1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত না করার আহ্বান প্রধানমন্ত্রীর

৪ জানুয়ারি ২০২৪

সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো ‘উদ্ভট ধারণাকে’ প্রশ্রয় এবং ইন্ধন না দিতে গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবি: Government of Bangladesh

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি৷ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনে একযোগে সম্প্রচারিত হয়েছে৷

তিনি বলেন, ‘‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না৷’’

উন্নয়নের অগ্রযাত্রার পর ‘টেকসই উন্নয়ন’ নিশ্চিত করতে দেশবাসীকে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি৷ 

পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ গত ১৫ বছরে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি৷ আবার ক্ষমতায় এলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখার সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার করেন তিনি৷

বিএনপি-জামাত জোট সরকারের আমলের বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগ সরকারের শাসনকালের তুলনাও উঠে আসে তার ভাষণে৷ শেখ হাসিনা বলেন, ‘‘আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে হাজির হয়েছি৷ এই উন্নয়নকে টেকসই করা, আপনাদের জীবনমান উন্নত করা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সুযোগ চাই৷’’

স্বাধীনভাবে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হয়েছে বলেও জানান সরকারপ্রধান৷ তিনি বলেন, ‘‘এই প্রথম বাংলাদেশে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে৷ নির্বাচন কমিশনকে আর্থিকভাবে স্বাধীনতা দেয়া হয়েছে৷ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনে ন্যাস্ত করা হয়েছে৷’’

দেশের তরুণ সমাজকে আগামীর চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছেন সরকারপ্রধান৷ বলেন, ‘‘তরুণ সমাজ হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর৷ তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি৷’’  

জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো বিদেশ নীতির কথা আবারো পুনর্ব্যক্ত করেন তার কন্যা শেখ হাসিনা৷

তিনি বলেন, ‘‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতেই আমরা বিশ্বাস করি৷ এই নীতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি৷ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে উন্নত করেছি৷’’ 

এসএইচ/ এসিবি (বিটিভি)  

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ