সাংসদের বিরুদ্ধে তদন্তে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ
১০ জুন ২০২০
কুয়েতে আটক বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ শহিদ ইসলামের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম৷
পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে শহিদ ইসলামের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ আনা হয়েছে৷ শনিবার রাতে তাঁকে কুয়েতের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়৷
এদিকে, শহিদ ইসলামের মালিকানাধীন কুয়েতি কোম্পানি ‘মারাফি কুয়েতিয়া কোম্পানি’র তিন কর্মীকে সোমবার রাতে কুয়েতের সিআইডি কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউ এজ৷ ঐ তিন কর্মী কোম্পানির হিসাব বিভাগে কাজ করেন৷
আধুনিক যুগের দাসত্ব
বিশ্বজুড়ে দাস প্রথা নিষিদ্ধ হয়েছে সেই কবে৷ কিন্তু প্রথা নিষিদ্ধ হলেও এখনো দাসত্ব বিলীন হয়নি৷ বিশ্বের চার কোটির বেশি মানুষ এখনো দাসত্বের জালে বন্দি৷
ছবি: Michael Hylton/Anti-Slavery International
অবৈধ শ্রমিক
উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের হাতে নিজেকে তুলে দেওয়া অবৈধ অভিবাসীদের বেশিরভাগকে দাসত্বের জীবন বেছে নিতে হচ্ছে৷ কাগজপত্র নেই, ভাষা জানা নেই, নিজের অধিকারে চেয়ে কোথায় অভিযোগ করবে সেটাও জানা নেই৷ ফলে বছরের পর বছর ধরে দাসত্বের জীবন বয়ে বেড়াতে হচ্ছে তাদের৷ এক ইউরোপেই কৃষিক্ষেত্রে কত অবৈধ শ্রমিক আছে তার হিসাব কারো জানা নেই৷ নামমাত্র মজুরিতে তাঁরা উদয়-অস্ত পরিশ্রম করছেন৷
ছবি: Bharat Patel
অপহরণ, পাচার ও বিক্রি
জাতিসংঘের তথ্যানুসারে এখনও মানবপাচার বিশ্বের সবচেয়ে বড় এবং লাভজনক কারবারের একটি৷ পাচারের শিকার হওয়া পুরুষরা বেশিরভাগ সময় নির্মাণ শ্রমিক বা খনি শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হয়৷ নারীদের বেশিরভাগের জায়গা হয় পতিতালয়ে, কেউ কেউ হয় গৃহকর্মী৷
ছবি: AFP/Getty Images/M. Vatsyayana
শিশুরাও যখন দাসত্বের জালে
নিদারুণ অভাবে অনেক পরিবার তাদের শিশুদের দাস হিসেবে বিক্রি করে দেয়৷ ঘানার লেক ভল্টায় বিক্রি হয়ে যাওয়া এইসব শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যেতে হয়৷ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় এক কোটি শিশু এভাবে দাসের জীবন কাটাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/T. Ridley
বালিকা বধূ
ইউনিসেফের তথ্যানুযায়ী বিশ্বে প্রতি পাঁচজনে একজন মেয়েশিশুর বয়স ১৮ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়৷ এ বয়সে বিয়ে করতে সবসময় বাধ্য করা হয়, বিষয়টা এমনও নয়৷ তবে অনেক ক্ষেত্রে লেখাপড়া বন্ধ করে দিয়ে এসব মেয়েশিশুদের জোর করে বিয়ে দেয়া হয়৷ তারা অনেকে শ্বশুরবাড়িতে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন৷ সঙ্গে ঘরের কাজ তো করতেই হয়৷
ছবি: picture alliance/Tone Koene
বন্দি জীবন
বিশ্বজুড়ে মেয়েশিশুদের এখনো স্কুল ছেড়ে বাড়ির কাজ করতে হয়৷ কখনো পরিবারে বা কখনো অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে তাদের দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা পরিশ্রম করতে হয়৷ অনেকে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়৷
ছবি: David Rose/Panos Pictures
ঋণের বোঝা
অতীতের মত দাস কেনা-বেচা এখন আর খুব একটা দেখা না গেলেও এশিয়া, গল্ফ আরব দেশ, আফ্রিকা ও লাতিন অ্যামেরিকার দেশগুলোতে ঋণের বোঝার নিচে চাপা পড়া মানুষরা দাস হতে বাধ্য হন৷ এমকি পরিবারের শিশুটিকেও দাস হিসেবে অমানুষিক পরিশ্রম করতে হয়৷ বিশ্বে এমন দাসের সংখ্যা চার কোটির বেশি৷
ছবি: Anti-Slavery International
জন্মসূত্রে দাস
উত্তরপশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া ‘হারাতিন‘ সম্প্রদায়ে জন্মই যেন আজন্ম পাপ৷ পুরুষের পর পুরুষ ধরে এই সম্প্রদায়ের মানুষ দাস৷ যদিও সরকারিভাবে দেশটিতে দাস ব্যবসা নিষিদ্ধ৷ তারপরও সেখানে দাস কেনা-বেচা চলে৷ মৌরিতানিয়ায় ছয় লাখের বেশি পুরুষ, নারী ও শিশু দাস রয়েছে৷ যারা গৃহকর্ম এবং কৃষিকাজ করেন৷ যা দেশটির মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ৷
ছবি: picture-alliance/ZUMA Wire/A. Dragaj
7 ছবি1 | 7
যেভাবে সাংসদ শহিদ ইসলাম
২০১৮ সালের ২৮ ডিসেম্বর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয়, শহিদ ইসলাম কুয়েত শাখা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন৷ ২০১৮ সালের নির্বাচনের বছর দুয়েক আগে তিনি এলাকায় গিয়ে দান কার্যক্রম শুরু করেন৷ এরপর নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পাওয়ার পর স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়ান৷ লক্ষ্মীপুর-২ আসন জাতীয় পার্টির তৎকালীন সাংসদ মোহাম্মদ নোমানকে মহাজোট থেকে মনোনয়ন দেয়া হয়েছিল৷ ফলে স্থানীয় আওয়ামী লীগ শুরুতে নোমানের পক্ষে কাজ করেন৷ কিন্তু নির্বাচনের আগে ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নোমান৷ এরপর স্থানীয় আওয়ামী লীগ শহিদ ইসলামের পক্ষে কাজ শুরু করেন৷
নোমান ‘টাকা নিয়ে' সরে দাঁড়িয়েছিলেন বলে সেই সময় অভিযোগ উঠেছিল৷ এ প্রসঙ্গে শহিদ ইসলাম তখন প্রথম আলোকে বলেছিলেন, ‘‘উনি (নোমান) ফাইন্যান্সিয়ালি (আর্থিকভাবে) দুর্বল৷ নির্বাচনে থাকলে বড়জোর পাঁচ হাজার ভোট পেতেন৷ এসব বুঝেই উনি সরে দাঁড়িয়েছেন৷ এখানে লেনদেনের কোনো ঘটনা ঘটেনি৷’’ এছাড়া নির্বাচনের আগে তিনি ৩২ কোটি টাকা মানবসেবায় খরচ করেছিলেন বলেও জানান শহিদ ইসলাম৷
লক্ষ্মীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷
সাংসদ পদের কী হবে?
কুয়েতের মামলায় শহিদ ইসলামের শাস্তি হলে তাঁর সংসদ সদস্য পদ কি থাকবে? বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ ধারার ঘ-উপধারা বলছে, ‘‘কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হবার এবং সংসদ সদস্য থাকবার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দু'বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে৷’’ এখানে বিচার প্রক্রিয়াটি দেশে, না বিদেশে হতে হবে তা উল্লেখ করা হয়নি৷