1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিবকে কারণ দর্শানোর নোটিশ পাঠাচ্ছে বিসিবি

২৬ অক্টোবর ২০১৯

নিয়মের বাইরে গিয়ে গ্রামীণফোনের সাথে চুক্তি করায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি৷ পাশপাশি তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেয়া হতে পারে৷

Cricket Spieler Bangladesch: Shakib Al Hasan
ছবি: picture-alliance/A. Salahuddin

গত মঙ্গলবার দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের সাথে একটি স্পন্সরশিপ চুক্তি করেন বাংলাদেশের টেস্ট ও টিটোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান৷ তার আগের দিনই দেশের ক্রিকেটারদের নিয়ে তিনি ধর্মঘটের ডাক দিয়েছিলেন৷

সাকিবের এই চুক্তিকে ভালোভাবে নিচ্ছে না বিসিবি৷ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে তাঁর বিরুদ্ধে৷

গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করে সাকিব বিসিবির চুক্তি ও প্রক্রিয়া ভঙ্গ করেছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী৷ এই বিষয়ে সাকিব ও গ্রামীণফোনের কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে বলে উল্লেখ করেছেন বিসিবি প্রধানও৷

এছাড়া স্থানীয় গণমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি৷ কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই৷''

দৈনিক কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘‘আমরা ক্ষতিপূরণ দাবি করব এখন৷ সেটি কোম্পানির কাছেও দাবি করব, দাবি করব খেলোয়াড়ের কাছেও৷ আমরা কি ছেড়ে দেব নাকি? কালকে (গত পরশু) শুনলাম প্রথম৷ আমি বলে দিয়েছি, গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ পাঠাও৷ বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও৷ বলেছি, চিঠি পাঠাও সাকিবকেও৷ আমাদের ব্যাখ্যা চাই৷ আমাদের কাছে ব্যাপারটিকে মনে হয়েছে, ‘বোর্ডের কোনো নিয়ম-কানুন মানি না,’ এ রকম হলে কঠোর ব্যবস্থা নেবই৷''

তিনি জানান ২০১৫ সালে আরেক টেলিকম অপারেটর রবির সাথে বিসিবির টাইটেল স্পন্সর চুক্তি হওয়ার পর গ্রামীণফোন আলাদাভাবে খেলোয়াড়দের চুক্তি শুরু করে৷ এতে বোর্ডের বিরাট ক্ষতি হয়েছে৷ ‘‘যে কারণে আমরা খেলোয়াড়দের টেলিকম কোম্পানিগুলোর সাথে চুক্তি করা থেকে বিরত রেখেছি৷ তারপরও সে (সাকিব) এটা করেছে৷ এবং সময়টা দেখেন? খেলা বন্ধ করে চুক্তি! এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ,’’ বলেন পাপন৷

এসময় তিনি আফগানিস্তান সিরিজ হার নিয়েও সাকিবের সমালোচনা করেন৷ বলেন, ‘‘(এরপর) আমি হলে আন্দোলন দূরের কথা, লজ্জায় মুখই দেখাতাম না৷''

গত সোমবার সাকিব দেশের শীর্ষ ক্রিকেটারদের সাথে বিভিন্ন দাবি পূরণে ধর্মঘটের ডাক দেন৷ বুধবার বিসিবির আলোচনার পর এই আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়৷ শুক্রবার থেকে খেলোয়াড়রা ভারত সফরের প্রশিক্ষণ পর্বে অংশ নিয়েছেন৷

এফএস/জেডএ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ