1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সাংবাদিকরা যাতে তথ্য পান তার ব্যবস্থা করতেই হবে'

৩০ জুন ২০১২

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বা দুদক'এর কার্যলয়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা - কমিশনের স্বচ্ছতাকেই প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷

ছবি: dapd

দুর্নীতি, দুর্নীতির তদন্ত এবং দুর্নীতির মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা দু'দিন আগেও দুর্নীতি দমন কমিশন বা দুদক'এ যেতে পারতেন যখন তখন৷ কিন্তু বৃহস্পতিবার থেকে তাতে লিখিতভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ বলা হয়েছে, সাংবাদিকদের কিছু জানার থাকলে সকাল ১০টার মধ্যে লিখিত প্রশ্ন জমা দিতে হবে৷ যা যথার্থ মনে হলে বিকেল ৪টায় তার জবাব জানানো হবে৷ স্বাভাবিকভাবেই, এতে হতাশ হয়ে পড়েছেন সাংবাদিকরা৷ যেমন বললেন মনজুরুল আলম পান্না৷

দ্বিতীয় দফায় পদ্মা সেতুর দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমে প্রকাশিত নানা তথ্য নিয়ে আপত্তি করে আসছিল কমিশন৷ টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, কোনো চাপের মুখে দুদক সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো কিনা - তা দেখা দরকার৷ তাঁর মতে, এতে দুদক'এর স্বচ্ছতাই প্রশ্নের মুখে পড়বে৷

আর প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির ডয়চে ভলেকে বলেন, এধরনের নিয়ন্ত্রণ আরোপের আগে দুদক'এর উচিত ছিল সাংবাদিকদের সঙ্গে আলাপ-আলোচনা করা৷ তিনি বলেন, ব্যবস্থা যাই হোক না কেন সাংবাদিকদের তথ্য পাওয়ার সুযোগ দিতে হবে৷

দুদক'এর ২০১১ সালের তথ্য অবমুক্তকরণ নীতিমালায় বলা হয়েছে যে দুদক জনগণের তথ্য অধিকার নীতিতে বিশ্বাসি৷ অথচ সেই দুদক'ই সংবাদ মাধ্যমে তথ্য দেয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করলো৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ