1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহজ ডিজাইন পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি

৪ জুন ২০২০

প্রথাবিরুদ্ধ ডিজাইন সবার মনেই বিস্ময় জাগায়৷ ইসরায়েলি বংশোদ্ভূত এক দম্পতি ব্রিটেনে রং ও উপাদান নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করে বিপুল সাফল্য পাচ্ছেন৷ পুরস্কার ও সম্মানের কদর করেও নিজস্ব আনন্দই তাঁদের প্রেরণা জোগাচ্ছে৷

ফাইল ছবিছবি: imago/Arcaid Images/R. Powers

লন্ডনের ‘র এজেস' নামের আড়ালে দুই ডিজাইনারের সৃষ্টিকর্ম রংয়ের বাহার ও বিস্ময়ে ভরপুর৷ নানা উপাদান ও বৈশিষ্ট্যের মধ্যে খেলাচ্ছলে মেলবন্ধন ঘটিয়ে ইয়ায়েল মেয়ার ও শাই আলকালাই ‘বছরের সেরা ডিজাইনার’ খেতাব পেয়েছেন৷ শাই বলেন, ‘‘আমরা আমাদের আইডিয়ার মাধ্যমে মানুষকে প্রেরণা দিতে চাই৷ শুধু বাজারের কথা ভাবলে প্রেরণা পাওয়া যায় না৷ কাজটা সুন্দর হতে হবে৷ গ্রাহকের সঙ্গে সুন্দর সহযোগিতা হবে, এমনটাই আমরা চাই৷ সেই সঙ্গে একটা পুরস্কার পেলে তো কথাই নেই৷ গোটা বিষয়টা বেশ রোমাঞ্চকর, তাই না?’’

দুই ডিজাইনারেই জন্ম ইসরায়েলে৷ উচ্চশিক্ষার সময় দুজনের আলাপ হয়৷ দম্পতি হিসেবে ২০০৯ সালে তাঁরা ‘র এজেস' স্টুডিও প্রতিষ্ঠা করেন৷ তাঁদের তৈরি সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে এক ফোল্ডিং চেয়ার, লুই ভুইতঁ ব্র্যান্ডের জন্য ফোল্ডিং ল্যাম্প, ভিট্রা-র জন্য সাজানোর সামগ্রী এবং এসট্যাবলিশড অ্যান্ড সান্স-এর জন্য ড্রয়ার ক্যাবিনেট৷ ইয়ায়েল মেয়ার বলেন, ‘‘অবশ্যই ত্রিমাত্রিক বস্তুর প্রতি আমার বিশাল আগ্রহ রয়েছে৷ ত্রিমাত্রিক কোনোকিছু মুড়ে দ্বিমাত্রিক করে তুলতেও ভালবাসি৷ আমরা দুজনেই রং নিয়ে আগ্রহী৷ আসলে সীমাগুলি সব অস্পষ্ট৷ এ যেন এক সংলাপ৷ কারো মাথায় আইডিয়া এলে অন্য দিক থেকে সাড়া পাওয়া যায়৷’’

চেয়ার টেবিলের অভিনব ডিজাইন

04:10

This browser does not support the video element.

তাঁদের কাজের এক বিশেষ ধরন রয়েছে৷ ফ্যাশন শিল্পের মতো তাঁরাও নক্সার প্যাটার্ন তৈরি করেন৷ এই দুই ডিজাইনার আসলে গ্রাহকের শরীরের মাপ অনুযায়ী পাকাপোক্ত আসবাব তৈরি করতে ভালবাসেন৷ সেই ভাবনা থেকেই কাপেলিনি ব্র্যান্ডের জন্য তাঁরা ‘টেলরড উড বেঞ্চ' তৈরি করেছেন৷ এর বিশেষত্ব হলো, ওক গাছের কাঠের পাতলা তক্তার আবরণের নীচে ফোম ভরা রয়েছে৷ ইয়ায়েল মেয়ার বলেন, ‘‘অতীতে আমরা সমান মাপ রেখে এমনটা করতাম৷ অর্থাৎ বড় আকারের কাগজের উপর এঁকে সেটা মুড়ে মানুষের বসার যোগ্য টুল তৈরি করে ভেতরে ফোম ভরে দিতাম৷ সেই কাগজ এমনিতে মানুষের ওজন বহন করতে পারে না৷ কিন্তু ফোম ভরে দিলে সেটা সম্ভব৷’’

ইটালির মোরোসো ব্র্যান্ডের জন্য কেনি-চেয়ারের ডিজাইনও একই রকম সহজ৷ মাঝখান থেকে কাটা টুথপেস্টের টিউব দেখে তাঁরা সেই আইডিয়া পেয়েছিলেন৷

‘র এজেস' স্টুডিওর রং ও উপাদানও একইরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ দুই ডিজাইনার মিলে নানা রকম কৌশল নিয়ে পরীক্ষানিরীক্ষা চালান৷ যেমন উড-বার্নিং কৌশলের আওতায় কাঠের তন্তুর উপর রং করা হয়৷ শাই আলকালাই রং-বেরংয়ের কাঠ নিয়ে কাজ করতে ভালবাসেন৷ আড়াআড়িভাবে সেটির তন্তু বার করা হয়৷ তথাকথিত ‘এন্ডগ্রেন’ দিয়ে জ্যামিতিক নক্সা তৈরি করা হয়৷ ২০১৫ সালে ইংল্যান্ডের চ্যাটসওয়ার্থ হাউস দূর্গে এই কৌশল ব্যবহার করা হয়েছিল৷ শাই আলকালাই বলেন, ‘‘এন্ডগ্রেন নক্সা পেতে আমরা বিশেষ এক প্রণালী সৃষ্টি করেছিলাম, যাকে আমরা স্টুডিওতে বার্গার আর সসেজ বলি৷ বার্গার কেন? আমরা আসলে ‘কুকড উড’-এর নানা স্তর নিয়ে কাজ করি৷ তারপর পাতলা তক্তার আবরণ মাঝখানে রেখে একসঙ্গে ল্যামিনেট করি৷ তারপর আঠা দিয়ে লাগাই৷ তারপর বিভিন্ন ঘনত্ব অনুযায়ী পাতলা করে কাটি৷ তারপর আবার আঠা দিয়ে লাগাই৷ দ্বিতীয় পর্যায়ের নাম রেখেছি সসেজ৷’’ 

‘স্ট্যাক’ নামের ড্রয়ার ক্যাবিনেট এবং ‘টেলরড উড বেঞ্চ’ এরই মধ্যে নিউ ইয়র্কের বিখ্যাত মিউজিয়াম অফ মডার্ন আর্টে স্থান পেয়েছে৷ আরও নতুন প্রকল্প নিয়ে কাজ হচ্ছে৷

ক্রিস্টিনে লেবের্ট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ