1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহায়তার ঘাটতিতে দুর্ভিক্ষের শঙ্কায় গাজা

২৪ মে ২০২৫

প্রায় দুই মাস সম্পূর্ণ বন্ধ থাকার পর খুব সীমিত পরিসরে গাজায় মানবিক সহায়তা নিয়ে ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল৷ এই পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সেখানে তৈরি হতে পারে দুর্ভিক্ষের পরিস্থিতি৷

গাজায় ত্রাণ পাঠানোর কাজ আবারো চালু হয়েছে, যদিও সংশ্লিষ্টরা বলছেন এটি যথেষ্ট নয় ছবি: Hani Alshaer/Anadolu/picture alliance

১১ সপ্তাহ পর গাজা উপত্যকায় আটকে থাকা মানুষের জন্য সহায়তা নিয়ে ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল৷ দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘‘আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে সীমা অতিক্রম না করা গুরুত্বপূর্ণ৷’’

ইসরায়েল সরকারের কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট ইন দ্য টেরিটরিজ জানায়, গাজার ইসরায়েল এবং মিশর সীমান্ত দিয়ে গত ২০ মে থেকে ২১ মে সময়ে মানবিক সহায়তা নিয়ে ১৯৮টি ট্রাক প্রবেশ করেছে৷ এর মধ্যে রয়েছে ময়দা, শিশুদের খাবার, চিকিৎসা সামগ্রী এবং ওষুধ৷

সমালোচকরা বলছেন, প্রয়োজনের তুলনায় এই সহায়তা ‘নিতান্তই নগণ্য'৷ গাজা উপত্যকায় এই মুহূর্তে মোট ২০ লাখ লোক বসবাস করছেন৷ চলতি বছরের শুরুতে যুদ্ধ বিরতির সময়ে সাহায়তা সামগ্রী নিয়ে প্রতিদিন গড়ে ছয়শ ট্রাক প্রবেশ করতো৷

তবে নিরাপত্তাজনিত কারণে সর্বশেষ প্রবেশ করা ট্রাকগুলো আটকে ছিল৷ বিশ্ব খাদ্য কর্মসূচির জার্মান দপ্তরের প্রধান মার্টিন ফ্রিক ডয়চে ভেলেকে বলেন, মানবিক সহায়তার প্রথম চালান সরবরাহ করা হয়েছে৷

তিনি বলেন, ‘‘এটি একটি ছোট্ট আশার আলো তবে প্রয়োজনের তুলনায় অনেক কম৷

হামাসকে দায়ী করছে ইসরায়েল

গত ২ মার্চ থেকে জারি রাখা এই ব্লকেডের বিষয়ে ইসরায়েল বলছে, জঙ্গি গোষ্ঠী হামাসের সদস্যরা সরবারাহ করা সহায়তা সামগ্রী লুট করে নিচ্ছিল৷ শুধুমাত্র আন্তর্জাতিক চাপের কারণে তারা সীমিত মাত্রায় সরবারাহ পৌঁছাতে দিচ্ছে৷

এদিকে ত্রাণসামগ্রী নিয়ে প্রবেশ করেত যাওয়া ট্রাকগুলোর নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে৷ বোমা,  ভাঙ্গা রাস্তা এবং লুট হয়ে যাওয়া ইত্যাদি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদেরকে৷ তাছাড়া জ্বালানির ঘাটতি থাকার কারণে লোকজন ময়দা নিতে পারছে না কিংবা হিমাগারগুলো চালু রাখা যাচ্ছে না৷

বাফার জোনে ট্রাকের সারি

সীমান্তের পেছনে তৈরি করা হয়েছেবিশাল বাফার জোন৷ কয়েক সপ্তাহে বিশ্ব খাদ্য সংস্থা মিশর, ইসরায়েল এবং জর্ডান সীমান্তে এক লাখ ১৬ হাজার টন খাদ্যসামগ্রী প্রস্তুত রেখেছে৷ এদিকে, ইউএনআরডাব্লিউএ বলছে, খাদ্য সামগ্রী বোঝাই তিন হাজার ট্রাক যাত্রা করার জন্য প্রস্তুত হয়ে আছে৷

অনাহারে গাজার শিশুরা:জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা

01:15

This browser does not support the video element.

তবে বিতরণ পয়েন্টে কার্যক্রম অনেক ধীর৷ বর্তমানে খোলা থাকা একমাত্র বর্ডার ক্রসিং কেরেম শালোমে খাদ্য সামগ্রীর ট্রাক বদল করতে হয়৷ এরপর ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমতির আগ পযন্ত সেখানে অপেক্ষা করতে হয়৷ তাদের এই যাত্রা আবার যেকোনো সময় থামিয়ে দেওয়া হতে পারে৷ তার মানে হলো, খাদ্য সামগ্রী নিয়ে অপেক্ষার সময় দীর্ঘায়িত হওয়া৷

সরবরাহের দায়িত্বে কে?

দ্য ইউনাইটেড নেশনস রেলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি (ইউএনআরডাব্লিউএ) গাজায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ গাজায় অবস্থিত জরুরি শিবিরগুলোর দায়িত্বে রয়েছে সংস্থাটি৷ তাছাড়া তাদের তিন হাজার ট্রাক সহায়তা নিয়ে প্রস্তুত হয়ে আছে৷

বিশ্ব খাদ্য সংস্থা ময়দা ক্রয় এবং পরিবহণের আয়োজন করে৷ সেইসাথে ২৫টি বেকারি পরিচালনা করে সংস্থাটি৷ জ্বালানির অভাবে বেকারিগুলো মার্চ মাসের শেষে বন্ধ করে দিতে হয়েছে৷ এরপর ২২ মে থেকে কিছু বেকারি আবার চালু করা হয়েছে৷

এদিকে ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ ধরনের খাবার, টিকা, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সরবরাহের কাজ করে থাকে৷

এই সংস্থাগুলো মিশর, জর্ডান, আমিরাত এবং তুরস্কের রেডক্রিসন্টের সহায়তা পেয়ে থাকে৷ সেইসাথে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি, ইসলামিক রিলিফসহ বেশ কিছু বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে সহায়তায়৷

এদিকে, সহায়তায় কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রও৷ তবে এসকল সহায়তা সামগ্রী যাচাইবাছাই করে থাকে ইসরায়েলের সামরিক বাহিনী৷ ফলে গাজায় প্রবেশে সময়ের প্রয়োজন হয়৷

ইসরায়েল সরকার বলছে, গাজায় সহায়তা পৌঁছাতে মার্কিন সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস কোম্পানির সহায়তায় একটি সিকিউরিটি হাব গড়ে তোলা হবে৷ যদিও এমন পরিকল্পনার সমালোচনা করছে জাতিসংঘ৷

আন্ড্রেয়াস নুল/আরআর

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ