1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ

৩১ মে ২০১১

জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চূড়ান্ত হয়েছে৷ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এই রিপোর্ট পেশ করা হবে৷

The appeals court of Dhaka on Wednesday upheld the government's travel bar on Jamaat-e-Islami leader Delwar Hossain Sayeedi, just two hours after a High Court ruling declared the government's refusal to allow him to board an overseas flight illegal.
দেলোয়ার হোসেন সাঈদীছবি: bdnews24.com

তদন্ত কর্মকর্তা সানাউল হক জানিয়েছেন, তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, লুন্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তা সানাউল হক জানিয়েছেন, তারা মোট ৩১৩ দিন তদন্ত শেষে দেলোয়ার হোসন সাঈদীর বিরুদ্ধে ৪০০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট চূড়ান্ত করেছেন৷ তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ এবং সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করেছেন৷ তদন্তকাজে আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রাপ্ত সাক্ষ্য প্রমান পর্যালোচনা করা হয়েছে৷ আজ এই তদন্ত রিপোর্ট তারা ট্রাইবুন্যালে জমা দেবেন৷

৪০ বছর আগের ঘটনার তদন্ত কাজে কোন ত্রুটি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেক প্রতিকূলতা ছিল৷ কিন্তু সেসব প্রতিকূলতা কাটিয়ে তারা মানসম্পন্ন তদন্ত রিপোর্ট তৈরি করেছেন৷ তিনি বলেন সাঈদীর নির্মমতার শিকার এখনো অনেকে বেঁচে আছেন৷ আছেন ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী৷ এছাড়া তার অপরাধের অনেক দলিলপত্র পাওয়া গেছে৷

এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামাতের আরো দুই নেতা মো. কামারুজ্জামান এবং কাদের মোল্লাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানী হবে ১লা জুন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ