1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাউদাম্পটনের পথে বাংলাদেশ

২১ জুন ২০১৯

অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ে কঠিন হয়ে গেছে বাংলাদেশের শেষ চারের স্বপ্ন৷ জটিল হিসেব নিকেশের বেড়াজালে, তবুও কোথাও জ্বলছে আশার বাতি৷

ICC Cricket World Cup England - Bangladesch
ছবি: Getty Images/AFP/P. Ellis

এদিকে, আজ নটিংহ্যাম ছেড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল৷ পরের ঠিকানা সাউদাম্পটন, প্রতিপক্ষ আফগানিস্তান৷ সেমিফাইনালে যেতে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই মাশরাফী-সাকিব-তামিম-মুশফিকদের৷

২৪ জুন বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলা শুরু হওয়ার কথা৷ এছাড়া, ২ জুলাই ভারতের বিপক্ষে এবং ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মাশরাফীরা৷

নটিংহ্যাম ছাড়ার আগে, ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন, টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন৷ তিনি বললেন, 'হার সবসময় কষ্টের৷ কিন্তু গতকালও আমরা ভালো ক্রিকেট খেলেছি৷ বোলিং ফিল্ডিং আরেকটু ভালো করে রানটা বেধে রাখা গেল, ম্যাচটা জেতা যেত৷'

সুজন জানান, ‘৩৮১ রান চেজ করে জেতাটা চাট্টিখানি কথা না৷ তবুও ম্যাচ জেতার জন্য চেষ্টা ছিল, তাতে আমরা খুশি৷'

ব্যাটিংটা যথেষ্ট ভালো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিশাল রান তাড়া করতে নেমে, পরিকল্পনামাফিক খেলাটা সম্ভব না৷ আক্রমণাত্মক হতেই হবে৷ আর তাই সাকিব, তামিম, সৌম্যর উইকেট হারিয়ে একটু চাপে পড়েছিল দল৷'

মুশফিকের ইনিংসকে 'ব্রিলিয়ান্ট' বলেছেন তিনি৷ মাহমুদউল্লাহর শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে, সুজন বলেন, ‘কিন্তু রানটা অনেক বেশি ছিল৷'

টিএম/কেএম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ