1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংসদ হিসেবে পদত্যাগ করলে উপনির্বাচন: সুরঞ্জিত সেনগুপ্ত

২৬ নভেম্বর ২০১০

এই সংসদে বিএনপি আর যাবেনা বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি৷ তিনি বলছেন আইএসপিআর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়৷ তাহলে বিএনপির সংসদ সদস্যরা সংসদে যায় কীভাবে!

শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হয়ছবি: picture-alliance/ dpa

সংসদ থেকে পদত্যাগের প্রশ্নে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, এই পথ বর্তমান প্রধানমন্ত্রীই দেখিয়েছেন৷ একদলীয় সংসদ কখনোই ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনা৷

জবাবে আওয়ামী লীগ নেতা ও আইন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, পদত্যাগ করা সাংবিধানিক অধিকার৷ তবে পদত্যাগের হুমকি দেয়া আর পদত্যাগ করা এক জিনিস নয়৷ বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে৷

তিনি বিএনপির ডাকা ৩০শে নভেম্বরের হরতালকে রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেন৷ তাঁর মতে, খালেদা জিয়ার বাড়ির বিষয়টি এখনো বিচারাধীন নয়৷ কারণ লিভ টু আপীল শুনানির জন্য গ্রহণ করা হবে কিনা, তার শুনানি হবে ২৯শে নভেম্বর৷ তাই বিএনপির এই হরতাল সুপ্রিম কোর্টের বিরুদ্ধে৷ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে হরতাল মানে রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল৷ সরকারের বিরুদ্ধে হরতাল করা যায়, রাষ্ট্রের বিরুদ্ধে নয়৷ রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল জনগণই প্রতিরোধ ও প্রতিহত করে বলে মন্তব্য সু্রঞ্জিতের৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ