1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক

৫ আগস্ট ২০১২

সাইনা নেহওয়াল৷ ভারতীয় এই তরুণী শনিবার ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছেন৷ ফলে তাঁকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে হৈচৈ৷ কেননা তিনি দ্বিতীয় নারী হিসেবে ভারতকে একটি অলিম্পিক পদক এনে দিয়েছেন৷

epa03340514 Bronze medal winner Saina Nehwal of India in Badminton Women`s Singles at the London 2012 Olympic Games Badminton competition, London, Britain, 04 August 2012. EPA/GEOFF CADDICK +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

সাইনা নেহওয়ালের কারণে ক্রিকেট পাগল ভারতে ক্রিকেট দলের সাফল্যের খবরও চাপা পড়ে গেছে৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের ৪-১'এ জয়ের খবর সাইনার কারণে প্রথম পাতায় জায়গা পায়নি৷ চলে গেছে ভেতরের পাতায়৷ শুধু সিরিজ জয় নয়, এর ফলে আইসিসি ব়্যাংকিং'এ ভারতের অবস্থান উন্নীত হয়েছে দুইয়ে৷ ক্রিকেট দলের এমন খবর স্বভাবতই ভারতের সব পত্রিকার প্রথম পাতায় বড় করে জায়গা করে নেয়ার কথা৷ কিন্তু সাইনার কারণে সেটা হয়নি৷

সাইনার সাফল্যে শুধু গণমাধ্যমই নয়, খুশি ক্রিকেটাররাও৷ তাইতো শচীন টেন্ডুলকার আর যুবরাজ সিং সাইনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন৷

হিটে অংশ নিচ্ছেন পোসি (মাঝে)ছবি: picture-alliance/dpa

সাইনা থেকে এবার লন্ডন অলিম্পিকের সবচেয়ে কম বয়েসি প্রতিযোগীর খবর৷ তার নাম আদজো পোসি৷ পশ্চিম আফ্রিকার দেশ টোগো থেকে আসা এই মেয়ে সাঁতারুর বয়স মাত্র ১৩৷

অলিম্পিকে এসেছে সে ‘ওয়াইল্ড কার্ড' নিয়ে৷ যে লক্ষ্য নিয়ে সে লন্ডনে গিয়েছে সেটা সে পূরণ করতে পেরেছে৷ ফলে খুব খুশি সে৷ পোসির লক্ষ্য ছিল ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে নিজের ব্যক্তিগত রেকর্ড ভাঙা, যেটা ছিল ৪৪.৬ সেকেন্ড৷ অলিম্পিকের হিটে অংশ নিয়ে সে মাত্র ৩৭.৫৫ সেকেন্ডেই ৫০ মিটার পার করে ফেলে৷ এই ইভেন্টের বিশ্বরেকর্ড হচ্ছে ২৩.৭৩ সেকেন্ড৷

পোসির দেশ টোগোতে সাঁতার অনুশীলনের জন্য কোনো সুইমিংপুল নেই৷ ফলে তাকে হোটেলে গিয়ে তাদের সুইমিংপুলে অনুশীলন করতে হয়৷ হোটেল কর্তৃপক্ষ অবশ্য পোসিকে বিনামূল্যেই তাদের পুল ব্যবহার করার অনুমতি দিয়েছে৷ সেখানে সপ্তাহের পাঁচদিন সে অনুশীলন করতে যায়৷

জেডএইচ/আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ