1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

১৭ নভেম্বর ২০২০

সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছিলেন বছর চল্লিশের মহসিন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ছবি: DW

ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়ার জন্য মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বেলা এগারোটা নাগাদ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে তাঁর বিরুদ্ধে ডিজিটাল আইন অনুসারে অভিযোগ দায়ের করেছিল পুলিশ। সাকিবকে হত্যার হুমকি দিয়ে ভিডিও আপলোড করেছিলেন তিনি। সম্প্রতি কলকাতায় কালীপুজোর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। সেই কারণে ফেসবুক লাইভে সাকিবকে কুপিয়ে খুন করার হুমকি দিয়েছিলেন তিনি। পরে মঙ্গলবার সকালে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সাকিবকে ক্ষমা চাইতে বলেন। বস্তুত, সাকিবও সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন। জানিয়েছেন, পুজোর উদ্বোধন তিনি করেননি।

জিএইচ/এসজি(বিডি নিউজ, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ