1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সাংবাদিকরা ক্ষমতার কাছে বন্দি'

১ জুলাই ২০১৬

‘সাংবাদিকরা সক্রিয় রাজনীতি সম্ভবত বাংলাদেশেই করে-' সাংবাদিকতার মান সম্পর্কে এই মন্তব্য ডয়চে ভেলের ফেসবুক পাতায় একজন পাঠকের৷ এর জন্য কেউ কেউ অবশ্য সরকারকেই দায়ী করেছেন৷

Angel Ramirez Geschäftsführer der NGO Congreso Transparente
ছবি: DW/D. Olmos

বেশিরভাগ সাংবাদিকই নাকি সরকারের ‘পা-চাটা গোলাম'৷ তাছাড়া গণমাধ্যমগুলো নাকি কোনো মন্ত্রী কিংবা এমপি'র৷ অথবা সরকার দলীয় শিল্পপতিদের৷ আর বিরোধী দলীয়দের যে কয়টা চ্যানেল ছিল সেগুলোও নাকি বন্ধ করে দেওয়া হয়ছে৷ এসব তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির বেশ পার্থক্য থাকলেও সাংবাদিকতার মান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আমাদের ফেসবুকে এসব কথাই লিখেছেন পাঠক মাহমুদ কায়সার৷

তবে সম্রাট এ অমিতের মতে, সাংবাদিকতার মান না থাকলেও নাকি সাংবাদিকের দ্বারা কিছু রহস্য উন্মোচন হয়৷

সাংবাদিকরা সক্রিয় রাজনীতি সম্ভবত শুধু এই দেশেই করে এবং প্রতিটা দলেরই নাকি নিজস্ব সাংবাদিক সংগঠন রয়েছে বলে ধারণা পাঠক নিয়ামুল ইসলামের৷

পাঠক আপেল মাহমুদ, মো. শরীফ, এইচ এম মাসুদ তো সাংবাদিকদের ওপর খুবই ক্ষুব্ধ৷ তাঁদের মতে, সত্যিকার অর্থে সেরকম কোনো সাংবাদিকই নাকি নেই বাংলাদেশে৷

অন্যদিকে ‘সংবাদমাধ্যমগুলো একচেটিয়ে সংবাদ প্রকাশ করে' বলে অনুযোগ করেছেন পাঠক আবদুল করিম৷

আর শামীম খানের মতে, সংবাদপত্রগুলো নাকি শতকরা ৯০ভাগই মিথ্যে সংবাদ প্রকাশ করে৷

পাঠক শামীম খানের এই মন্তব্যের সাথে শামীম উদ্দিন যোগ করেছেন, ‘তা জাতির জন্য ভয়ংকর'৷ আর পল্লব বলছেন, ‘ভয়াবহ'৷

শ্যাম্পু আর ডিটারজেন্ট দিয়ে বানানো দুধের মান যেরকম হয়, বাংলাদেশেসাংবাদিকতার মান নাকি তেমনি৷ একথা বলছেন শাকিল আহমেদ৷

সাংবাদিকদের সম্পর্কে হিমান্দ্র হিমুর মন্তব্য, রক্ষকের কাছে নাকি সমস্ত জ্ঞান বিক্রিত৷

‘তাঁরা ‘নিরপেক্ষ ও গঠনমূলক খবর তুলে ধরবেন পাঠকদের কাছে'- বাংলাদেশের সাংবাদিকদের কাছে ডয়চে ভেলের পাঠক সজিব চৌধুরীর শুধু এটাই প্রত্যাশা৷

আর ইকবাল হোসেন সরাসরিই বলছেন, ‘সাংদিকরা ক্ষমতার কাছে বন্দি'৷

ওহিদুল ইসলাম খোকার মতে, সাংবাদিকতার মান মোটেই ভালো না আর এজন্য দায়ী নাকি দেশের সরকার৷

আর তারেক হোসেন খানিকটা রসিকতা করেই বলছেন, ‘‘সাংবাদিক কোথায় বাংলাদেশে?'' তাঁর মতে, সকলেই নাকি হয় আওয়ামীলীগ, না হয় বিএনপি'র লোক৷ আর বাবু ভুইঞা এ বিষয়টিকে খুবই লজ্জাজনক বলে মনে করেন৷

শাহীনসহ বেশ কয়েকজন পাঠকের মতে, বাংলাদেশের সংবাদমাধ্যম নাকি হলুদ সাংবাদিকতায় ভরে গেছে৷

সংকলন: নুরুননাহার সত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ