1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বিগ্ন নির্বাচন কমিশন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ মার্চ ২০১৪

উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় উদ্বিগ্ন হয়ে পড়েছে নির্বাচন কমিশন৷ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এক ইমেলে নির্বাচন কমিশনকে এই উদ্বেগের কথা জানিয়েছেন৷

উদ্বিগ্ন নির্বাচন কমিশনছবি: DW

তাঁর চিঠি পেয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক যে-কোনো ধরনের সহিংসতা এবং বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন শনিবার বিকেলে৷ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর এ চিঠি দেওয়া হয়েছে৷

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্র থেকে ইমেল পাঠান শনিবার সকালে৷ তিনি তাতে উপজেলা নির্বাচনে সহিংসতায় উদ্বেগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কমিশনকে বলেন৷ এরপরই কমিশন তৎপর হয়৷ ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক জানান, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসক এবং নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে চিঠি দিয়ে সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে৷

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদছবি: DW

আবদুল মোবারক বলেন, ‘‘উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ত থাকার কথা নয়৷ কিন্তু দলগুলোর ভূমিকা প্রকাশ্য এবং দলগুলোর প্রধান কার্যালয় থেকে প্রার্থীদের উৎসাহ দেওয়া হচ্ছে৷ এজন্য সহিংসতা হচ্ছে৷''

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘‘আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে পুলিশের অতিরিক্ত আইজি, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও আনসার প্রধানদের সঙ্গে কথা হয়েছে৷ কোথাও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে গুলি করা হবে৷ কেউ কালো হাত বাড়ালে তা গুঁড়িয়ে দেওয়া হবে৷ অন্যায় করলে আইনের আওতায় আনা হবে৷ সহিংসতা হলে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করবে৷ তৃতীয় দফা নির্বাচনে যে সহিংসতা হয়েছে, এবার তা হবে না৷''

আবদুল মোবারক বলেন, ‘‘দলগুলোর আচরণ নির্বাচনে সহায়ক নয়৷ আশা করি রাজনৈতিক নেতাদের শুভবুদ্ধির উদয় হবে৷''

সুশাসনের জন্য নাগরিক, সুজন'এর সম্পাদক বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘নির্বাচন কমিশন শেষ সময়ে হলেও সহিংসতা প্রতিরোধে তৎপর হয়েছে৷ আরো আগে হলে ভাল হত৷ তবে তাদের এই উদ্যোগ কতটুকু কার্যকর হয় তা রবিবারের নির্বাচনে বোঝা যাবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ