1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন

৪ অক্টোবর ২০১১

আগামী ৩০শে অক্টোবর থেকে বিচার শুরু হবে৷ বাংলাদেশে তিনিই প্রথম যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন৷ তবে তাঁর আইনজীবী দাবি করছেন, অভিযোগ গঠনের পর বিচার শুরু করতে তাদের প্রস্তুতির জন্য এ সময় যথেষ্ট নয়৷

দেলোয়ার হোসেন সাঈদীছবি: bdnews24.com

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারক নিজামুল হক নাসিম আজ সকালে জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর উপস্থিতিতে, তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অভিযোগ পড়ে শোনান৷ এর আগে বিচারক ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন৷

সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, লুট তরাজ, অগ্নিসংযোগ, ধর্ষন ও পাকিস্তানী সেনাবাহিনীকে সহায়তাসহ নানা অপরাধের কথা সাক্ষ্য-প্রমাণসহ তুলে ধরেন বিচারক৷ এছাড়া, গত ২১ থেকে ২৭শে সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানিতে দুই পক্ষ যে বক্তব্য দিয়েছেন, তার সংক্ষিপ্ত সারও তুলে ধরা হয়৷ এরপর আদালত সাঈদীর কাছে জানতে চান যে, তিনি দোষী না নির্দোষ৷ সাঈদী নিজেকে নির্দোষ দাবি করেন৷ আদালত সাঈদীকে মামলা থেকে অব্যহতির আবেদন নাকচ করে দিয়ে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন৷ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান জানান, তাঁর বিরুদ্ধে ২০ ধরনের অভিযোগের বিচার হবে৷

আগামী ৩০শে অক্টোবর থেকে বিচার কাজ শুরু হবে৷ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টানা এই বিচারকাজ চলবে৷ তবে সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম দাবি করেন, তাদের প্রস্তুতি নিতে মাত্র ২৭ দিন সময় দেয়া হয়েছে৷ তাই বিচারকাজ শুরুর জন্য এ সময় পর্যাপ্ত নয়৷

যুদ্ধাপরাধের অভিযোগে সাঈদীকে গত বছরের ২৯শে জুন গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ পেশ করা হয় চলতি বছরের জুলাই মাসে৷ আজ অভিযোগ গঠনের পর বাংলাদেশে তিনিই প্রথম, যিনি এহেন এক বিচারের মুখোমুখি হচ্ছেন৷ এই মামলায় সাঈদীসহ পাঁচ জন জামায়ত নেতা এবং দু'জন বিএনপি নেতাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ