1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকার বিরুদ্ধে রায় মঙ্গলবার

৩০ সেপ্টেম্বর ২০১৩

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার৷ হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই সাংসদের বিরুদ্ধে৷

ছবি: picture-alliance/AP

সামহয়্যার ইন ব্লগে সহীদুল হক মাণইক লিখেছেন, ‘‘গত ৫ ফেব্রুয়ারি থেকে আটমাস ব্যাপী আমাদের আন্দোলনের বিজয়ের ধারাবাহিকতায় শাহবাগ এগিয়ে যাচ্ছে আরও একটি বিজয়ের দিকে, সাকা নামক পশুটির ফাঁসির রায়ের দিকে৷'' তাঁর মতে, একাত্তরের শীর্ষ ৭৫ রাজাকারের মধ্যে সাকা চৌধুরী একজন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যও৷ মাণইক লিখেছেন, ‘‘বুঝি না, বিএনপির কি একটু লজ্জাও করে না এ ধরনের মানুষ নিয়ে দল গঠন করতে? কোনো মানুষ কি কখনও অন্য মানুষের খুনির সাথে হাত মেলাতে পারে, কোনো নারী কি কখনও অন্য নারীর ধর্ষকের সাথে হাত মেলাতে পারে?''

এবারই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছে ট্রাইব্যুনাল৷ তাই বিএনপি এবার কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা দেখার অপেক্ষায় রয়েছেন বলে সামহয়্যার ইন ব্লগে লিখেছেন আরেক ব্লগার৷

এদিকে নিঝুম মজুমদার ফেসবুকে লিখেছেন তিনি ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন৷ প্রায় পাঁচ বছর আগে আমারব্লগে সাকাকে নিয়ে পাঁচ পর্বের লেখার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘লেখাটি লিখেছিলাম রোজার মাসে৷ সারাদিন ক্লান্তির পর দীর্ঘ একটানা লিখতে গিয়ে আমি প্রচণ্ড হতবাক হয়ে যেতাম সাকার ভয়াবহ ইতিহাস লিখতে গিয়ে৷ কখনো নিজেকে মানুষ হিসেবে ভাবতে গিয়ে লজ্জা পেয়ে যেতাম৷ লেখার প্রতিটি মুহূর্তে স্বপ্ন দেখতাম একদিন বাংলাদেশের মাটিতেই সাকার অপরাধের বিচার হবে৷ আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে৷ আগামীকাল সাকার ফাঁসির রায় হলে নিজেকে খুব বড় সৌভাগ্যবান মনে করবো, এত পরিশ্রম, এত কষ্ট সব স্বার্থক মনে হবে৷''

আমারব্লগে জান্নাতুল ফেরদৌস সাকা চৌধুরীর ফাঁসি চেয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে লিখেছেন, ‘‘শান্তি পাক....সব শহীদের আত্মা৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ