1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইকেল চালিয়ে ওয়ার্ল্ড রেকর্ড

১৯ জানুয়ারি ২০১৭

এক সারিতে একসঙ্গে ১,১৮৬ জন সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেল বাংলাদেশে সাইক্লিস্টদের অন্যতম বড় সংগঠন ‘বিডিসাইক্লিস্টস'৷ গত বছর বিজয় দিবসে সংগঠনটি এই সাইকেল চালনার আয়োজন করেছিল৷

Screenshot Guinness World Records
ছবি: Guinness World Records

এর ঠিক একমাস পর গত ১৬ জানুয়ারি গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে রেকর্ড গড়ার ইমেল পায় বিডিসাইক্লিস্টস৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, ১৬ ডিসেম্বর ঢাকায় বিডিসাইক্লিস্টসের আয়োজনে এক সারিতে এক হাজার ১৮৬ জন সাইকেল চালিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি' তৈরি করেন৷

আগের রেকর্ডটি ছিল বসনিয়া-হ্যারৎসেগোভিনার৷ ২০১৫ সালে ‘বসনিয়ান সাইক্লিং ফেডারেশন' প্রায় ২০টি দেশের সাইক্লিস্টদের নিয়ে এই রেকর্ড গড়েছিল৷ এর আগে পাঁচ বছর রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের সাইক্লিস্টদের৷

এদিকে, গিনেসের কাছ থেকে সংবাদ পাওয়ার পর বিডিসাইক্লিস্টস-এর সদস‌্যরা মঙ্গলবার রাতে মানিক মিয়া অ‌্যাভিনিউতে উৎসব করেন৷

বাংলাদেশের সাইক্লিস্টরা ঢাকার পূর্বাচলে সাইকেল চালিয়েছিলেন৷

গিনেসে নাম উঠানোর পরিকল্পনা শুরু হয় ২০১৬ সালের ৭ জানুয়ারি৷ তারপর একে একে কীভাবে তারা এগিয়েছে তা এক ভিডিওতে তুলে ধরেছে বিডিসাইক্লিস্টস৷

 

জেডএইচ/ডিজি (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ