচ্ছে৷

থাইল্যান্ডের একটি পতিতালয়ের সামনে যৌনকর্মীদের অপেক্ষাছবি: picture-alliance/dpa

পুরুষ কনডম ১ হাজার কোটি পিস

জাতিসংঘের সংস্থা ইউএনএইডস এবং ইউএনএফপি এ উন্নয়নশীল দেশগুলোতে বিনামুল্যে এই কনডম বিতরণ শুরু করেছে ২০০৫ সাল থেকে৷ সেই বছর থেকেই নারী কনডমের চাহিদা আস্তে আস্তে হলেও বাড়ছে৷ ঐ বছরে বিতরণ করা হয়েছিল ১ কোটি ৪০ লাখ নারী কনডম৷ ২০০৮ এর শেষে বিশ্বের ৯৩টি দেশে এ ধরণের কনডম বিররণ বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৫০ লাখে৷ তবে এখনো এই সংখ্যা কোন ভাবেই পুরুষ কনডমের কাছেই পৌঁছাতে পারেনি৷ এই সব সাহায্য সংস্থার মাধ্যমে ফি বছর ১০০০ কোটি পিস কনডম বিতরণ করা হয়৷

নারী কনডম ব্যাবহারে সবচেয়ে সাফল্য এসেছে জিম্বাবোয়েতে৷ ২০০৮ সালে সেখানে এ ধরণের কনডম বিতরণ করা গেছে ৫০ লাখ পিস৷

প্রতিবেদন: সাগর সরওয়ার, সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ