1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইপ্রাসে ‘‘ব্যাংক রান’’-এর ভীতি

ওয়েৎসের্কেস / এসি২২ মার্চ ২০১৩

সাইপ্রাসের পরিস্থিতি ক্রমেই আরো উদ্বেগজনক হয়ে উঠছে৷ সরকারের একটি আধাখেঁচড়া ত্রাণ পরিকল্পনা, বিরক্ত ইউরো গোষ্ঠী এবং সেই সঙ্গে মস্কোর বার্তা: তারা সাহায্য করবে না৷ সিপ্রিয়টরা গভীর দুশ্চিন্তায়৷

ছবি: picture-alliance/AP

সেদিন রাতেই এটিএম'গুলোর সামনে লম্বা লাইন পড়ে৷ এক একটা গোটা পরিবার একসঙ্গে লাইনে দাঁড়িয়েছে৷ সবারই ভয়, ব্যাংক দেউলিয়া হবে৷ কাজেই সিপ্রিয়টদের প্রচেষ্টা হল, নিজের অ্যাকাউন্ট থেকে যতটা পারো টাকা তুলে নাও৷ আর কয়েকদিনের মধ্যে সাইপ্রাসের ব্যাংকগুলিকে বেশ কয়েক বিলিয়ন দেওয়ার মতো কাউকে যদি না পাওয়া যায়, তবে খুদে দ্বীপরাষ্ট্রটির দেউলিয়া হওয়া অবধারিত৷

আগামী মঙ্গলবার অবধি ব্যাংক থেকে সরাসরি টাকা তোলার, এমনকি ট্রান্সফার করার কোনো উপায় নেই, যদিও এটিএম থেকে দিনে ৪০০ ইউরো, পরে কমিয়ে ৩৫০ ইউরো তোলার ব্যবস্থা রাখা হয়েছে৷ যার অর্থ, মঙ্গলবার ব্যাংক খোলার পর হাজার হাজার মানুষ যা পারেন, যতটা পারেন টাকা তুলে নেওয়ার চেষ্টা করবেন৷ এ তাঁদের কষ্টার্জিত অর্থ, সারা জীবনের সঞ্চয়৷

সিপ্রিয়টদের বদ্ধমূল ধারণা, ইউরোপ তাদের বিপদের সময় পরিত্যাগ করেছেছবি: picture-alliance/dpa

নগদ নেই, তাই দোকানপাট বন্ধ

দোকান-বাজার, কলকারখানা-শিল্পসংস্থাগুলির দশাও এক৷ তাদেরও নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা কি ট্রান্সফার করা সম্ভব নয়৷ বাইরে থেকে আমদানি করা খাদ্যপণ্য বন্দরে পচে নষ্ট হচ্ছে, কেননা পেমেন্ট না হলে তা ছাড়ানো সম্ভব নয়৷ কাজেই দোকানি আর হোটেল-মালিকদের বাইরে রোদ্দুরে বসে তাস খেলা ছাড়া আর কোনো কাজ নেই – উপায়ও নেই৷

সিপ্রিয়টদের বদ্ধমূল ধারণা, ইউরোপ তাদের বিপদের সময় পরিত্যাগ করেছে৷ ভূমধ্যসাগরে তাদের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এতই তাৎপর্যবিহীন যে, ইউরোপ তাদের ত্রাণ করার প্রয়োজন বোধ করেনি৷ ১৯৬৪ সালে তুরস্ক যখন সাইপ্রাসে অনুপ্রবেশ করে, তখনও ইউরোপ যে তাদের সাহায্য করেনি, সিপ্রিয়টরা সে কথা ভুলে যায়নি৷ এবারেও নাকি ইউরোপ ইচ্ছা করলেই তাদের সাহায্য করতে পারত৷

ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ সরকারপ্রধানের মত কিন্তু সম্পূর্ণ আলাদা৷ তারা চান, সাইপ্রাস তার নিজের ত্রাণের জন্য একটা নিজস্ব অবদান রাখুক৷ কে জানে, ছোট থেকে বড় হওয়ার সেটাই শ্রেষ্ঠ পন্থা কিনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ