1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহিংসতার আগুনে পার অবরোধের প্রথম দিন

৩১ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে অন্তত দুইজন নিহত হয়েছেন৷ ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে যানবাহনে আগুন, পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ এবং পুলিশকে কোপানোর ঘটনা ঘটেছে৷

অবরোধের প্রথম দিনে বেশ কিছু বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে৷
অবরোধ চলাকালে বাস পুড়িয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

তবে বিএনপি দাবি করেছে, তাদের আরো দুইজন নিহত হয়েছেন৷ তারা হলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু ও কুমিল্লা দক্ষিণ জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন৷ জিলু গাড়ি চাপায় এবং জাকির নির্যাতনে নিহত হয়েছেন বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দাবী করেছেন৷

এদিকে জাতিসংঘ সব পক্ষকে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে৷ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আশা প্রকাশ করেছেন সংকট নিরসনে সব পক্ষ শর্তহীন সংলাপে বসবে৷ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-র সঙ্গে মঙ্গলবার  দেখা করার পর তিনি এই আশা প্রকাশ করেন৷ অন্যদিকে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর৷ সোমবার রাতে এক ব্রিফিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান৷ এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "যেদিন ট্রাম্পের সঙ্গে বাইডেন ডায়ালগ করবেন, সেদিন আমি করবো৷” 

’সংলাপের আপাতত সম্ভাবনা দেখছি না’

This browser does not support the audio element.

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সুতি এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সেখানে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন৷ নিহতরা হলেন ছয়সুতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ বিল্লাল মিয়া এবং একই ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি মো. রেফায়েত উল্লাহ তনয়৷ জানা গেছে, অবরোধকারীরা পুলিশের দাবি, সংঘর্ষে তাদের ২৪ জন আহত হয়েছেন৷

সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের আড়াই হাজারে আওয়ামীলীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন৷ অবরোধকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে৷ পুলিশ দাবি করেছে, অবরোধকারীরা তাদের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে৷ পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়েছে৷

অবরোধে ঢাকার প্রেসক্লাবের সামনে বিকেলের দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়৷ মিরপুর, বিজয়নগর ও মাতুয়াইল এলাকায় যানবাহন ভাঙচুর করা হয়৷ আরকে মিশন রোড এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটে৷ গাজীপুরে বাসে আগুন দেয়া হয়েছে৷ চট্টগ্রামে অন্তত: তিনটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে৷ সিলেটে বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে৷

এদিকে বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷

সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, "বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবরে জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন, যে সহিংসতায় অন্তত নয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে৷” বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্বিচার আটক থেকে বিরত থাকতে জাতিসংঘ মহাসচিব আহ্বান জানিয়েছেন বলে জানান মুখপাত্র৷ স্টিফেন ডুজারিক বলেন, "মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব৷” 

‘শেষ পর্যন্ত একটা সংলাপের মাধ্যমে পরিস্থিতি অনুকুলে আসবে’

This browser does not support the audio element.

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেন৷ দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন," গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষের সংঘাতের জায়গা নেই৷ বাংলাদেশে উদ্বেগ প্রশমন এবং একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে সব পক্ষ শর্তহীন সংলাপে বসবে বলে আশা করি৷” তিনি বলেন, "নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হয়৷ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ভোট গ্রহণের বেশ আগে থেকেই শুরু হয়৷” তিনি আরো বলেন, "সহিংসতা, জনগণের জমায়েত ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, ইন্টারনেট অ্যাকসেস বাধাগ্রস্ত করাসহ গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়াকে অবমূল্যায়ন করে এমন যে কোনো কাজ সুষ্ঠু নির্বাচনের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে৷” সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, "নির্বাচন কমিশনের হাতে কোনো অপশন নেই৷ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী কমিশনকে নির্বাচন করতে হবে৷ রাজনৈতিক দলগুলোর হাতে অনেক অপশন থাকে৷ তারা একক বা জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে পারে৷ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার না-ও করতে পারে৷ কিন্তু কমিশনের হাতে এ ধরনের কোনো অপশন নেই৷ কমিশন নির্বাচনের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে৷”

অন্যদিকে ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরে সোমবার রাতে এক ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ বলেন, "

ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, "আমরা গত ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, তার নিন্দা জানাই৷ একজন পুলিশ অফিসার, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা, একটি হাসপাতাল ও বাসে আগুন দেয়ার খবর যেমন অগ্রহণযোগ্য, তেমনি সাংবাদিকসহ সাধারণ মানুষের ওপর আক্রমণও মেনে নেওয়া যায় না৷” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকারসহ সবার৷ বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন দিতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে৷''

এদিকে মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে জুমের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে দাবি করেছেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, ২৯ অক্টোবর বিএনপির হরতাল এবং ৩১ অক্টোবর বিএনপির অবরোধকে কেন্দ্র করে এ পর্যন্ত মোট দুই হাজার ২৮০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে ৪৬টি, আহত হয়েছেন তিন হাজার ৩৫০ জন এবং একজন সাংবাদিকসহ আট জন নিহত হয়েছেন৷

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বলেন, "গত কয়েকদিন ধরে পরিস্থিতি যেদিকে গেছে, তাতে সংলাপের আপাতত সম্ভাবনা দেখছি না৷ রাজনৈতিক দলগুলো রাস্তায় সমাধান চাইছে৷ তাতে সহিংসতা  আরো বাড়বে৷”

তিনি বলেন, " বিদেশিরা সংলাপের কথা বলছেন৷ আমরাও বলছি৷ কিন্তু তারা না শুনলে কী করার আছে৷ দেশের অর্থনীতিসহ সার্বিক দিক চিন্তা করে রাজনৈতিক দলগুলোর সংলাপের দিকে যাওয়া উচিত৷ তা না হলে পরিস্থিতি আরো খারাপ হবে৷” 

‘একজন সাংবাদিকসহ আট জন নিহত হয়েছেন’

This browser does not support the audio element.

আর  জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজুমল আহসান কলিমুল্লাহ মনে করেন, "বাইরে এখন সংলাপের পরিবেশ দেখা না গেলেও ভিতরে ভিতরে একটা আলাপ হচ্ছে৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গতকালের ( সোমবার) কথায় তার ইঙ্গিত আছে৷ আর আজ (মঙ্গলবার) মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতার তাৎপর্য আছে৷ তিনি নির্বাচন কমিশনে গেছেন, এর কারণ আছে৷”

তার মতে, "সংলাপ ছাড়া অন্য কোনো ফ্রেমওয়ার্কে এর সমাধান হওয়ার সুযোগ নেই৷ এখন যে পরিস্থিতি চলছে, সেটা আরো চললে পরিস্থিতি আরো ভয়াবহ হবে৷ আমার মনে হয়, শেষ পর্যন্ত কোনোভাবে একটা সংলাপের মাধ্যমে পরিস্থিতি অনুকুলে আসবে৷”

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন৷ তিনি মঙ্গলবার বিকেলে গণভবনে ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরাম সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের শর্তহীনভাবে সংলাপের আশা প্রসঙ্গে বলেন, ‘‘কার সঙ্গে সংলাপ? বিরোধী দলটা কে? বিরোধী দল হচ্ছে, যাদের সংসদে আসন আছে৷ এর বাইরেরগুলো অ্যামেরিকায়ও বিরোধী দল হিসেবে দেখে না৷ ট্রাম্পকে তারা কী বলবে? তারা তো তাদের বিরোধী দল৷ যদিও আমরা তাদের পদ্ধতিতে না৷”

তিনি আরো বলেন, "খুন করার পরও বলে, ডায়ালগ করতে হবে৷ কার সঙ্গে ডায়ালগ করতে হবে? ট্রাম্প সাহেবের সঙ্গে কি বাইডেন ডায়ালগ করতেছে? যেদিন ট্রাম্পের সঙ্গে বাইডেন ডায়ালগ করবেন, সেদিন আমি করবো৷''

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডে সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সোরাওয়ার্দীকে তার সাভারের মডেল টাউনের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)-র প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফীকে গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন লে. জেনারেল হাসান সোরাওয়ার্দী৷ পরে রোববার মিয়া আরেফীকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়৷

গত শনিবার সন্ধ্যায় আরেফি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া আরেফী। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনও উপস্থিত ছিলেন। 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ