1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার ৩

২৯ মে ২০১২

অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’এর কর্মীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ৷

ছবি: DW/S.K.Dey

বনানী থানার ওসি মামুন অর রশীদ মঙ্গলবার দুপুরে জানান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানবসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন৷ এজাহারে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি৷

সোমবার সন্ধ্যায় মহাখালীর আমতলিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নীচে সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাথাড়ি কোপায় সন্ত্রাসীরা৷ হামলায় গুরুতর আহত হন অফিস সহকারী রুহুল আমিনও৷ তারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ওই ঘটনার পরপরই পুলিশ ও ব়্যাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে আসে এবং তদন্ত শুরু করে৷

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মাসুদুর রহমান জানান, হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাখালী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম সৌরভ, হোসেন ও ইলিয়াস নামের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ের সামনে এভাবে দুই সাংবাদিক ও এক সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলার খবর শুনে খালেদা জিয়া এর নিন্দা জানান৷ তিনি বলেন, ‘‘এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলার আরেকটি ন্যক্কারজনক নজির৷''

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ