1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইপ্রাসের সংকট নিয়ে দুশ্চিন্তা

২০ মার্চ ২০১৩

আন্তর্জাতিক সাহায্য না পেলে দেউলিয়া হতে চলেছে সাইপ্রাস৷ সাহায্যের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় আপাতত থমকে গেছে আলোচনা৷ খোঁজ চলছে নতুন সমাধানসূত্রের৷

ছবি: Reuters

ইউরোপের নেতারা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখে পড়েন নি৷ ইউরো এলাকার একটি ছোট্ট দেশ প্রায় দেউলিয়া হতে চলেছে, আর্থিক অঙ্কের বিচারে তাদের উদ্ধার করাও তেমন কঠিন কাজ নয়৷ বেলআউট প্যাকেজও প্রস্তুত, কিন্তু দেশের সংসদের একজন সদস্যও সেই সাহায্য নিতে প্রস্তুত নন৷ অর্থের প্রয়োজন রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক দাতাদের শর্ত তারা মানতে প্রস্তুত নন৷

কারণ এই প্রথম কোনো দেশের বেলআউট প্যাকেজ দেওয়ার শর্ত হিসেবে নাগরিকদের, বা আরও স্পষ্ট করে বলতে গেলে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাদের কাঁধেও ব্যয়ভারের একাংশ তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ ইউরোপীয় এই সাহায্যের মূলমন্ত্র ছিল এ রকম – সাইপ্রাস করের হার কম রেখে ও নানা সুবিধা দিয়ে লগ্নি আকর্ষণ করার চেষ্টা করেছিল৷ কিন্তু সেই মডেল কাজ করে নি৷ বেসরকারি ব্যাংক ও রুশ কোটিপতিদের মতো অনেকেই সেই ব্যবস্থা থেকে ফায়দা তুলেছে৷ এখন বিপদে পড়ে তারা আন্তর্জাতিক সাহায্য চাইছে বটে, কিন্তু ইউরোপের বাকি দেশের করদাতাদের অর্থ দিয়ে রুশ কোটিপতিদের ঘাটতি সামাল দিলে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করা কঠিন৷ তাই সাইপ্রাসকেও আত্মত্যাগ করতে হবে – এমনটাই ছিল সাহায্যের মূল শর্ত৷

বেলআউট বিরোধী সমাবেশছবি: Reuters

প্রথমে স্থির হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কার্যত সাইপ্রাসের সব নাগরিকের কাছ থেকে ‘ডিপোজিট ট্যাক্স' আদায় করা হবে৷ তারপর দেশজুড়ে প্রতিবাদের মুখে স্থির করা হলো, যাদের অ্যাকাউন্টে ২ লক্ষ ইউরোর কম অঙ্ক রয়েছে, তাদের কাছ থেকে কোনো কর নেওয়া হবে না৷ কিন্তু মঙ্গলবার সাইপ্রাসের সংসদ সেই শর্তও মানতে চায় নি৷ ফলে সাহায্য চাইলে এবার সে দেশের সরকারকে বিকল্প খুঁজতে হবে৷ চলতি সপ্তাহেই সেই প্রস্তাব এলে ইউরোপীয় অর্থমন্ত্রীদের আবার নতুন করে মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে৷

সাইপ্রাসের সরকার বিপদে পড়ে এখন আর শুধু ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ-এর উপর নির্ভর করতে চাইছে না৷ রাশিয়ার কাছ থেকে সাহায্যের আশায় মস্কো ছুটছেন দেশের একের পর এক নেতা৷ তবে বুধবারও সাইপ্রাসের অর্থমন্ত্রী মস্কোর সঙ্গে কোনো রফায় আসতে পারেন নি৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ