1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশদ্রোহীতার অভিযোগ

৩১ জুলাই ২০১৫

জার্মানিতে দু'জন সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগের তদন্ত শুরু হয়েছে৷ ‘গ্রিমে অনলাইন’ পুরস্কার জয়ী জার্মানির একটি জনপ্রিয় ব্লগ সাইটের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করেছেন৷

Markus Beckedahl, Gründer des Blogs Netzpolitik.org
মার্কুস বেকেডালছবি: picture-alliance/dpa/B. Pedersen

গত ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে প্রকাশিত দুটি প্রতিবেদনের কারণে দেশদ্রোহীতার অভিযোগের মুখে পড়েছেন ‘নেৎসপোলিটিক ডট অর্গ' নামের একটি ব্লগ সাইটের দুই সাংবাদিক ও ব্লগার৷ সাংবাদিক দু'জনের নাম আন্দ্রে মাইস্টার এবং মার্কুস বেকেডাল৷ ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইন্টারনেটে নজরদারি বাড়ানোর কাজে ব্যয় করার জন্য বাজেট বাড়াতে চাইছে জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা৷ এরপর এপ্রিলে ‘ফলোআপ' প্রতিবেদনও প্রকাশ করা হয়৷ সেখানে জানানো হয়, সামাজিক যোগাযোগ বিষয়ক ওয়েবসাইটগুলোর ওপর নজরদারির জন্য গোয়েন্দা সংস্থা একটি বিশেষ ইউনিট গঠন করছে৷

এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিক আন্দ্রে মাইস্টার এবং বিশ্বখ্যাত ব্লগার সম্মেলন ‘রি:পাবলিকা'-র প্রতিষ্ঠাতা মার্কুস বেকেডালকে জানানো হয় যে, ফেব্রুয়ারি এবং এপ্রিলের ওই দুটো প্রতিবেদনের কারণে তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগে তদন্ত শুরু হচ্ছে৷

অভিযুক্ত দুই সাংবাদিকের একজন আন্দ্রে মাইস্টারছবি: DW/J. Delcker

প্রতিবেদনে পরিচয় গোপন রেখে সূত্র হিসেবে উল্লেখ করা এক ব্যাক্তির বিরুদ্ধেও একই অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে৷

সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ তদন্তের এই বিষয়টি জার্মানিতে তুমুল সমালোচনার মুখে পড়েছে৷ বিষয়টিকে ‘গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ' হিসেবে দেখছে জার্মানির সাংবাদিক ইউনিয়ন৷ সাংবাদিক ইউনিয়নের প্রধান মিশায়েল কনকেন সাংবাদিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থার কঠোর সমালোচনা করে অবিলম্বে তদন্ত বন্ধ করার দাবি জানিয়েছেন৷

জার্মানিতে সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণের চেষ্টার দৃষ্টান্ত খুব বিরল৷ সর্বশেষ আলোচিত ঘটনাটি ঘটেছিল ১৯৬২ সালে৷ সেবার জার্মানির অন্যতম সাপ্তাহিক পত্রিকা ‘ডেয়ার স্পিগেল' একটি প্রতিবেদনে দাবি করে, জার্মান সেনাবাহিনী পারমাণবিক অস্ত্রের হুমকি মোকাবিলায় অক্ষম৷ ‘ডেয়ার স্পিগেল'-এর বিরুদ্ধে তদন্ত হয়েছিল এবং দেশদ্রোহীতার দায়ে সাংবাদিকের কারাদণ্ডও হয়েছিল তখন৷

এসিবি/ডিজি (ডিপিএ, ইপিডি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ