1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রনি গ্রেপ্তার, কিন্তু...

জাহিদুল হক২৪ জুলাই ২০১৩

সাংবাদিক পেটানোর মামলায় জামিন বাতিলের দুই ঘণ্টার মাথায় বুধবার সাংসদ গোলাম মাওলা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এর আগে জামিন বাতিলের পর ফেসবুকে একটা স্ট্যাটাস দেন তিনি, যেটাতে লাইক ও মন্তব্যের সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে৷

ছবি: Fotolia/Radovanov

সাংসদ রনি লিখেছেন, ‘‘আমার জামিন বাতিল হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে৷ আমার একটি বিশ্বাস ছিল যেসব রাষ্ট্রীয় দুর্নীতি এবং ব্যক্তি বিশেষের অন্যায় ও অবিচার সম্পর্কে আমি সরব ছিলাম, তার ‍সাথে সরকারের কোনো সংযোগ নেই৷ নির্বোধের মতো এই বিশ্বাসের পিঠে সওয়ার হয়ে এগিয়ে যাচ্ছিলাম৷ কিন্তু আজ সেই বিশ্বাসে চিড় ধরেছে৷ যেভাবে জামিনটি বাতিল হলো তা স্বাধীন বাংলাদেশে তো নয়ই, পাকিস্তান আমলেও ঘটেনি....আমার শাস্তির বিনিময়ে হলেও শেয়ারবাজার চাঙা হোক, সাগর-রুনির হত্যাকারী ধরা পড়ুক এবং প্রিয় দলটি আবার ক্ষমতায় আসুক, দেশবাসী শান্তিতে থাকুক৷''

কেউ তাঁর মুক্তি চেয়েছেন, কেউ বলছেন তাঁর মুক্তির জন্য দোয়া করবেন, কেউ বলছেন এটা প্রত্যাশিত ছিল৷ রাশেদ লিখেছেন, ‘‘আবারো প্রমাণিত হলো যে রাজনীতিতে বড় মাছ কিভাবে ছোট মাছকে শিকার করে ফায়দা লুটে৷ সরকার এই বলে বাহবা নেবে যে, তাদের আমলে সাংবাদিক নির্যাতনের বিচার হয়, নিজ দলের এমপি-কে গ্রেপ্তার করে তারা তা প্রমাণ করতে পেরেছে৷''

মো: সাকিবুল ইসলাম লিখেছেন, ‘‘টিভি অনুষ্ঠান ‘তালাশ' এতকিছু তালাশ করতে পারে, একটু শেয়ার মার্কেটের টাকাটা কই গেল – এইটা তালাশ করলো না কেনো?

মাজহারুল ইসলাম সাকিবের মন্তব্য, সাগর-রুনির হত্যাকারীরা ভালোই আছেন, কিন্তু আপনি ‘আনবিটেন' দরবেশের লোকজনকে মেরেছেন৷ সুতরাং আপনি একজন অপরাধী৷ হাউ ফানি!

আশরাফুল আলম খোকন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘‘দুইজন সাংবাদিককে মারধর করায় দলীয় এমপিকে গ্রেপ্তার করা হলো ....সাধুবাদ! কিন্তু আরেকজন নারী সাংবাদিক নাদিয়া শারমীনকে জামাত-হেফাজত ইবলিশগুলা প্রকাশ্যে রাজপথে লাঞ্চিত করল, তাদের কি করলেন! অবশ্য ওনার পক্ষে তো আমাদের প্রতিবাদী সম্পাদকদের কোনো বিবৃতি বা সাংবাদিকদের কোনো আলটিমেটামও ছিল না! সাগর-রুনির কথা আর বলতে ইচ্ছে করে না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ