1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইবার যুদ্ধ

২৫ মে ২০১৩

স্টাক্সনেট এর কথা আপনাদের মনে আছে? ঐ যে ইরানের পরমাণু কর্মসূচির আওতায় থাকা বিভিন্ন স্থাপনার কম্পিউটারে আঘাত এনেছিল যে ম্যালওয়্যারটি৷ যার আক্রমণে অনেক কম্পিউটার অকেজো হয়ে পড়েছিল৷ সাইবার যুদ্ধের সবচেয়ে কার্যকর উদাহরণ এটি৷

ARCHIV - Kabel des Supercomputers JUROPA verbinden im Forschungszentrum Jülich einzelne Module des Rechners (Foto vom 25.05.2009). Nach Land, Wasser, Luft und Weltall nun das Internet - die USA rüsten sich für Kriege auf einem neuen Schlachtfeld. Die Militäreinheit US Cyber Command soll digitale Angriffe abwehren. Doch sie ist längst nicht einsatzbereit. Foto: Oliver Berg dpa (zu dpa 4151 vom 11.10.2010) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

এবার আরেকটি ঘটনার কথা বলি৷ ২০০৭ সালে সিরিয়ার একটি পরমাণু চুল্লিতে ইসরায়েলের জঙ্গি বিমান হামলা করেছিল বলে অভিযোগ রয়েছে৷ এই হামলা চালানোর আগে ইসরায়েল নাকি ইন্টারনেট ব্যবহার করে সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধ করে দিয়েছিল৷

এই দুটি ঘটনা থেকেই বোঝা যাচ্ছে যে, আধুনিক যুদ্ধের নতুন এক অস্ত্র হয়ে উঠেছে ইন্টারনেট৷ তাই এজন্য প্রস্তুতি নিচ্ছে দেশগুলো৷ এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র৷ ইসরায়েলও যে বেশ ভাল করছে তাতো বোঝাই গেল সিরিয়ার কাহিনি থেকে৷ এছাড়া শুরুতে যে স্টাক্সনেটের কথা বলা হলো সেটাও যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের তৈরি বলে বিশেষজ্ঞদের ধারণা৷

স্টাক্সনেট এর কথা আপনাদের মনে আছে?ছবি: Reuters

জার্মানি এক্ষেত্রে পিছিয়ে থাকবে কেনো? তাইতো প্রায় এক বছর ধরে গোপনে ৬০ জন বিশেষজ্ঞকে সাইবার যুদ্ধ মোকাবিলার প্রশিক্ষণ দিচ্ছে জার্মান সামরিক বাহিনী৷ এতোদিন এই খবরটা গোপন রাখলেও সম্প্রতি কয়েকজন সাংবাদিককে ঐ প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ তবে সাংবাদিকদের সঙ্গে মোবাইল ফোন, লেপটপ, রেকর্ডিং এর যন্ত্রপাতি, ক্যামেরা কিছুই নিয়ে যেতে দেয়া হয়নি৷

কেন্দ্রটির অবস্থান বন শহর থেকে একটু দূরে রাইনবাখ নামক স্থানে৷ বিশেষ এই ইউনিটের নাম দেয়া হয়েছে কম্পিউটার নেটওয়ার্ক অপারেশন বা সিএনও৷ এই প্রশিক্ষণের উদ্দেশ্য ইন্টারনেটের মাধ্যমে কোনো শত্রুকে মোকাবিলা করতে সামরিক বাহিনীকে গড়ে তোলা৷

অবশ্য সামরিক বাহিনী ছাড়া এ ধরণের হামলা প্রতিহত করতে জার্মানির একটি কেন্দ্রীয় সংস্থা রয়েছে, যার নাম ‘জার্মান ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি৷'

জেডএইচ / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ