1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণীদের জন্য অশনিসংকেত

৬ মার্চ ২০১৪

ইন্টারনেটের সদ্ব্যবহারে জগত যেমন উপকৃত হচ্ছে, তেমনি কিছু মানুষের অশুভ প্রয়াসের ফলে ক্ষতিগ্রস্তও হচ্ছেন অনেকে৷ এমনকি ইউরোপেও তরুণীরা আছেন বিপদে৷ সমীক্ষায় দেখা গেছে, তরুণীদের উত্যক্ত করার মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে৷

Frau liegt mit Tablet im Park
ছবি: Edyta Pawlowska/Fotolia

বুধবার প্রকাশিত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র মৌলিক অধিকার সংরক্ষণ সংক্রান্ত সংস্থা এফআরএ-র সমীক্ষায় বলা হয়েছে, ইউরোপের তরুণীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিনিয়ত নানাভাবে নাজেহাল হচ্ছেন৷ প্রতিদিন ১৮ থেকে ২৯ বছর বয়সি দশ জন তরুণীর অন্তত একজন অশ্রাব্য ভাষায় লেখা টেক্সট মেসেজ, ই-মেল অথবা সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নানা বার্তা পান৷ ভিয়েনাভিত্তিক সংস্থা এফআরএ জানিয়েছে, এভাবে ক্রমাগত উত্যক্ত করার ফলে তরুণীদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ৷ তাঁদের রক্ষা করার জন্য শিগগিরই জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন এফআরএ-র পরিচালক মর্টেন কিয়েরুম৷ বর্ণবাদ এবং অন্যান্য মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইউরোপে যথেষ্ট তৎপরতা দেখা গেলেও সাইবার জগতে নারীর অবমাননাবিরোধী উদ্যোগের অভাব রয়েছে – এ কথা জানিয়ে তিনি ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে এ বিষয়ে উদ্যোগী হবার অনুরোধ জানিয়েছেন৷

সমীক্ষায় বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সাইবার জগতে তরুণীদের সবচেয়ে বেশি উত্যক্ত করা হয় সুইডেনে৷ সুইডেনের এক চতুর্থাংশ তরুণীই উত্যক্তকারীদের নির্মম শিকার৷ ইউরোপে তরুণীদের জন্য সবচেয়ে নিরাপদ সাইবার জগত রয়েছে স্পেন, পর্তুগাল এবং স্লোভেনিয়ায়৷ এই দেশগুলোতে মাত্র পাঁচ শতাংশ নারীকে এভাবে উত্যক্ত হতে হয় বলে দাবি করা হয়েছে সমীক্ষায়৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ