সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ
৩১ মে ২০১১তদন্ত কর্মকর্তা সানাউল হক জানিয়েছেন, তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, লুন্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তা সানাউল হক জানিয়েছেন, তারা মোট ৩১৩ দিন তদন্ত শেষে দেলোয়ার হোসন সাঈদীর বিরুদ্ধে ৪০০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট চূড়ান্ত করেছেন৷ তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ এবং সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করেছেন৷ তদন্তকাজে আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রাপ্ত সাক্ষ্য প্রমান পর্যালোচনা করা হয়েছে৷ আজ এই তদন্ত রিপোর্ট তারা ট্রাইবুন্যালে জমা দেবেন৷
৪০ বছর আগের ঘটনার তদন্ত কাজে কোন ত্রুটি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেক প্রতিকূলতা ছিল৷ কিন্তু সেসব প্রতিকূলতা কাটিয়ে তারা মানসম্পন্ন তদন্ত রিপোর্ট তৈরি করেছেন৷ তিনি বলেন সাঈদীর নির্মমতার শিকার এখনো অনেকে বেঁচে আছেন৷ আছেন ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী৷ এছাড়া তার অপরাধের অনেক দলিলপত্র পাওয়া গেছে৷
এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামাতের আরো দুই নেতা মো. কামারুজ্জামান এবং কাদের মোল্লাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানী হবে ১লা জুন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: ফাহমিদা সুলতানা