1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রনি: নায়ক নাকি খলনায়ক?

জাহিদুল হক২২ জুলাই ২০১৩

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে পেটানোর অভিযোগের পর আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনি এখন ‘টক অফ দ্য টাউন’৷ ফেসবুকে, ব্লগে কারো কাছে তিনি খলনায়ক আর কারো কাছে ঠিক তার উল্টো৷

ছবি: Fotolia/picsfive

শনিবার দুপুরে পটুয়াখালী-৩ আসনের সাংসদ রনি ও তাঁর সহযোগিরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন এবং ক্যামেরাম্যান মহসীন মুকুলকে রনির পল্টন এলাকার অফিসে মারধর করেন৷ প্রহৃতরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন৷ তাঁদের দাবি, দুর্নীতি সংক্রান্ত একটি সংবাদ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়ায় এ হামলা চালানো হয়৷ তবে রনির দাবি, তিনি বা তাঁর লোকজন হামলা করেননি৷ টেলিভিশন চ্যানেলটির ক্যামেরা গত কয়েকদিন ধরে তাঁকে অনুসরণ করে তাঁর ব্যক্তিগত জীবন দুর্বিসহ করে তুলেছিল বলেও দাবি করেন এই সাংসদ৷

তবে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে একটি ভিডিও পোস্ট করা হয়৷ তাতে সাংসদ রনির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে৷

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী বলেছেন, ‘‘প্রতিটি সরকারের আমলেই সাংবাদিকদের ওপর নির্যাতন চলছে৷ সাংবাদিক নির্যাতন আজ ফ্যাশনে পরিণত হয়েছে৷ একজন জনপ্রতিনিধি কীভাবে নির্জলা মিথ্যা কথা বলেন, রনিকে না দেখলে বোঝা যেত না৷ তাঁর অসভ্য, বর্বরোচিত হামলার কারণে তিনি আজ থেকে গণমাধ্যমের শত্রুতে পরিণত হলেন৷ নির্যাতনকারী সাংসদ কখনো আইনসভায় থাকতে পারেন না৷'' এই সাংবাদিক নেতার মন্তব্যটি ফেসবুকে শেয়ার করেছেন শওগাত আলী সাগর৷

এদিকে রনির বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে হানিফ বলেন, ‘‘রনি দলের কোনো পর্যায়ের নেতা না, আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য৷ তাঁর বিরুদ্ধে সংসদ ব্যবস্থা নিতে পারে৷'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে৷

হানিফের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাবু আলকাম লিখেছেন, ‘‘হানিফ বলছেন রনি কোনো নেতা নন৷ কি মজার কথা! আমরা বোকা নই৷'' ফিরোজ ইফতেখার মাসুম লিখেছেন, হানিফ মিথ্যা কথা বলছেন৷

রনির কৃতকর্মের সমর্থনেও অনেক বক্তব্য এসেছে৷ যেমন হোসেন সাজ্জাদ ফেসবুকে লিখেছেন, ‘‘গোলাম মাওলা রনি বেশ সোচ্চার ছিলেন দরবেশের শেয়ার বাজার লুট করা নিয়ে! ও সাকা চৌধুরীর সাফাই সাক্ষী হওয়া বিষয়ে, তাই দরবেশ তাঁর কর্মচারী নিয়োগ দিয়েছে রনিকে উত্ত্যক্ত করার জন্য৷ আর তাই মাথা গরম রনি উত্তম মধ্যম দিয়েছে দরবেশের অনুগতদের৷ এই মাইর প্রাপ্য ছিল দরবেশের৷''

তবে জাকারিয়া পলাশ বলছেন, ‘‘কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়??? মিস্টার রনি অন্যায়ের বিপরীতে আরেকটি অন্যায় করেছেন৷''

শামসুজ্জামান শাহীন বলেছেন, ‘‘রনি সাহেবের দোষ দিয়ে লাভ কি? সে যে চরের লাঠিয়াল তা তো ২০০৮ সালের নিবার্চনে এমপি হওয়ার এক বছরের মাথায় দেখতে পেয়েছিলাম৷ কিন্তু আমরাই সেই লাঠিয়াল নেতাকে জায়গা করে দিয়ে বুদ্ধিজীবী সব জান্তা বানিয়েছি৷ দোষটা তো আমাদের৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ