1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী মাসে

২১ নভেম্বর ২০১১

জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ৭ই ডিসেম্বর থেকে৷ আজ প্রসিকিউশন ট্রাইবুনালে তার অপরাধের ওপর প্রারম্ভিক বক্তব্য শেষ করেছে৷

The appeals court of Dhaka on Wednesday upheld the government's travel bar on Jamaat-e-Islami leader Delwar Hossain Sayeedi, just two hours after a High Court ruling declared the government's refusal to allow him to board an overseas flight illegal.
জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীছবি: bdnews24.com

দুই দিনের মধ্যে প্রসিকিউশন পক্ষ দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মোট ৮৭ পৃষ্ঠার যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ধরে৷ প্রসিকউশনের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জানান, মুক্তিযুদ্ধ চলাকালে সাঈদী পিরোজপুরের পারেরহাটসহ বিভিন্ন এলাকায় মানবতা বিরোধী অপরাধ করেছেন৷ তিনি ছিলেন পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আলবদরের সহযোগী৷ হত্যা ও ধর্ষণ ছাড়াও তিনি লুটতরাজ করেছেন৷ লুটতরাজের মালকে তিনি গনিমতের মাল বলে আত্মসাৎ করেন৷ দোকানদার থেকে হয়েছেন সম্পদশালী ব্যক্তি৷ এমনকি তিনি ভয় ভীতি দেখিয়ে হিন্দুদের ধর্মান্তরিতও করেন বলে অভিযোগ৷

মুক্তিযুদ্ধের পর সাঈদী পালিয়ে ছিলেন৷ পরে ৭৫-এর ১৫ই আগস্টের পর পরিস্থিতি বুঝে আবার ফিরে আসেন৷ আত্মপ্রকাশ করেন মাওলানা হিসেবে৷

প্রসিকিউশন জানায়, সাঈদীর এই অপরাধ ১৯৭৩ সালের আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে বিচারযোগ্য৷ আগামী ৭ই ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ