1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাজের পদত্যাগ

২৩ এপ্রিল ২০১২

অবশেষে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তানজিম আহমেদ সোহেল তাজ৷ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তাঁর ব্যক্তিগত সহকারীর মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার বরাবর সোমবার লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন৷

ছবি: AP

২০০৮ সালের ২৯শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযুদ্ধের সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ৷ এরপর ২০০৯ সালের ৬ই জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন৷ কিন্তু মাত্র ৫ মাসের মাথায় ৩১শে মে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন৷ কিন্তু প্রধানমন্ত্রী তাকে এরপরও দফতর বিহীন প্রতিমন্ত্রী হিসেবে বহাল রাখেন৷

সোহেল তাজ তখন থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন৷ তিনি অধিকাংশ সময়ই যুক্তরাষ্ট্র অবস্থান করেন৷ গত সপ্তাহে তিনি মন্ত্রীপরিষদ বিভাগকে চিঠি দিয়ে জানান, তিনি আর প্রতিমন্ত্রী নেই এবং তাঁর অ্যাকাউন্টে পাঠানো বেতন-ভাতা যেন ফেরত নেয়া হয়৷ আর আজ তিনি তাঁর ব্যক্তিগত সহকারী আবু কাওসারের মাধ্যমে সংসদ সদস্য থেকে পদত্যাগের লিখিত পত্র পাঠান জাতীয় সংসদের স্পিকারের কাছে৷ স্পিকার ঢাকার বাইরে থাকায় পদত্যাগ পত্রটি সংসদ সচিবালয়ে জমা দেয়া হয়েছে বলে আবু কাওসার জানান৷

সোহেল তাজ তাঁর দুই লাইনের পদত্যাগপত্রে কোন কারণ উল্লেখ করেন নি৷ তবে তিনি এক খেলা চিঠিতে বলেছেন, তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়ার মানুষের সম্মান রক্ষায় তার পদত্যাগ ছাড়া আর কোন উপায় ছিলনা৷ আর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেছেন, সীমিত ক্ষমতায় জনগণের প্রতি তার কমিটমেন্ট রক্ষা করা সম্ভব ছিলনা৷ তিনি তার খোলা চিঠিতে আরো বলেছেন, এমন অনেক সত্য আছে যা দেশ ও জনগণের স্বার্থে প্রকাশ করা যায়না৷ সোহেল তাজ বলেছেন, রাজনীতির মাধ্যমে না হলেও তিনি তার এলাকার মানুষের পাশে থাকবেন৷ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী জানিয়েছেন, স্পিকার ঢাকায় ফেরার পর তাঁর পদত্যাগপত্রের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন৷

সোহেল তাজ এখন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সপরিবারে অবস্থান করছেন৷ সেখানে তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ