1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদ বাংলা ব্লগে

৩ জুন ২০১২

বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্লগাররা৷ বিভিন্ন ব্লগ সাইট এবং ফেসবুকে এই বিষয়ে অসংখ্য নিবন্ধ এবং ছবি প্রকাশ করা হয়েছে৷ এধরনের নির্যাতন রোধে সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন ব্লগাররা৷

ছবি: DW

সাংবাদিক নির্যাতন নিয়ে বর্তমানে উত্তাল বাংলাদেশ৷ গত ২৬ মে দৈনিক প্রথম আলো পত্রিকার তিন আলোকচিত্রী সাংবাদিক জাহিদুল করিম, সাজিদ হোসেন এবং খালেদ সরকার পুলিশের নির্যাতনের শিকার হন৷ ঢাকায় একটি ছাত্র আন্দোলনের ছবি তুলতে গেলে পুলিশ তাদের উপর চড়াও হয়৷ এই ঘটনার দু'দিন পরই অনলাইন বার্তাসংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'এর একাধিক সাংবাদিককে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা৷ অনলাইন পত্রিকাটির দুই সাংবাদিক নেওয়াজ মোহাম্মদ রিফাত এবং সালাউদ্দিন ওয়াহিদ প্রীতম এই ঘটনায় গুরতর আহত হন৷

এরপর ঢাকার আদালত চত্বরে সাংবাদিক-আইনজীবীদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে৷ পুলিশ কর্তৃক এক তরুণীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার এমএ জলিল উজ্জ্বল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার তুহিন হাওলাদার এবং দৈনিক প্রথম আলো পত্রিকার প্রশান্ত কর্মকার পুলিশের আক্রমণের শিকার হন৷

মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ছাড়াও বিভিন্ন জেলা শহরেও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে৷ বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে ব্লগাররাও এই সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ বিভিন্ন ব্লগ সাইট এবং ফেসবুকে এই বিষয়ে অসংখ্য নিবন্ধ প্রকাশ করেছেন ব্লগাররা৷ বাংলাদেশের জনপ্রিয় ব্লগার আরিফ জেবতিক এই বিষয়ে বলেন, ‘‘এখানে নির্দিষ্টভাবে ব্লগারদের কথা বলা ঠিক হবে না৷ মূলত পুরো দেশের শিক্ষিত সমাজ উদ্বিগ্ন, মানুষ বিক্ষুব্ধ এবং স্বাভাবিকভাবে জনমানুষের বিক্ষুব্ধতা এবং উদ্বিগ্নতার বিষয়টি ব্লগেও প্রতিফলিত হয়েছে৷''

ব্লগারদের প্রতিবাদছবি: DW

সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্লগার আবু আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে লিখেছেন, ‘‘সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার ঘটনা ক্রমেই বাড়ছে৷ গত জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাসে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডসহ ১১০ জন গণমাধ্যমকর্মী পুলিশ ও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন''৷

ব্লগ সাইট সামহোয়্যার ইন ব্লগে ব্লগার আর.হক একই বিষয়ে লিখেছেন, ‘‘জাতির বিবেক বলা হয় সাংবাদিকদের৷ সংবাদ কর্মীরা মানুষের কর্ণকুহরে বিভিন্ন সংবাদ পৌছিয়ে দেয়ার জন্য সদা তৎপর থাকে৷ সংবাদ কর্মীর পরিচয়টা সবসময় সম্মানিত করে কিন্তু ইদানিং মনে হচ্ছে এ পরিচয়টা সাংবাদিকদের ভিকটিম বানিয়ে দিচ্ছে৷ যারা মানুষের কাছে সংবাদ পৌছে দেয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে তারাই আজ পত্রিকা টেলিভিশনের সংবাদ হচ্ছে প্রতিনিয়ত''৷

বাংলা ব্লগ ছাড়াও ফেসবুকে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন অনেকে৷ কালো জমিনে ‘জে' মানে জার্নালিস্ট লেখা ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছেন অসংখ্য মানুষ৷ সাংবাদিক সুলতানা রহমান এই বিষয়ে ফেসবুকে লিখেছেন, ‘‘কালো জমিনে সাদা জে-সাংবাদিকদের উপর বর্বর ও নৃশংস হামলার প্রতিবাদের চিহ্ন৷ যুথবদ্ধ এ প্রতিবাদে আপনিও আমাদের সহযোদ্ধা হোন৷ ইচ্ছে করলে আপনিও প্রোফাইল পিকচার হিসেবে এই চিহ্ন ব্যবহার করতে পারেন৷ আসুন, আমরা যে কোন অন্যায়, নৃশংসতা, বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াই''৷

ব্লগার আরিফ জেবতিক জানান, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানালেও কোন ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয়নি ব্লগারদের পক্ষ থেকে৷ তবে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে সাংবাদিকদের আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে রয়েছেন ব্লগাররাও৷ তিনি বলেন, ‘‘সাগর-রুনির হত্যাকারীদের খুঁজে বের করার জন্য একটি আন্দোলন চলছে৷ সেখানে সাংবাদিকদের সঙ্গে ব্লগাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন৷ এর বাইরে সাংবাদিক নির্যাতনের ঘটনা নিয়ে পেশাজীবী সাংবাদিক সংগঠনগুলো সক্রিয় আছে৷ এই বিষয়ে এই মুহূর্তে ব্লগারদের সরাসরি মাঠে নামার কোন সম্ভাবনা নেই৷''

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ