1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় সাংবাদিকতা

৭ অক্টোবর ২০১৩

এক সাক্ষাৎকারে বলেছেন ‘বাজফিড' ওয়েবসাইটের প্রেসিডেন্ট জন স্টাইনবার্গ৷ মন্তব্যটির যথেষ্ট গুরুত্ব আছে, কারণ ২০১২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই দলই স্বীকার করে যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইটগুলোর একটি বাজফিড৷

ছবি: AFP/Getty Images

বাজফিডের সেরা হয়ে ওঠার পেছনে বোধ হয় একটা শব্দের অনেক অবদান রয়েছে৷ আর সেটা হচ্ছে ‘ভাইরাল'৷ ফেসবুক, টুইটার যারা ব্যবহার করেন তাদের কাছে খুবই পরিচিত এই শব্দটির সর্বোচ্চ ব্যবহার করেই জনপ্রিয় হয়ে উঠেছে বাজফিড৷ তাই তো ২০০৬ সালে মাত্র ছয়জন নিয়ে কাজ শুরু করা এই ওয়েবসাইটে এখন কর্মীর সংখ্যা প্রায় তিনশো৷ নিউ ইয়র্কের ম্যানহাটানে রয়েছে তাদের সুদৃশ্য অফিস৷

মার্কিন নির্বাচনে ‘ভাইরাল’ হয়ে উঠেছিল এই ছবিটিছবি: Gabriel Bouys/AFP/Getty Images

বাজফিডের সাংবাদিক তথা কর্মীদের কাজ হচ্ছে ইন্টারনেট থেকে এবং নিজেদের সূত্র ব্যবহার করে ‘ভাইরাল' হতে পারে এমন সংবাদ খুঁজে বের করা৷ তারপর কোম্পানির ‘গোপন অ্যালগরিদম' ব্যবহার করে সেই খবরগুলো ওয়েবসাইটে পোস্ট ও ‘প্রোমোট' করা হয়৷

এর বাইরে বিভিন্ন কোম্পানির জন্য বিজ্ঞাপন তৈরিতে সহায়তা করে বাজপোস্ট৷ যেমন সম্প্রতি তারা মার্কিন কেচআপ কোম্পানি ‘হাইঞ্জ'-এর জন্য নির্মিত ‘টুয়েলভ ওয়েজ টু মেক সিওর ইওর ডে ইজ নেভার এ স্নুজফেস্ট' শীর্ষক একটি বিজ্ঞাপন নির্মাণ করে৷ এরপর সেটা নিজেদেরই বিভিন্ন প্রতিবেদনের মাঝে জুড়ে দেয়৷ এভাবে ওয়েবসাইটটি দিনদিন লাভজনক হয়ে উঠেছে৷

কিন্তু এভাবে সংবাদ পরিবেশ কি দীর্ঘদিন ধরে চলে আসা সাংবাদিকতা নীতিমালার পরিপন্থি নয়? এমন প্রশ্ন তুলেছেন অনেকদিন ধরে সাংবাদিক হিসেবে কাজ করা কেউ কেউ৷ উত্তরে বাজফিডের প্রেসিডেন্ট স্টাইনবার্গ শুধু এটুকুই বলেছেন, ‘‘ওয়েব জার্নালিজম লাভজনক করার এটাই একমাত্র উপায়৷''

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ