1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইফের চেয়ে আমিরেই আগ্রহী বেবো

১৬ এপ্রিল ২০১১

বেবো মানে কারিনা কাপুরের সঙ্গে সাইফ আলী খানের প্রেম নিয়ে কতই না কথা হলো গত কয়েক মাস৷ কিন্তু বেবোকে বুঝি আর আটকাতে পারলেন না সাইফ আলী খান৷ বরং বলিউডের জিরো সাইজ এখন আমির এর প্রতি আগ্রহ দেখাচ্ছেন বেশি৷

কারিনা-সাইফ জুটি (ফাইল ফটো)

খুলেই বলা যাক, সাইফ আলীর ঘরের ছবি ‘এজেন্ট ভিনোদ'-এ অভিনয় করছিলেন কারিনা কাপুর৷ কিন্তু বেশ কিছুদিন ধরে এই ছবির পেছনে মোটেই সময় দিচ্ছেন না এই তন্বী৷ ফলে ক্রমশ পিছিয়ে পড়ছে সাইফের এই ছবির কাজ৷

প্রশ্ন আসতে পারে, এখন তাহলে কি নিয়ে ব্যস্ত কারিনা? হ্যাঁ, কারিনা সময় দিচ্ছেন আরেক ছবির শ্যুটিং-এ, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন আমির খান৷ ফলে, সবাই একটু আড়চোখেই তাকাচ্ছেন কারিনার দিকে৷ বিশেষ করে, সাইফকে সময় না দেওয়ার বিষয়টাতে অন্য গন্ধ খুঁজছেন নিন্দুকরা৷

সে যাইহোক, কারিনা কিন্তু বলছেন ভিন্ন কথা৷ কাজের ব্যাপারে খুবই সচেতন তিনি৷ তাছাড়া আমিরের বিপরীতে এই ছবির জন্য বহু আগেই এপ্রিল, মে এবং জুন মাস বরাদ্দ দিয়েছিলেন কারিনা৷ অন্যদিকে, এজেন্ট ভিনোদ-এর কাজ আরো আগেই শেষ হওয়ার কথা ছিল, সেটা না হওয়ার দায় নিজের কাঁধে নিতে রাজি নন বলিউডের এই হট তারকা৷

এজেন্ট ভিনোদ-এর নির্মাতারা অবশ্য বলছেন, কারিনা এই মুহূর্তে সময় না দিলেও খুব একটা সমস্যা হচ্ছে না৷ কেননা, ছবিটির আরো অনেক কাজ বাকি আছে যা এখন শেষ করা হচ্ছে৷ এরপর কারিনা ফিরলে ছবিটির গানের চিত্রায়ণ সম্পন্ন করা হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ