1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক

৫ আগস্ট ২০১২

সাইনা নেহওয়াল৷ ভারতীয় এই তরুণী শনিবার ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছেন৷ ফলে তাঁকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে হৈচৈ৷ কেননা তিনি দ্বিতীয় নারী হিসেবে ভারতকে একটি অলিম্পিক পদক এনে দিয়েছেন৷

epa03340514 Bronze medal winner Saina Nehwal of India in Badminton Women`s Singles at the London 2012 Olympic Games Badminton competition, London, Britain, 04 August 2012. EPA/GEOFF CADDICK +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

সাইনা নেহওয়ালের কারণে ক্রিকেট পাগল ভারতে ক্রিকেট দলের সাফল্যের খবরও চাপা পড়ে গেছে৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের ৪-১'এ জয়ের খবর সাইনার কারণে প্রথম পাতায় জায়গা পায়নি৷ চলে গেছে ভেতরের পাতায়৷ শুধু সিরিজ জয় নয়, এর ফলে আইসিসি ব়্যাংকিং'এ ভারতের অবস্থান উন্নীত হয়েছে দুইয়ে৷ ক্রিকেট দলের এমন খবর স্বভাবতই ভারতের সব পত্রিকার প্রথম পাতায় বড় করে জায়গা করে নেয়ার কথা৷ কিন্তু সাইনার কারণে সেটা হয়নি৷

সাইনার সাফল্যে শুধু গণমাধ্যমই নয়, খুশি ক্রিকেটাররাও৷ তাইতো শচীন টেন্ডুলকার আর যুবরাজ সিং সাইনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন৷

হিটে অংশ নিচ্ছেন পোসি (মাঝে)ছবি: picture-alliance/dpa

সাইনা থেকে এবার লন্ডন অলিম্পিকের সবচেয়ে কম বয়েসি প্রতিযোগীর খবর৷ তার নাম আদজো পোসি৷ পশ্চিম আফ্রিকার দেশ টোগো থেকে আসা এই মেয়ে সাঁতারুর বয়স মাত্র ১৩৷

অলিম্পিকে এসেছে সে ‘ওয়াইল্ড কার্ড' নিয়ে৷ যে লক্ষ্য নিয়ে সে লন্ডনে গিয়েছে সেটা সে পূরণ করতে পেরেছে৷ ফলে খুব খুশি সে৷ পোসির লক্ষ্য ছিল ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে নিজের ব্যক্তিগত রেকর্ড ভাঙা, যেটা ছিল ৪৪.৬ সেকেন্ড৷ অলিম্পিকের হিটে অংশ নিয়ে সে মাত্র ৩৭.৫৫ সেকেন্ডেই ৫০ মিটার পার করে ফেলে৷ এই ইভেন্টের বিশ্বরেকর্ড হচ্ছে ২৩.৭৩ সেকেন্ড৷

পোসির দেশ টোগোতে সাঁতার অনুশীলনের জন্য কোনো সুইমিংপুল নেই৷ ফলে তাকে হোটেলে গিয়ে তাদের সুইমিংপুলে অনুশীলন করতে হয়৷ হোটেল কর্তৃপক্ষ অবশ্য পোসিকে বিনামূল্যেই তাদের পুল ব্যবহার করার অনুমতি দিয়েছে৷ সেখানে সপ্তাহের পাঁচদিন সে অনুশীলন করতে যায়৷

জেডএইচ/আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ