1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

৭ ডিসেম্বর ২০১১

জামায়াত নেতা মাওলানা সাঈদীর বিরুদ্ধে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে৷ বুধবার পিরোজপুরের পারের হাটের মাহবুবুল আলম হাওলাদার তাঁর জবানবন্দিতে সাঈদীর নেতৃত্বে একাত্তরে হত্যা, ধর্ষণ আর লুটতরাজের বর্ণনা দিয়েছেন৷

দেলোয়ার হোসেন সাঈদীছবি: bdnews24.com

দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করা হয় ৩রা অক্টোবর৷ আর তারই ধারাবাহিকতায় বুধবার ট্রাইবুন্যাল সাক্ষ্য গ্রহণ শুরু করেছে৷ প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার আদালতকে জানান, পারেরহাট বন্দরে পাকিস্তানী বাহিনীকি স্বাগত জানান দেলোয়ার হোসেন সাঈদী৷ তিনি পাকিস্তানী সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের সঙ্গে উর্দু ভাষায় কথা বলে সুসম্পর্ক গড়ে তোলেন৷ এরপর সাঈদীর সহায়তায় এবং নির্দেশে হত্যা , লুন্ঠন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে৷ তিনি আদালতে সাঈদীকে সনাক্ত করেন৷ তিনি আদালতের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করেন৷ যা সাংবাদিকদের জানান প্রসিকউশনের আইনজীবী ব্যারিস্টার হায়দার আলী৷

তবে সাঈদীর আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম এধরনের সাক্ষীকে ভুয়া এবং সাজান বলে দাবি করেন৷ তিনি দাবি করেন, সঠিক তদন্ত হলে এসব সাক্ষ্যপ্রমাণ বালির বাঁধের মত ভেসে যাবে৷

বুধবার মাহবুবুল আলম হাওলাদারের সাক্ষ্য শেষ হলে সাক্ষী দেয়া শুরু করেন আরেক প্রত্যক্ষদর্শী রুহুল আমিন নবীন৷ তার সাক্ষ্য অসমাপ্ত রেখেই বুধবার আদালত মুলতুবি হয়৷ আজ আবার তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালতের কাজ শুরু হবে৷ এপর্যায়ে মোট ৫ জন সাক্ষী টানা সাক্ষ্য দেবেন৷

এদিকে সাঈদীর আইনজীবীর ৩টি আবেদন আদালত নাকচ করে দিয়েছেন৷ এসব আবেদনে আগাম মামলার আলামত ও নথিপত্র চাওয়া হয়৷ আর প্রস্তুতির জন্য সময়ও চাওয়া হয়৷ আদালত বলেছেন, মামলার আলামত ও নথিপত্র মামলা চলাকালে পর্যায়ক্রমে উপস্থাপন করা হবে৷ আর প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ