1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফার্গুসনের বর্ষপূর্তি

১০ আগস্ট ২০১৫

মাইকেল ব্রাউন হত্যার বর্ষপূর্তিতে শান্তিপূর্ণ পথসমাবেশ হয়েছে ফার্গুসনে৷ তবে পুলিশের গুলিতে নিহত ব্রাউনকে স্মরণের দিনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়নি৷ রোববার রাতে ব্যাপক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে৷

USA Ferguson Schüsse nach Gedenken an Michael Brown
ছবি: Reuters/R. Wilking

২০১৪ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে মারা যায় কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন৷ নিরস্ত্র ব্রাউনকে গুলি করে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা উইলসন৷ গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলে সাড়ে চার ঘণ্টা পড়ে ছিল ব্রাউন৷ পুলিশ তাঁকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি৷ ফার্গুসনের অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীকে আরো বিক্ষুব্ধ করে তোলে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রনালয়ের একটি সিদ্ধান্ত৷ মন্ত্রনালয় জানায়, উইলসনকে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব নয়৷ এর প্রতিবাদে স্মরণকালের ভয়াবহতম বিক্ষোভ শুরু হয় ফার্গুসনে৷ সারা দেশ থেকেই ওঠে উইলসনের শাস্তি এবং পুলিশ বিভাগের সংস্কারের দাবি৷ সংস্কারের কাজ এখনো শুরু হয়নি, তবে গণবিক্ষোভের মুখে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন উইলসন৷

মাইকেল ব্রাউনের প্রথম মৃত্যুবার্ষিকীর শুরুটা ছিল শান্ত, শোকাচ্ছন্ন৷ ব্রাউন যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিল সেই জায়গায় সাড়ে চার মিনিট নীরবতা পালন করেন শ' তিনেক মানুষ৷ মৃত্যুপথযাত্রী ব্রাউনের প্রতি অবজ্ঞা, অবহেলার সাড়ে চার ঘণ্টাকে স্মরণ করতেই সাড়ে চার মিনিটের প্রতীকী নীরবতা পালন করা৷ মাইকেল ব্রাউনের বাবা মাইকেলও ছিলেন পথ সমাবেশে৷ ফার্গুসনের প্রতিবাদী মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘‘তোমরা না থাকলে ওরা ঘটনাটা কার্পেটের নীচে চাপা দিয়ে দিতো৷ তাই আমার সমস্ত ভালোবাসা তোমাদের জন্য৷ ''

নীরবতার সাড়ে চার মিনিট শেষে সবাই ‘হাত তোলো, গুলি কোরো না', ‘দয়া করে আমাদের হত্যা করা বন্ধ করো', ‘কার জন্য আমরা এ সব করছি? মাইক ব্রাউনের জন্য, মাইক ব্রাউনের জন্য' স্লোগান শুরু হয় সমাবেশে৷

রাতে হঠাৎই যেন ফার্গুসন বদলে যায়৷ শুরু হয় জনতা-পুলিশ সংঘর্ষ৷ সংঘর্ষের এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে গুলি বিনিময়ও হয়েছে৷ পুলিশের অন্তত দু'টি গাড়িতে গুলি লেগেছে৷ এছাড়া পুলিশের গুলিতে কম পক্ষে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে৷ সেন্ট লুইস কাউন্টি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের ওপর ব্যাপক গুলিবর্ষণের পাল্টা ব্যবস্থা হিসেবেই পুলিশকেও গুলি চালাতে হয়৷

এসিবি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ