1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক কাজল আটক, অনুপ্রবেশের মামলা

৩ মে ২০২০

নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে৷ বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করার কথা জানিয়েছে পুলিশ৷ তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়েছে বিজিবি৷

ছবি: Facebook/Shafiqul Islam Kajol

১০ মার্চ বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ‘পক্ষকাল' পত্রিকার সম্পাদক ও বণিক বার্তার ফটোসাংবাদিক কাজল৷ প্রায় দুই মাস পর মুক্ত গণমাধ্যম দিবসে তাকে আটকের খবর জানায় বেনাপোল বন্দর থানা৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মামুন খান জানান, শনিবার গভীর রাতে বিজিবি রঘুনাথপুর সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়৷

তিনি বলেন, ‘‘পরে জানা যায়, ওই ব্যক্তি ঢাকা থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল৷ বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি মামলা করেছে৷ আমরা তাকে আজ কোর্টে পাঠাব৷’’

বেনাপোল থানার একজন পুলিশ কর্মকর্তা রাত তিনটার দিকে খবরটি কাজলের পরিবারকে জানান৷ এ সময় কাজলের সঙ্গে তার সন্তানের কথা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী৷ তিনি বলেন, ‘‘আমার ছেলেকে ও ফোনে বলেছে, ‘আব্বু আমি বেঁচে আছি, তোমরা সবাই আমাকে নিতে আস’৷’’

অবৈধ অনুপ্রবেশের বিষয়ে, ওসি মামুন খান বলেন, ‘‘তাকে আমরা এখনও জিজ্ঞাসাবাদ করিনি৷ এটা বিজিবি বলতে পারবে৷’’

যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, ‘‘বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে প্রবেশের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়৷ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷’’

এর আগে কারাগারে আটক যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার সঙ্গে বিভিন্ন ব্যক্তির সংশ্লিষ্টতা নিয়ে দৈনিক মানবজমিনে একটি খবর প্রকাশিত হয়৷ কাজল তার ফেসবুকে এই খবরটি শেয়ার করেছিলেন৷ এই খবরে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মানবজমিন সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন৷ ওই মামলায় তিন নাম্বার আসামি কাজল৷ এই মামলার একদিন পর নিখোঁজ হন তিনি৷

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ