বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার৷ হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই সাংসদের বিরুদ্ধে৷
বিজ্ঞাপন
সামহয়্যার ইন ব্লগে সহীদুল হক মাণইক লিখেছেন, ‘‘গত ৫ ফেব্রুয়ারি থেকে আটমাস ব্যাপী আমাদের আন্দোলনের বিজয়ের ধারাবাহিকতায় শাহবাগ এগিয়ে যাচ্ছে আরও একটি বিজয়ের দিকে, সাকা নামক পশুটির ফাঁসির রায়ের দিকে৷'' তাঁর মতে, একাত্তরের শীর্ষ ৭৫ রাজাকারের মধ্যে সাকা চৌধুরী একজন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যও৷ মাণইক লিখেছেন, ‘‘বুঝি না, বিএনপির কি একটু লজ্জাও করে না এ ধরনের মানুষ নিয়ে দল গঠন করতে? কোনো মানুষ কি কখনও অন্য মানুষের খুনির সাথে হাত মেলাতে পারে, কোনো নারী কি কখনও অন্য নারীর ধর্ষকের সাথে হাত মেলাতে পারে?''
ট্রাইব্যুনাল গঠন করে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় ২০১০ সালে৷ এ বছর প্রথম রায়ে হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অভিযাগে ফাঁসির আদেশ দেয়া হয় ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদকে৷
ছবি: AP
কাদের মোল্লার ‘বিজয়প্রতীক’, দেশজুড়ে বিক্ষোভ
গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয় একাত্তরের কর্মকাণ্ডের জন্য ‘মিরপুরের কসাই’ নামে পরিচিতি পাওয়া কাদের মোল্লাকে৷ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সর্বোচ্চ শাস্তি না হওয়ায় এবং রায়ের পর কাদের মোল্লা আঙুল উঁচিয়ে বিজয়প্রতীক দেখানোয় শুরু হয় বিক্ষোভ৷
কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে প্রবল অসন্তোষ এবং বিক্ষোভ দেখা দিলে আইন সংশোধন করে রাষ্ট্রপক্ষেরও আপিলের সুযোগ সৃষ্টি করা হয়৷ এর আগে শুধু আসামিপক্ষের আপিল করার সুযোগ ছিল৷ কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পর জামায়াতে ইসলামীও বিক্ষোভে নামে৷ দলটি মনে করে, এ রায় যথার্থ হয়নি৷ সেই থেকেই শুরু রায়ের প্রতিবাদে হরতাল৷
ছবি: Reuters
সাঈদির ফাঁসির আদেশ
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ বিভিন্ন অপরাধে ফাঁসির আদেশ দেয় ট্রাইবুনাল৷ প্রতিবাদে হরতাল ডাকে জামায়াতে ইসলামি৷ জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী-সমর্থকরা ব্যাপক তাণ্ডব চালায়৷ সংখ্যালঘুদের বাড়ি-ঘর-মন্দির লুট, অগ্নিসংযোগ, পুলিশ স্টেশনে হামলা,অগ্নিসংযোগ, সংঘর্ষ – সবই ঘটেছে, অনেক হতাহতের ঘটনাও ঘটেছে তখন৷
ছবি: Stringer/AFP/Getty Images
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবি
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার কয়েকজন ব্লগারের শাস্তির দাবিতে সোচ্চার হয় মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত-এ ইসলাম৷ ব্লগারদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাঁদের ‘নাস্তিক’ হিসেবেও চিহ্নিত করা হয়৷ প্রধান বিরোধী দল বিএনপির সমর্থন এ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে৷ চারজন ব্লগারকে গ্রেপ্তার করলেও যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখে সরকার৷
ছবি: Reuters
অবশেষে কাদের মোল্লার ফাঁসির আদেশ
মঙ্গলবার সংশোধিত আপিল আইনের আওতায় গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাঁসি দিয়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেয় আপিল বিভাগ৷রায় ঘোষণার আগে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
উৎসবের আনন্দ
এ রায়ে আবার জেগে ওঠে শাহবাগের প্রজন্ম চত্বর৷ ‘মিরপুরের কসাই’ কাদের মোল্লার ফাঁসির আদেশ শুনে সেখানে আবার নামে মানুষের ঢল৷ অপরাধ অনুযায়ী শাস্তি হতে চলেছে – এটাই তাঁদের আনন্দ৷
ছবি: picture alliance/AP Photo
জামায়াতের হরতাল, বিক্ষোভ
কাদের মোল্লার চূড়ান্ত রায় ঘোষণার পর ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী৷ রায়কে ‘ভুল’ দাবি করে, অভিযুক্ত সব নেতার মুক্তির দাবিতে এ হরতাল ডেকেছে তারা৷ আবার বিক্ষোভে নেমেছে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা৷কাদের মোল্লার আইনজীবী জানিয়েছেন, আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার জন্য আবেদন করা হবে৷ তবে আইনমন্ত্রী শফিক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, এ রায় পর্যালোচনার কোনো সুযোগ নেই৷
ছবি: STR/AFP/Getty Images
9 ছবি1 | 9
এবারই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছে ট্রাইব্যুনাল৷ তাই বিএনপি এবার কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা দেখার অপেক্ষায় রয়েছেন বলে সামহয়্যার ইন ব্লগে লিখেছেন আরেক ব্লগার৷
এদিকে নিঝুম মজুমদার ফেসবুকে লিখেছেন তিনি ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন৷ প্রায় পাঁচ বছর আগে আমারব্লগে সাকাকে নিয়ে পাঁচ পর্বের লেখার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘লেখাটি লিখেছিলাম রোজার মাসে৷ সারাদিন ক্লান্তির পর দীর্ঘ একটানা লিখতে গিয়ে আমি প্রচণ্ড হতবাক হয়ে যেতাম সাকার ভয়াবহ ইতিহাস লিখতে গিয়ে৷ কখনো নিজেকে মানুষ হিসেবে ভাবতে গিয়ে লজ্জা পেয়ে যেতাম৷ লেখার প্রতিটি মুহূর্তে স্বপ্ন দেখতাম একদিন বাংলাদেশের মাটিতেই সাকার অপরাধের বিচার হবে৷ আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে৷ আগামীকাল সাকার ফাঁসির রায় হলে নিজেকে খুব বড় সৌভাগ্যবান মনে করবো, এত পরিশ্রম, এত কষ্ট সব স্বার্থক মনে হবে৷''
আমারব্লগে জান্নাতুল ফেরদৌস সাকা চৌধুরীর ফাঁসি চেয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে লিখেছেন, ‘‘শান্তি পাক....সব শহীদের আত্মা৷''