পশ্চিমবঙ্গের সাংবাদিক সফিকুল ইসলাম এখনো জেলে। আগামী সোমবার তাঁর জামিনের আবেদন উঠতে পারে হাইকোর্টে।
বিজ্ঞাপন
আরামবাগ টিভি-র সাংবাদিক সফিকুল ইসলামের বিরুদ্ধে মোট ছয়টি মামলা চলছে। তার মধ্যে পাঁচটিতে তিনি জামিন পেয়েছেন। একটিমাত্র মামলায় জামিন পাওয়া বাকি। সেই মামলায় জামিনের আবেদন হাইকোর্টে উঠতে পারে সোমবার। সেখানে সফিকুলের হয়ে মামলা লড়বেন সিপিএমের সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
সফিকুলের আইনগত বিষয় যিনি দেখছেন সেই সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেছেন, পাঁচটি মামলায় সফিকুল জামিন পেয়েছে। শেষ যে মামলায় সফিকুল ও তাঁর স্ত্রী এবং সহ সাংবাদিক জামিন পেয়েছেন, সেখানে হাইকোর্ট বলেছিল, মামলা শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে না। কিন্তু পুলিশ তখন পুরনো আরেকটি মামলায় সফিকুলকে গ্রেফতার করে। নিম্ন আদালতের ব্যাখ্যা হলো, এটা অন্য একটি মামলা। তাতে গ্রেফতার করাকে শাস্তিমূলক ব্যবস্থা বলে ধরা যাবে না। ফলে হাইকোর্টের রায় ভঙ্গ করা হচ্ছে না। সোমবার যদি বিষয়টি হাইকোর্টে ওঠে, তা হলে জানা যাবে, সফিকুল মুক্তি পাচ্ছেন কি না।
করোনায় সাংবাদিকতা
বাংলাদেশে সাংবাদিকরাও করোনায় আক্রান্ত। ঝুঁকির মুখে আছে অনেক সংবাদমাধ্যম। এই পরিস্থিতিতেও কীভাবে চলছে বাংলাদেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা?
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
মাঠে যারা কাজ করেন
প্রধানত ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের সীমিত আকারে হলেও বাইরে যেতে হয় অ্যাসাইনমেন্ট কাভার করতে। তারা চেষ্টা করেন স্বাস্থ্যবিধি মেনে চলতে।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
সবাই কি যথেষ্ট সচেতন?
মাস্ক তারা ঠিকই পড়েছেন। কিন্তু সতর্কতার জন্য আরো যা ব্যবহার করা প্রয়োজন তা কি করছেন?
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
সামজিক দূরত্ব কতটা মানছেন?
এই সম্প্রচার সাংবাদিকরা পিপিই পড়েছেন। তারপরও তারা কতটা নিরাপদ?
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
যাদের বাইরে না গিয়ে উপায় নেই
ফটো সাংবাদিক আর টেলিভিশনের ক্যামেরাম্যানদের তো বাইরে যেতেই হবে। তাই তাদের অনেকেই নিরাপদ থাকতে সচেষ্ট।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
অনলাইন আর প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সুরক্ষা
যারা সরেজমিন প্রতিবেদন করেন তাদের বাইরে যেতেই হয়। তাই তারা যতটুকু সম্ভব সুরক্ষিত থাকার চেষ্টা করেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
ঘরে বসে কাজ
এই করোনায় সুরক্ষার জন্য সাংবাদিকদের বড় একটি অংশ, বিশেষ করে যারা ডেস্কে কাজ করেন এখন তারা বাড়িতে বসেই কাজ করেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
অফিসে সামাজিক দূরত্ব
যারা অফিসে কাজ করেন, তারা চেষ্টা করছেন সামাজিক দূরত্ব মানতে।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
অফিসে বসেই সংবাদ সংগ্রহ
এখন নানা ধরনের ব্রিফিং অনলাইনেই হয়। অফিসে বসেই করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং শুনছেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
নিয়মিত স্প্রে করা হয়
নিউজরুমে নিয়মিত জীবানুনাশক স্প্রে করা হয়।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
আছে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা
এখন সংবাদমাধ্যমগুলোর প্রবেশ পথেই হ্যান্ড স্যানিটাইজার থাকে। আছে হাত ধোয়ার ব্যবস্থা ও শরীরের তাপ মাপার যন্ত্র।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
কেউ আর ঝুঁকি নিতে চান না
চেয়ারে বসে প্রথমেই স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করেন সংবাদমাধ্যম কর্মীরা।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
টকশো চলে স্টুডিও ছাড়া
টকশোর অতিথিরা বাসা থেকেই যুক্ত হচ্ছেন জুম বা স্কাইপে। উপস্থাপকও অনেক সময় বাসা থেকে কাজ করেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
সাংবাদিকদের গাড়ি
করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য সংবাদিকদের গাড়িটিও হতে হয় জীবানুমুক্ত।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
বাড়তি সতর্কতা
টেলিভিশন সাংবাদিকদের কেউ কেউ বাড়তি সতর্কতার অংশ হিসেবে এখন লম্বা বুম ব্যবহার করেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
তারপরও ঘটে দুঃখজনক ঘটনা
সাংবাদিকরা তারপরও করোনা সংক্রমিত হচ্ছেন। প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মুখে আছে। কয়েকজন কর্মী করোনা পজিটিভ হওয়ায় বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির খবর প্রচার ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
গৃহিনী এবং সাংবাদিক
রিপোর্টারদের বড় একটা অংশও এখন বাড়ি থেকে কাজ করছেন। সংসার আর অফিসের কাজ একসঙ্গেই করছেন তারা।
ছবি: DW/H.U. Rashid Swapan
সাংবাদিকরা কতটা মানেন?
করোনা প্রতিরোধে মসজিদে ৫ জনের বেশি নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা তা নিয়মতি দেখতে হয় সাংবাদিকদের। তাই প্রায় প্রতিদিনই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে যেতে হয় তাদের। অনেকেই কিন্তু ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখেন না৷
ছবি: DW/H.U. Rashid Swapan
17 ছবি1 | 17
প্রবীণ সাংবাদিক শুবাশিস মৈত্র বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ''ভিন্নমত পছন্দ না হতে পারে, কিন্তু কোনো পক্ষের অসুবিধা হচ্ছে বলে গণতন্ত্রে ভিন্নমতের কণ্ঠরোধ করা যায় না। সাংবাদিকরা তাঁদের বক্তব্য প্রচার করতে না পারলে গণতন্ত্র অর্থহীন হয়ে যায়। সাংবাদিকদেরও তাঁদের কাজে সৎ থাকা জরুরি। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ সাংবাদিক সফিকুল ইসলামকে গ্রেফতারের মামলায় তাঁদের পর্যবেক্ষণে এমনই মন্তব্য করেছেন।''
সফিকুল হলেন আরামবাগের ইউ টিউব চ্যানেল আরামবাগ টিভির সাংবাদিক। করোনাকালে স্থানীয় থানা থেকে সরকারের পক্ষ থেকে ক্লাবগুলিকে এক লাখ টাকার চেক দেয়ার ভিডিও দেখিয়ে বিতর্কের ঝড় তোলেন। ট্রাফিক পুলিশের ঘুষ নেয়ার খবরও যথেষ্ট আলোড়ন তুলেছিল। কিন্তু ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ভোররাতে সফিকুলের বাড়িতে গিয়ে পুলিশ তাঁকে ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। দুই বাচ্চাকেও থানায় নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই মামলায় সফিকুল ও তাঁর স্ত্রী জামিন পেয়েছেন। সহ সাংবাদিকও জামিন পেয়েছেন। তারপর অন্য মামলায় সফিকুলকে গ্রেফতার করা হয়। তবে তাঁর স্ত্রী ও সহ সাংবাদিক জামিন পেয়েছেন।