1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাসপেন্ড

৭ ফেব্রুয়ারি ২০১২

২০১০ সালের ডোপিং টেস্টে ধরা পড়েন আলবার্তো কন্তাদর৷ ২০১০ সালের ত্যুর দো ফ্রঁন্স টাইটেল কেড়ে নেয়া হয়েছে৷ কন্তাদরকে আন্তর্জাতিক সব ধরণের টুর্নামেন্ট থেকে বাদ দেয়া হয়েছে আগামী দু বছরের জন্য৷ অলিম্পিকে তাকে দেখা যাবে না৷

ছবি: AP

কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস সোমবার তাদের এই কঠোর সিদ্ধান্তের কথা জানায়৷ ৫৬৬ দিন ধরে তদন্ত এবং অনুসন্ধানের পর বলা হয়, কন্তাদরকে দু বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং তার ২০১০ সালের টাইটেল কেড়ে নেয়া হয়েছে৷ কারণ তার রক্তে নিষিদ্ধ ক্লেনবুটেরল পাওয়া গেছে৷

২৯ বছর বয়স্ক কন্তাদর সবসময়ই বলে আসছিলেন যে তিনি নির্দোষ৷ তিনি একটি পার্টিতে যে গরুর মাংসের স্টেক খেয়েছিলেন সেটাতে ক্লেনবুটেরল ছিল বলে তিনি জানান৷ তাঁর জোর দাবি, এতে তার কোন হাত ছিল না৷ সংশ্লিষ্ট স্প্যানিশ সাইকেল রেস কর্তৃপক্ষ কন্তাদরের কথা বিশ্বাস করলেও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এবং ইন্টারন্যাশনাল সাইক্লিং ইউনিয়ন এই কথা একেবারেই কানে তোলেননি৷

আলবার্তো কন্তাদরছবি: AP

২০১০ সালে ত্যুর দো ফ্রঁন্স জয় করেন কন্তাদোর৷ সেটা ছিল একটানা তিনবার ত্যুর দো ফ্রঁন্স টাইটেল জেতা৷ ২০১০ সালের টাইটেল দেয়া হয়েছে লুক্সেমবুর্গের অ্যান্ডি শ্লেককে৷

গত বছর ত্যুর দো ফ্রঁন্স টাইটেল জেতেন অস্ট্রেলিয়ার ক্যাডেল ইভান্স৷ তিনি জানান,‘‘সাইক্লিং-এর জগতকে ডোপিং মুক্ত রাখতে কর্তৃপক্ষ বেশ কঠোর পদক্ষেপ নিচ্ছে তা বোঝা যাচ্ছে৷ এখন শুধু সাইক্লিস্ট নয় অন্যান্য সব খেলোয়াড়দের উচিৎ এ থেকে শিক্ষা গ্রহণ করা৷ ডোপিং থেকে কীভাবে আমরা আমাদের মুক্ত রাখতে পারি সেদিকে নজর দেয়া৷''

অস্ট্রেলিয়ার আরেক সাইক্লিস্ট ফিল অ্যান্ডারসন জানান, তেরতম ত্যুর দো ফ্রঁন্সে যারা কন্তাদোরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন তারা সবাই এখন মনে করবেন যে তাদের কন্তাদোর ঠকিয়েছিল৷ কারণ সবাই চেয়েছিল জিততে, বিজয়ী হতে৷ আপনি প্রতিযোগিতায় যার পিছনে দাঁড়িয়ে আছেন, সে আপনাকে ঠকাচ্ছে৷ কিন্তু আপনি জানছেন না৷ কিন্তু সেই প্রতারণার কথা যখন ফাঁস হয়ে যায় তখন নিজেকেই সবচেয়ে পরাস্ত বলে মনে হয়৷

কন্তাদরের উপর দুই বছরের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ২০১০ সালের আগস্ট মাসে এবং তা শেষ হবে ২০১২ সালের আগস্ট মাসে৷ অর্থাৎ এ বছরের অলিম্পিকে কন্তাদরকে দেখা যাবে না৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ